YouVersion Logo
Search Icon

সোলায়মান 6

6
1অয়ি নারীকুল-সুন্দরি!
তোমার প্রিয় কোথায় গেছেন?
তোমার প্রিয় কোন্‌ দিকের পথ ধরেছেন?
আমরা তোমার সঙ্গে তাঁর খোঁজ করবো।
----
2আমার প্রিয়তম তার উপবনে সুগন্ধি ওষধির বাগানে গেছেন,
উপবনে পাল চরাবার জন্য ও লিলি ফুল তুলবার জন্য।
3আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই;
তিনি লিলি ফুলবনে পাল চরান।
----
4অয়ি মম প্রিয়ে! তুমি তির্সা শহরের মত সুন্দরী,
জেরুশালেমের মত রূপবতী,
নিশান সহ বাহিনীর মত ভয়ঙ্করী।
5তুমি আমা থেকে তোমার নয়ন দু’টি ফিরিয়ে নাও,
কেননা ওরা আমাকে ব্যাকুল করে তোলে;
তোমার কেশপাশ এমন ছাগল পালের মত,
যারা গিলিয়দের পাশে শুয়ে থাকে।
6তোমার দাঁতগুলো ভেড়ীর পালের মত,
যারা গোসল করে উঠে এসেছে,
যাদের সকলের যমজ বাচ্চা আছে,
যাদের মধ্যে একটিও মৃত বাচ্চা নেই।
7তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ ডালিম-খণ্ডের মত।
8যদিও ষাটজন রাণী ও আশিজন উপপত্নী আছে,
আর অসংখ্য যুবতী আছে।
9তবুও আমার ঘুঘু, আমার শুদ্ধমতি অদ্বিতীয়া;
সে তার মায়ের একমাত্র মেয়ে,
সে তার জননীর স্নেহপাত্রী;
তাকে দেখে কন্যারা সুখী বললো,
রাণীরা ও উপপত্নীরা তার প্রশংসা করলো।
----
10উনি কে, যিনি অরুণের মত উদীয়মানা,
চন্দ্রের মত সুন্দরী,
সূর্যের মত তেজস্বিনী,
পতাকাবাহী বাহিনীর মত ভয়ঙ্করী?
11আমি উপত্যকার নবীন গাছ দেখতে,
আঙ্গুরলতা পল্লবিত হয় কি না দেখতে,
দেখতে ডালিমের ফুল ফোটে কি না দেখতে,
বাদাম গাছের উপবনে নেমে গেলাম।
12আমি কিছু বুঝবার আগেই আমার বাসনা আমাকে বসিয়ে দিল
আমার জাতির রাজকীয় রথের মধ্যে।
----
13ফেরো ফেরো, অয়ি শূলম্মীয়ে;
ফেরো ফেরো, আমরা তোমাকে দেখব।
শূলম্মীয়াকে তোমরা কেন দেখবে?
মহনয়িমের নৃত্য দেখার মত কেন দেখবে?
----

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in