ইশাইয়া 47
47
ব্যাবিলনের পতন
1হে কুমারী ব্যাবিলন-কন্যে, তুমি নেমে ধূলিতে বস;
হে কল্দীয়দের কন্যে, ভূমিতে বস, সিংহাসন নেই;
কেননা লোকে তোমাকে আর কোমলা ও সুখভোগিনী বলে ডাকবে না।
2যাঁতা নিয়ে শস্য পেষণ কর,
তোমার ঘোমটা খোল, পায়ের কাপড় তোল,
জঙ্ঘা অনাবৃত কর, পায়ে হেঁটে নদনদী পার হও।
3তোমার নগ্নতা প্রকাশিত হবে,
হ্যাঁ, তোমার লজ্জার বিষয় দৃশ্য হবে;
‘আমি প্রতিশোধ দেব, কারো অনুরোধ মানব না।’
4আমাদের মুক্তিদাতা, তাঁর নাম বাহিনীগণের মাবুদ,
তিনি ইসরাইলের পবিত্রতম।
5হে কল্দীয়দের কন্যে, নীরবে বস, অন্ধকারে আশ্রয় নেও;
কেননা তুমি আর রাজ্যগুলোর রাণী বলে আখ্যাতা হবে না।
6আমি আমার লোকবৃন্দের উপরে ক্রুদ্ধ হয়েছিলাম,
আমার অধিকার নাপাক করেছিলাম,
তোমার হাতে তাদের তুলে দিয়েছিলাম;
তুমি তাদের প্রতি রহম কর নি,
তোমার জোয়াল অতি ভারী করে বৃদ্ধ লোকের উপরে দিয়েছ।
7আর তুমি বললে, আমি চিরকাল রাণী থাকব;
তাই তুমি এসব বিষয়ে মনোযোগ দাও নি,
শেষকালের ফলও বিবেচনা কর নি।
8অতএব এখন, হে বিলাসিনী! তুমি এই কথা শোন,
তুমি নির্ভয়ে বসে আছ, মনে মনে বলছো,
আমিই আছি, আমা ভিন্ন আর কেউ নেই,
আমি বিধবা হয়ে বসবো না, সন্তান হারাবার ব্যথা পাব না।
9কিন্তু সন্তান হারানো ও বিধবা হওয়া,
এই উভয়ই অকস্মাৎ একই দিনে তোমার প্রতি ঘটবে;
তোমার অনেক মায়াবীত্বর ও নানা রকম ইন্দ্রজালের প্রাচুর্য থাকলেও
উভয়ই পূর্ণ পরিমাণে তোমার উপরে আসবে।
10তুমি তোমার দুষ্টতায় নির্ভর করেছ,
তুমি বলেছ, কেউ আমাকে দেখতে পায় না;
তোমার বিদ্যা ও তোমার জ্ঞান তোমাকে বিপথগামিনী করেছে;
তুমি মনে মনে বলেছ, আমিই আছি, আমা ভিন্ন আর কেউ নেই।
11এজন্য দুর্দশা তোমার উপরে আসবে,
তুমি তা মন্ত্রবলে দূর করতে পারবে না;
তোমার উপরে বিপদ এসে পড়বে,
তুমি তার প্রতিবিধান করতে পারবে না;
তোমার উপরে হঠাৎ বিনাশ উপস্থিত হবে,
অথচ তুমি তার কিছু জান না।
12যে বিবিধ ইন্দ্রজাল ও অনেক মায়াবীত্বের দরুন
তুমি বাল্যকাল থেকে পরিশ্রম করে আসছ,
এখন সেসব নিয়ে দাঁড়াও;
দেখি, যদি উপকার পাও,
দেখি, যদি ভয় দেখাতে পার।
13তুমি নিজের অনেক মন্ত্রণায় ক্লান্ত হয়েছ;
তবে জ্যোতিষীরা, নক্ষত্রদর্শীরা,
যে দৈবজ্ঞেরা প্রতি মাসে ভবিষ্যদ্বাণী করে তারা উঠে বলুক,
তোমার প্রতি যা যা ঘটবে, তা থেকে তোমাকে নিস্তার করুক;
14দেখ, তারা খড়ের মত হল;
আগুন তাদের পুড়িয়ে ফেললো;
তারা আগুনের শিখার বল থেকে নিজ নিজ প্রাণ উদ্ধার করতে পারবে না;
তা উষ্ণ হবার অঙ্গার বা সম্মুখে বসবার আগুন নয়।
15তুমি যেসব বিষয়ে পরিশ্রম করেছ,
সেসব তোমার পক্ষে এরকম হল;
যারা তোমার সঙ্গে যৌবন কাল থেকে বাণিজ্য করেছে,
তারা প্রত্যেকে নিজ নিজ পথে ভ্রান্ত হল,
তোমার নিস্তারকারী কেউ নেই।
Currently Selected:
ইশাইয়া 47: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013