YouVersion Logo
Search Icon

মাতম 5

5
গুনাহ্‌ মাফের জন্য মুনাজাত
1হে মাবুদ, আমাদের প্রতি যা ঘটেছে, স্মরণ কর,
দৃষ্টিপাত কর, আমাদের অপমান দেখ।
2আমাদের অধিকার বিদেশীদের হাতে,
আমাদের বাড়িগুলো বিজাতীয়দের হাতে গেছে।
3আমরা এতিম ও পিতৃহীন, আমাদের মায়েরা বিধবাদের মত হয়েছেন।
4আমাদের পানি আমরা রূপা দিয়ে ক্রয় করে পান করেছি,
আমাদের কাঠ মূল্য দিয়ে ক্রয় করতে হয়।
5লোকে ঘাড় ধরে আমাদেরকে তাড়না করে,
আমরা পরিশ্রান্ত, কোন বিশ্রাম পাই না।
6আমরা মিসরীয়দের কাছে করজোড় করেছি,
আশেরীয়দের কাছেও করেছি, খাদ্যে তৃপ্ত হবার জন্য।
7আমাদের পিতৃপুরুষেরা গুনাহ্‌ করেছেন, এখন তাঁরা নেই,
আমরাই তাঁদের অপরাধ বহন করেছি।
8আমাদের উপরে গোলামেরা কর্তৃত্ব করে,
তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।
9প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি,
মরুভূমিতে অবস্থিত তলোয়ারের কারণে।
10আমাদের চামড়া তুন্দুরের মত জ্বলে,
দুর্ভিক্ষের জ্বলন্ত তাপের কারণে।
11সিয়োনে রমণীরা ভ্রষ্টা হল,
এহুদার নগরগুলোতে কুমারীরা ভ্রষ্টা হল।
12নেতৃবর্গের হাত বেঁধে ফাঁসি দেওয়া হল,
প্রাচীন লোকদের মুখ সমাদৃত হল না।
13যুবকদেরকে যাঁতা বইতে হল,
শিশুরা কাঠের বোঝার ভারে হোঁচট খেল।
14প্রাচীনেরা তোরণদ্বারে উপবেশনে নিবৃত্ত,
যুবকরা বাদ্য বাদনে নিবৃত্ত হয়েছে;
15আমাদের অন্তরের আনন্দলুপ্ত হয়েছে,
আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে।
16আমাদের মাথা থেকে মুকুট খসে পড়েছে,
ধিক্‌ আমাদেরকে! কেননা আমরা গুনাহ্‌ করেছি।
17এজন্য আমাদের অন্তঃকরণ মূর্চ্ছিত হয়েছে,
এ সব কারণে আমাদের চোখ নিস্তেজ হয়েছে।
18কেননা সিয়োন পর্বত উচ্ছিন্ন স্থান হয়েছে,
শিয়ালেরা তার উপর দিয়ে যাতায়াত করে।
19হে মাবুদ, তুমি অনন্তকাল সমাসীন;
তোমার সিংহাসন পুরুষানুক্রমে স্থায়ী।
20কেন চিরতরে আমাদেরকে ভুলে যাবে?
কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে?
21হে মাবুদ, তোমার প্রতি আমাদেরকে ফিরাও তাতে আমরা ফিরবো;
আগেকার দিনের মত নতুন সময় আমাদেরকে দাও।
22কিন্তু তুমি আমাদেরকে একেবারে অগ্রাহ্য করেছ,
আমাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়েছ।

Currently Selected:

মাতম 5: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in