সোলায়মান 7
7
1অয়ি রাজকন্যে! পাদুকায় তোমার চরণ কেমন শোভা পাচ্ছে!
তোমার গোলাকার ঊরুদ্বয় সোনার হারস্বরূপ।
নিপুণ শিল্পীর হাতে তৈরি সোনার হারস্বরূপ।
2তোমার দেহ এমন গোলাকার পাত্রের মত,
যাতে মিশানো আঙ্গুর-রসের অভাব নেই।
তোমার কোমর এমন গমের আঁটির মত,
যা লিলি ফুলের শ্রেণীতে শোভিত।
3তোমার স্তনযুগল দুই হরিণের বাচ্চার মত,
হরিণীর যমজ বাচ্চার মত।
4তোমার গলদেশ হাতির দাঁতের উঁচু গৃহের মত;
তোমার নয়নযুগল হিশ্বনের বৎ-রব্বীম ফটকের নিকটবর্তী পুস্করণীগুলোর মত;
তোমার নাসিকা লেবাননের সেই উঁচু গৃহের মত,
যা দামেস্কের দিকে মুখ করা।
5তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পর্বতের মত;
তোমার মাথার কেশপাশ বেগুনী রংয়ের মত,
তোমার কেশপাশে বাদশাহ্ বন্দী আছেন।
6হে প্রেম, বিচিত্র আমোদের মধ্যে তুমি কেমন সুন্দরী ও মনোহারিণী!
----
7তোমার এই উচ্চতা খেজুর গাছের মত,
তোমার কুচযুগ আঙ্গুরগুচ্ছস্বরূপ।
8আমি বললাম, আমি খেজুর গাছে উঠবো,
আমি তার ফলের ছড়া ধরবো;
তোমার কুচযুগ আঙ্গুর ফলের গুচ্ছস্বরূপ হোক,
তোমার নিশ্বাসের গন্ধ আপেলের মত হোক;
9তোমার তালু উত্তম আঙ্গুর-রসের মত হোক,
যা সহজে আমার প্রিয়ের গলায় নেমে যায়,
নিদ্রাগতদের ওষ্ঠ দিয়ে সরে যায়।
10আমি আমার প্রিয়েরই, তাঁর বাসনা আমারই প্রতি।
11হে আমার প্রিয়, চল, আমরা জনপদে যাই,
পল্লীগ্রামে কাল যাপন করি।
12চল, খুব ভোরে উঠে আঙ্গুর-ক্ষেতে যাই,
দেখি, আঙ্গুরলতা পল্লবিত হয়েছে কি না,
তাতে মুকুল ধরেছে কি না,
ডালিম ফুল ফুটেছে কি না;
সেখানে তোমাকে আমার মহব্বত নিবেদন করবো।
13দূদাফল সৌরভ বিস্তার করছে;
আমাদের দুয়ারে দুয়ারে নতুন ও পুরানো সমস্ত রকম উত্তম উত্তম ফল আছে;
হে আমার প্রিয়,
আমি তোমারই জন্য তা রেখেছি।
Currently Selected:
সোলায়মান 7: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013