YouVersion Logo
Search Icon

মাতম 4

4
বনি-ইসরাইলদের দুঃখ
1হায়, সোনা কেমন মলিন হয়েছে!
খাঁটি সোনা কেমন বিকৃত হয়েছে!
বায়তুল-মোকাদ্দসের পাথরগুলো প্রতিটি রাস্তার মাথায় নিক্ষিপ্ত রয়েছে।
2হায়, বহুমূল্য সিয়োন-পুত্ররা, যারা খাঁটি সোনার মত,
তারা মৃন্ময় ভাণ্ডের মত, কুম্ভকারের হাতের তৈরি বস্তুর মত গণিত হয়েছে।
3শৃগালীরাও স্তন দেয়, নিজ নিজ শিশুদেরকে দুধ পান করায়;
আমার জাতিরূপ কন্যা নিষ্ঠুরা হয়েছে, মরুভূমিস্থ উটপাখিদের ন্যায়।
4স্তন্যপায়ী শিশুর জিহ্বা পিপাসায় তালুতে সংলগ্ন হয়েছে;
বালক-বালিকারা রুটি চাচ্ছে,
কেউ তাদেরকে তা দেয় না।
5যারা উপাদেয় দ্রব্য ভোজন করতো,
তারা এতিম হয়ে পথে পথে রয়েছে;
যাদেরকে লাল রংয়ের কাপড় পরিয়ে লালন-পালন করা যেত,
তারা সারের ঢিবি আলিঙ্গন করছে।
6বাস্তবিক আমার জাতিরূপ কন্যার অপরাধ
সেই সাদুমের গুনাহ্‌ হতেও বেশি,
যা এক নিমিষে উৎপাটিত হয়েছিল,
অথচ তার উপরে মানুষের হাত পড়ে নি।
7তার নেতৃবর্গ হিমের চেয়ে নির্মল,
দুধের চেয়ে শুভ্রবর্ণ ছিলেন;
প্রবালের চেয়ে লাল রংয়ের অঙ্গ তাঁদের ছিল;
নীলকান্তমণির মত কান্তি তাঁদের ছিল;
8তাঁদের মুখ কালি হতেও কালো হয়ে পড়েছে;
পথে তাঁদেরকে চেনা যায় না;
তাঁদের চামড়া অস্থিতে সংলগ্ন হয়েছে;
তা কাঠের মত শুকিয়ে গেছে।
9ক্ষুধায় নিহত লোকের চেয়ে বরং তলোয়ারে নিহত লোক ধন্য,
কেননা এরা ক্ষেতের শস্যের অভাবে
যেন শূলে বিদ্ধ হয়ে ক্ষয় পাচ্ছে।
10স্নেহময়ী স্ত্রীদের হাত নিজ নিজ শিশু রান্না করেছে;
আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণে এরা তাদের খাদ্যদ্রব্য হয়েছে।
11মাবুদ তাঁর ক্রোধ সম্পন্ন করেছেন,
তাঁর প্রচণ্ড গজব ঢেলে দিয়েছেন;
তিনি সিয়োনে আগুন জ্বালিয়েছেন,
তা তার ভিত্তিমূল গ্রাস করেছে।
12দুনিয়ার বাদশাহ্‌রা, দুনিয়াবাসী সমস্ত লোক, বিশ্বাস করতো না যে,
জেরুশালেমের দ্বারে কোন বিপক্ষ কি দুশমন প্রবেশ করতে পারবে।
13এর কারণ তার নবীদের গুনাহ্‌ ও তার ইমামদের অপরাধ;
কেননা তারা তার মধ্যে ধার্মিকদের রক্তপাত করতো।
14তারা অন্ধদের মত পথে পথে ঘুরে বেড়িয়েছে,
রক্তে কলুষিত হয়েছে,
লোকেরা তাদের কাপড় স্পর্শ করতে পারে না।
15লোকে তাদেরকে চেঁচিয়ে বলেছে, তোমরা পথ ছাড়;
নাপাক, পথ ছাড়, পথ ছাড় সপর্শ করো না;
তারা পালিয়ে গেছে, ঘুরে বেড়িয়েছে;
জাতিদের মধ্যে লোকে বলেছে,
ওরা এই স্থানে আর প্রবাস করতে পারবে না।
16মাবুদের মুখ তাদেরকে ছিন্নভিন্ন করেছে,
তিনি তাদেরকে আর দেখতে পারেন না;
লোকে ইমামদের মুখাপেক্ষা করে নি,
প্রাচীনদের প্রতি কৃপা করে নি।
17এখনও আমাদের চোখ ক্ষীণ হয়ে পড়ছে,
মিথ্যা সাহায্যের প্রত্যাশায়;
আমরা অপেক্ষা করতে করতে এমন জাতির অপেক্ষায় রয়েছি,
যে রক্ষা করতে পারে না।
18দুশমনেরা আমাদের পাদবিক্ষেপের অনুসরণ করে,
আমরা নিজ নিজ পথে বেড়াতে পারি না;
আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সমপূর্ণ হল,
হ্যাঁ, আমাদের শেষকাল উপস্থিত।
19আমাদের তাড়নাকারীরা আসমানের ঈগল পাখির চেয়ে বেগবান ছিল;
তারা পর্বতের উপরে আমাদের পিছনে পিছনে দৌড়াত,
মরুভূমিতে আমাদের জন্য ঘাঁটি বসাত।
20যিনি আমাদের নাসিকায় বায়ুস্বরূপ, মাবুদের অভিষিক্ত,
তিনি তাদের গর্তে ধৃত হলেন,
যাঁর বিষয়ে বলেছিলাম,
আমরা তাঁর ছায়ায় জাতিদের মধ্যে জীবন যাপন করবো।
21হে ঊষদেশ-নিবাসীনী ইদোম-কন্যে,
তুমি আনন্দকর ও পুলকিতা হও।
তোমার কাছেও সেই পানপাত্র আসবে,
তুমি মত্তা হবে, উলঙ্গিনী হবে।
22সিয়োন-কন্যা, তোমার অপরাধ শেষ হল;
তিনি তোমাকে আর বন্দী দশায় ফেলে রাখবেন না;
হে ইদোম-কন্যা, তিনি তোমার অপরাধের প্রতিফল দেবেন,
তোমার গুনাহ্‌ অনাবৃত করবেন।

Currently Selected:

মাতম 4: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for মাতম 4