ইশাইয়া 46
46
ব্যাবিলনের দেবতাদের পতন
1বেল নত হল, নবো উবুড় হয়ে পড়লো;
তাদের মূর্তিগুলো জন্তুদের উপরে ও পশুদের উপরে;
তোমরা যাদেরকে তুলে নিয়ে বেড়াতে,
তারা বোঝা হল, ক্লান্ত পশুর ভার হল।
2তারা একসঙ্গে উবুড় হল, নত হয়ে পড়লো,
বোঝা রক্ষা করতে পারল না,
বরং নিজেরা বন্দী হয়ে চলে গেল।
3হে ইয়াকুবের কুল, হে ইসরাইলকুলের সমস্ত অবশিষ্টাংশ,
আমার কথা শোন;
গর্ভ থেকে আমি তোমাদেরকে বহন করে আসছি,
মায়ের গর্ভ থেকে তোমাদেরকে বহন করে আসছি।
4আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকব,
তোমাদের চুল পাকবার বয়স পর্যন্ত আমিই তুলে বহন করবো;
আমিই নির্মাণ করেছি, আমিই বহন করবো;
হ্যাঁ, আমিই তুলে বহন করবো, রক্ষা করবো।
5তোমরা আমাকে কার সদৃশ ও কার সমান বলবে,
কিংবা কার সঙ্গে আমার উপমা দিলে আমরা পরস্পর সমান হব?
6তারা থলি থেকে সোনা ঢালে,
নিক্তিতে রূপা ওজন করে,
স্বর্ণকারকে বানি দেয়,
আর সে তা দ্বারা একটি দেবতা নির্মাণ করে,
পরে তারা ভূমিতে উবুড় হয়ে সেজ্দা করে।
7তারা তাকে কাঁধে তুলে বহন করে,
স্বস্থানে বসিয়ে দেয়, তাতে সে দাঁড়িয়ে থাকে,
তার স্থান থেকে সরে না;
আবার এক জন তার কাছে কান্নাকাটি করে,
কিন্তু সে উত্তর দিতে পারে না,
কাউকেও সঙ্কট থেকে নিস্তার করতে পারে না।
8তোমরা এই স্মরণ কর ও পুরুষত্ব দেখাও;
হে অধর্মাচারীরা, মনোযোগ দাও।
9সেকালের পুরানো সমস্ত কাজ স্মরণ কর;
কারণ আমিই আল্লাহ্, আর কেউ নয়;
আমি আল্লাহ্, আমার মত কেউ নেই।
10আমি শেষ কালের বিষয় আদি কাল থেকে জানাই,
যে কাজ এখনও করা হয় নি, তা আগে জানাই,
আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকবে,
আমি নিজের সমস্ত মনোরথ সিদ্ধ করবো।
11আমি পূর্ব দিক থেকে হিংস্র পাখিকে,
দূরদেশ থেকে আমার মন্ত্রণার মানুষকে, আহ্বান করি;
আমি বলেছি, আর আমি সফল করবো;
আমি কল্পনা করেছি, আর আমি সিদ্ধ করবো।
12হে কঠিন-চিত্তেরা,
তোমরা যারা ধার্মিকতা থেকে দূরবর্তী,
আমার কথা শোন;
13আমি নিজের ধর্মশীলতা কাছে নিয়ে আসলাম;
তা দূরে থাকবে না, আর আমার উদ্ধারের বিলম্ব হবে না;
আমার শোভাস্বরূপ ইসরাইলের জন্য আমি সিয়োনে উদ্ধার স্থাপন করবো।
Currently Selected:
ইশাইয়া 46: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013