আইউব 33
33
ইলীহূ হযরত আইউবকে ভর্ৎসনা করেন
1যা হোক, আইউব, আরজ করি, আমার কথা শুনুন,
আমার সমস্ত কথায় কান দিন।
2দেখুন, আমি এখন মুখ খুলেছি,
আমার তালুস্থিত জিহ্বা কথা বলছে।
3আমার কথা মনের সরলতা প্রকাশ করবে,
আমার ওষ্ঠাধর যা জানে, সরল তা ভাবে বলবে।
4আল্লাহ্র রূহ্ আমাকে রচনা করেছেন,
সর্বশক্তিমানের নিশ্বাস আমাকে জীবন দেন।
5আপনি যদি পারেন, আমাকে জবাব দিন,
আমার সম্মুখে কথা গুছিয়ে বলুন, উঠে দাঁড়ান।
6দেখুন, আল্লাহ্র কাছে আমিও আপনার মত;
আমাকেও মাটি দিয়ে তৈরি করা হয়েছে।
7দেখুন, আমার ভয়ানকতা আপনাকে ত্রাসযুক্ত করবে না,
আমার ভার আপনার দুর্বহ হবে না।
8আপনি আমার কর্ণগোচরেই কথা বলেছেন,
আমি আপনার কথার আওয়াজ শুনতে পেয়েছি,
9“আমি পাক-পবিত্র, আমার অধর্ম নেই;
আমি নিষ্কলঙ্ক, আমাতে অপরাধ নেই;
10দেখুন, তিনি আমার বিরুদ্ধে ছিদ্র খোঁজ করেন,
আমাকে আপনার দুশমন গণনা করেন;
11তিনি আমার পা শিকল দিয়ে বেঁধেছেন,
আমার সমস্ত পথ নিরীক্ষণ করেন।”
12দেখুন, এই বিষয়ে আপনি যথার্থবাদী নন—
আমি আপনাকে জবাব দিই—
কেননা মানুষের চেয়ে আল্লাহ্ মহান।
13আপনি কেন তার সঙ্গে বিতণ্ডা করছেন?
তিনি তো আপনার কোন কথার জবাব দেন না।
14আল্লাহ্ একবার বলেন, বরং দু’বার,
কিন্তু লোকে মন দেয় না।
15স্বপ্নে, রাত্রিকালীন দর্শনে,
যখন মানুষেরা অগাধ নিদ্রায় মগ্ন হয়, বিছানায় সুখনিদ্রা যায়,
16তখন তিনি মানুষের কান খুলে দেন,
সাবধান বাণী দিয়ে তাদের ভয় দেখান,
17যেন তিনি মানুষকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করেন,
যেন মানুষ থেকে অহঙ্কার গুপ্ত রাখেন।
18তিনি কূপ থেকে তার প্রাণ,
মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন।
19সে নিজের বিছানায় ব্যথিত হয়ে শাস্তি পায়,
তার অস্থিতে নিরন্তর যন্ত্রণা হয়,
20আহারেও তার জীবনের রুচি হয় না,
সুস্বাদু খাদ্যও তার প্রাণে ভাল লাগে না,
21তার মাংস ক্ষয় পেয়ে অদৃশ্য হয়,
তার অদৃশ্য অস্থিগুলো বের হয়ে পড়ে।
22তার প্রাণ কূপের নিকটস্থ হয়,
তার জীবন মৃত্যুর দূতদের নিকটবর্তী হয়।
23যদি তার সঙ্গে এক জন ফেরেশতা থাকেন,
এক জন অর্থকারক, হাজারের মধ্যে এক জন,
যিনি মানুষকে তার পক্ষে যা ন্যায্য, তা দেখান,
24তবে তিনি তার প্রতি কৃপা করে বলেন,
“কূপে নেমে যাওয়া থেকে একে মুক্ত কর,
আমি তার কাফ্ফারা পেলাম।”
25তার দেহ বালকের চেয়েও সতেজ হবে,
সে যৌবন কাল ফিরে পাবে।
26সে আল্লাহ্র কাছে মুনাজাত করে,
আর তিনি তার প্রতি খুশি হন,
তাই সে হর্ষধ্বনিপূর্বক তাঁর মুখ দর্শন করে,
আর তিনি মানুষকে তার ধার্মিকতা ফিরিয়ে দেন।
27সে মানুষের কাছে গজল গেয়ে বলে, “আমি গুনাহ্ করেছি,
ন্যায়ের বিপরীত করেছি, তবুও তার মত প্রতিফল পাই নি;
28তিনি কূপে প্রবেশ করা থেকে আমার প্রাণকে মুক্ত করেছেন,
আমি আলো উপভোগ করার জন্য বেঁচে থাকব।”
29দেখুন, আল্লাহ্ এসব কাজ করেন,
মানুষের সঙ্গে দু’বার, তিনবার করেন,
30যেন কূপ থেকে তার প্রাণ ফিরিয়ে আনেন,
যেন সে জীবনের আলোতে আলোকিত হয়।
31আইউব, অবধান করুন, আমার কথা শুনুন;
আপনি নীরব থাকুন, আমি বলি।
32যদি আপনার কিছু বক্তব্য থাকে, জবাব দিন, বলুন,
কেননা আমি আপনাকে নির্দোষ দেখাতে চাই।
33যদি বক্তব্য না থাকে, তবে আমার কথা শুনুন,
নীরব হোন, আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দিই।
Currently Selected:
আইউব 33: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013