সোলায়মান 8
8
1আহা, তুমি যদি আমার ভাইয়ের মত হতে,
যে আমার মাতার স্তন্য পান করতো,
তবে আমি তোমাকে সড়কে পেলে চুম্বন করতাম,
তবুও কেউ আমাকে তুচ্ছ করতো না।
2আমি তোমাকে পথ দেখাতাম,
আমার মাতার বাড়িতে নিয়ে যেতাম;
তুমি আমাকে শিক্ষা প্রদান করতে,
আমি তোমাকে সুগন্ধ মিশানো আঙ্গুর-রস পান করাতাম,
আমার ডালিমের মিষ্ট রস পান করাতাম।
3তাঁর বাম হাত আমার মাথার নিচে থাকতো,
তাঁর ডান হাত আমাকে আলিঙ্গন করতো।
----
4অয়ি জেরুশালেম-কন্যারা!
আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি,
তোমরা প্রেমকে কেন জাগাবে?
কেন উত্তেজিত করবে, যে পর্যন্ত তার বাসনা না হয়?
----
5উনি কে,
যিনি মরুভূমি থেকে উঠে আসছেন,
নিজের প্রিয়ের উপর ভর দিয়ে আসছেন?
----
আমি আপেল গাছের নিচে তোমাকে জাগালাম,
সেখানে তোমার মা তোমাকে নিয়ে প্রসব বেদনায় ভুগিয়েছিলেন,
সেখানে তোমার জননী ব্যথা সহ্য করেছিলেন,
ও তোমাকে প্রসব করেছিলেন।
----
6তুমি আমাকে তোমার অন্তরে মুদ্রাঙ্কিত করে রাখ,
তোমার বাহুর মধ্যে আবদ্ধ করে রাখ;
কেননা মহব্বত মৃত্যুর মত বলবান;
অন্তর্জ্বালা পাতালের মত নিষ্ঠুর;
তার শিখা আগুনের শিখা, তা মাবুদেরই আগুন।
7অনেক পানি মহব্বত নিবিয়ে দিতে পারে না,
অনেক নদী তা ডুবিয়ে দিতে পারে না;
কেউ যদি মহব্বতের জন্য বাড়ির সর্বস্ব দেয়,
লোকে তাকে যার-পর-নাই তুচ্ছ জ্ঞান করে।
----
8‘আমাদের একটি ছোট বোন আছে, তার কুচযুগ নেই;
আমরা নিজের বোনের জন্য সেদিন কি করবো,
যে দিনে তার বিষয়ে প্রস্তাব হবে?
9সে যদি প্রাচীরস্বরূপা হয়,
তার উপরে রূপার গম্বুজ নির্মাণ করবো,
সে যদি দ্বারস্বরূপা হয়,
এরস কাঠের কবাট দিয়ে তা ঘিরে রাখব।’
----
10আমি প্রাচীরস্বরূপা এবং আমার কুচযুগ তার উঁচু গৃহের মত;
তখন তাঁর চোখে শান্তি আনয়নকারীর মত হলাম।
11বাল্-হামোনে সোলায়মানের একটি আঙ্গুরক্ষেত ছিল,
তিনি তা কৃষকদেরকে জমা দিয়েছেন;
তার ফলের মূল্য হিসেবে প্রত্যেকে এক এক হাজার মুদ্রা দেবে।
12আমার নিজের আঙ্গুরক্ষেত আমার সম্মুখে;
হে সোলায়মান, সেই হাজার মুদ্রা তোমারই হবে।
দুই শত মুদ্রা কৃষকদের থাকবে।
----
13অয়ি উপবন-বাসিনী!
সখারা তোমার স্বর শুনবার জন্য কান পেতে আছে,
আমাকে তা শুনতে দাও।
----
14হে আমার প্রিয়, শীঘ্র চল,
সুগন্ধময় পর্বতশ্রেণীর উপরে,
কৃষ্ণসার কিংবা হরিণের বাচ্চার মত হও।
Currently Selected:
সোলায়মান 8: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013