YouVersion Logo
Search Icon

আইউব 34

34
ইলীহূ আল্লাহ্‌র ন্যায়বিচার ঘোষণা করেন
1ইলীহূ আরও বলতে লাগলেন,
2হে বিজ্ঞেরা, আমার কথা শুনুন;
হে জ্ঞানবানেরা, আমার কথায় কান দিন।
3কেননা রসনা যেমন খাদ্যের স্বাদ নেয়,
তদ্রূপ কান কথার পরীক্ষা করে।
4আসুন, যা ন্যায্য তা-ই মনোনীত করি,
কোন্‌টি ভাল, নিজেদের মধ্যে স্থির করি।
5দেখুন, আইউব বললেন, আমি ধার্মিক,
কিন্তু আমার যা ন্যায্য, আল্লাহ্‌ তা হরণ করেছেন;
6আমি ন্যায়বান হলেও মিথ্যাবাদী গণিত,
বিনা দোষে আমি দারুণ আহত হয়েছি।
7আইউবের মত কোন ব্যক্তি আছে?
তিনি পানির মত উপহাস পান করেন,
8অধর্মচারীদের সঙ্গে চলেন,
দুর্বৃত্তদের পথে গমন করেন।
9কেননা তিনি বলেছেন, মানুষের কোন লাভ নেই,
যখন সে আল্লাহ্‌র সঙ্গে প্রণয় রাখে।
10অতএব, হে বুদ্ধিমানেরা, আমার কথা শুনুন,
এই কথা দূরে থাকুক যে, আল্লাহ্‌ দুষ্কর্ম করবেন,
সর্বশক্তিমান অন্যায় করবেন।
11কারণ তিনি মানুষের কাজের ফল তাকে দেন,
মানুষের গতি অনুসারে তার দশা ঘটান।
12আল্লাহ্‌ তো কখনও দুষ্টাচরণ করেন না,
সর্বশক্তিমান কখনও বিচার বিপরীত করেন না।
13দুনিয়ার কর্তৃত্বভার তাঁকে কে দিল?
সমস্ত দুনিয়ার দেখাশুনার কাজে কে তাঁকে লাগাল?
14যদি তিনি তাঁর নিজের কথাই ভাবতেন,
তাঁর রূহ্‌ ও নিশ্বাস তাঁর নিজের কাছে সংগ্রহ করতেন,
15তবে সমস্ত মানুষ একেবারে ধ্বংস হয়ে যেত,
মানুষ পুনর্বার ধুলিতে ফিরে যেত।
16যদি আপনার বিবেচনা থাকে, তবে শুনুন,
আমার কথায় কান দিন।
17যে ন্যায়বিদ্বেষী, সে কি শাসন করবে?
আপনি কি ধর্মময় পরাক্রমীকে দোষী করবেন?
18বাদশাহ্‌কে কি বলা যায়, তুমি অপদার্থ?
রাজন্যবর্গকে কি বলা যায়, তোমরা দুষ্ট?
19কিন্তু তিনি শাসনকর্তাদেরও মুখাপেক্ষা করেন না,
দরিদ্রের কাছে ধনবানকেও বিশিষ্ট মনে করেন না,
কেননা তারা সকলেই তাঁর হস্তকৃত বস্তু।
20তাদের হঠাৎ মৃত্যু হয়, মধ্যরাত্রে প্রয়াত হয়,
লোকগুলো বিচলিত হয়ে চলে যায়,
পরাক্রমী বিনা হস্তক্ষেপে অপনীত হয়।
21কেননা মানুষের পথে তাঁর দৃষ্টি আছে;
তিনি তার প্রতিটি ধাপ দেখেন;
22এমন অন্ধকার কি মৃত্যুচ্ছায়া নেই,
যেখানে দুর্বৃত্তরা লুকাতে পারে।
23তিনি মানুষের বিষয়ে দীর্ঘকাল চিন্তা করেন না,
যখন সে আল্লাহ্‌র সম্মুখে বিচার স্থানে আসে।
24তিনি বিনা সন্ধানে পরাক্রান্তদেরকে খণ্ড খণ্ড করেন,
তাদের স্থানে অন্যদেরকে স্থাপন করেন।
25এভাবে তিনি তাদের সকল কাজের হিসাব রাখেন,
রাতে তাদের উল্টিয়ে ফেলেন, তাতে তারা চূর্ণ হয়।
26তিনি তাদের দুর্জন বলে প্রহার করেন,
সকলের দৃষ্টিগোচরেই করেন;
27কারণ তারা তাঁর পিছনে চলা থেকে ফিরল,
তাঁরা সমস্ত পথ অবহেলা করলো;
28এভাবে দরিদ্রের কান্না তার কাছে আনা হল;
আর তিনি দুঃখীদের কান্না শুনলেন।
29তিনি শান্তি দিলে কে দোষ দিতে পারে?
তিনি মুখ ঢাকলে কে তাঁর দর্শন পেতে পারে?
সে জাতিই হোক বা ব্যক্তিই হোক;
30আল্লাহ্‌বিহীন লোক যেন রাজত্ব না করে,
লোকদেরকে ফাঁদে ফেলতে যেন কেউ না থাকে।
31কেউ কি আল্লাহ্‌কে বলেছে, আমি (শাস্তি) পেয়েছি,
আর গুনাহ্‌ করবো না,
32যা দেখতে পাই না, তা আমাকে শেখাও;
যদি অন্যায় করে থাকি, আর করবো না?
33তাঁর প্রতিদান কি আপনার ইচ্ছামত হবে যে,
আপনি তা অগ্রাহ্য করলেন?
মনোনীত করা আপনার কাজ, আমার নয়;
অতএব আপনি যা জানেন, বলুন।
34বুদ্ধিমান লোকেরা আমাকে বলবেন,
জ্ঞানবানেরা আমার কথা শুনে বলবেন,
35আইউব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন,
তার কথা বুদ্ধি বিবর্জিত।
36আইউবের পরীক্ষা শেষ পর্যন্ত হলেই ভাল,
কেননা তিনি অধার্মিকদের মত জবাব দিয়েছেন।
37বস্তুতঃ তিনি গুনাহে অধর্ম যোগ করেন,
তিনি আমাদের মধ্যে হাততালি দেন,
আর তিনি আল্লাহ্‌র বিরুদ্ধে অনেক কথা বলেন।
 

Currently Selected:

আইউব 34: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in