ইশাইয়া 44
44
মনোনীত ইসরাইল
1কিন্তু হে আমার গোলাম ইয়াকুব, হে আমার মনোনীত ইসরাইল, তুমি এখন শোন। 2যিনি তোমাকে গঠন করেছেন, গর্ভ থেকে তোমাকে নির্মাণ করেছেন ও তোমার সাহায্য করবেন, সেই মাবুদ এই কথা বলেন, হে আমার গোলাম ইয়াকুব, হে আমার মনোনীত যিশুরূণ, ভয় করো না। 3কেননা আমি পিপাসিত ভূমির উপরে পানি এবং শুকনো স্থানের উপরে পানিপ্রবাহ ঢেলে দেব; আমি তোমার বংশের উপরে আমার রূহ্, তোমার সন্তানদের উপরে আমার দোয়া ঢেলে দেব। 4পানির স্রোতের ধারে যেমন বাইশী গাছ, তেমনি ঘাসের মধ্যে তারা অঙ্কুরিত হবে। 5এক জন বলবে, আমি মাবুদের; আর এক জন ইয়াকুবের নামে অভিহিত হবে; এবং আর এক জন নিজের হাতে লিখবে ‘আমি মাবুদের’ ও ইসরাইল নাম গ্রহণ করবে।
6মাবুদ, ইসরাইলের বাদশাহ্, তার মুক্তিদাতা, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, আমিই আদি, আমিই অন্ত, আমি ছাড়া আর কোন আল্লাহ্ নেই। 7আমার মত কে ডাকবে ও তা জানাবে এবং আমার জন্য তা বিন্যাস করবে— যখন থেকে আমি পুরানো দিনের লোকদের স্থাপন করেছিলাম? আর যা যা আসছে এবং যা যা ঘটবে, তারা তা আগেই বলুক। 8তোমরা ভয়ে কেঁপো না বা ভয় করো না; আমি কি পূর্বকাল থেকে তোমাদেরকে শুনাই নি ও জানাই নি? আর তোমরাই আমার সাক্ষী। আমি ছাড়া আর কোন আল্লাহ্ কি আছে? আর কোন শৈল নেই, আমি আর কাউকেও জানি না।
মূর্তিপূজার নির্বুদ্ধিতা
9খোদাই-করা মূর্তির নির্মাতারা সকলে অবস্তু, তাদের মূল্যবান বস্তুগুলো উপকারী নয়; এবং তাদের নিজের সাক্ষীরা দেখে না, জানে না, যেন তারা লজ্জিত হয়। 10কে দেবতা নির্মাণ করেছে, বা যা উপকারী নয়, এমন মূর্তি ছাঁচে ঢেলেছে? 11দেখ, তার সমস্ত সহায় লজ্জিত হবে; সেই শিল্পকরেরা মানুষ মাত্র, তারা সকলে একত্র হোক, উঠে দাঁড়াক; তারা একেবারে কম্পান্বিত ও লজ্জিত হবে।
12কর্মকার অস্ত্র তৈরি করে, তপ্ত অঙ্গারে পরিশ্রম করে, হাতুড়ি দ্বারা তা গড়ে, নিজের বলবান বাহু দ্বারা তা প্রস্তুত করে; আবার সে ক্ষুধিত হয়ে দুর্বল হয়, পানি পান না করে ক্লান্ত হয়। 13ছুতার মিস্ত্রি সুতা দিয়ে মাপে, সে কলম দ্বারা তার আকৃতি লিখে, তাতে রেঁদা বুলায়, কম্পাস দিয়ে তার আকার নির্ধারণ করে এবং পুরুষের আকৃতি ও মানুষের সৌন্দর্য অনুসারে তা নির্মাণ করে, যেন তা বাড়িতে বাস করতে পারে। 14কেউ নিজের জন্য এরস গাছ কাটে, তর্সা ও অলোন গাছ গ্রহণ করে, বনের গাছপালার মধ্যে কোন শক্তিশালী গাছ মনোনীত করে; সে ঝাউ গাছ রোপন করে, আর বৃষ্টি তা পালন করে। 15পরে তা জ্বালানি কাঠ হয়ে মানুষের ব্যবহারে আসে; সে তার কিছু নিয়ে আগুন পোহায়; আবার তুন্দুর তপ্ত করে রুটি তৈরি করে; আবার একটি দেবমূর্তি নির্মাণ করে তার উপাসনা করে, একটি মূর্তি নির্মাণ করে তার কাছে ভূমিতে উবুড় হয়। 16সে তার একটি অংশ আগুনে পোড়ায়, অন্য অংশ দ্বারা গোশ্ত রান্না করে ভোজন করে, শূল্যমাংস প্রস্তুত করে তৃপ্ত হয়, আবার আগুন পোহায়ে বলে, আহা, আমি আগুন পোহালাম, আগুনের তাপ নিলাম! 17আর সে তার অবশিষ্ট অংশ দ্বারা একটি দেবতা, নিজের জন্য একটি মূর্তি নির্মাণ করে, সে তার কাছে ভূমিতে উবুড় হয় প্রণাম করে এবং তার কাছে প্রার্থনা করে বলে, আমাকে উদ্ধার কর, কেননা তুমি আমার দেবতা। 18তারা জানে না ও বিবেচনা করে না; কেননা তিনি তাদের চোখ বন্ধ করেছেন, তাই তারা দেখতে পায় না; তাদের অন্তর বন্ধ করেছেন, তাই তারা বুঝতে পারে না। 19কেউই মনে করে না, কারো এমন জ্ঞান বা বুদ্ধি নেই যে বলবে, আমি এর একটি অংশ আগুনে পুড়িয়েছি, আবার এর তপ্ত অঙ্গারে রুটি তৈরি করেছি, আমি শূল্যমাংস প্রস্তুত করে ভোজন করেছি, তবে এর অবশিষ্ট অংশ দ্বারা কি ঘৃণার বস্তু নির্মাণ করবো? কাঠের খণ্ডকে কি সেজদা করবো? 20সে ভস্মভোজী, মন্ত্রমুগ্ধ অন্তর তাকে ভ্রান্ত করেছে, সে তার প্রাণ উদ্ধার করতে পারে না এবং এও বলে না যে, আমার ডান হাতে কি মিথ্যা কথা নেই?
ইসরাইলকে ভুলে যাওয়া হবে না
21হে ইয়াকুব, হে ইসরাইল, তুমি এসব স্মরণ কর, কেননা তুমি আমার গোলাম, আমি তোমাকে গঠন করেছি; তুমি আমার গোলাম; হে ইসরাইল, আমি তোমাকে ভুলে যাব না। 22আমি তোমার সমস্ত অধর্ম কুয়াশার মত, তোমার সমস্ত গুনাহ্ মেঘের মত ঘুচিয়ে দিয়েছি; তুমি আমার প্রতি ফের, কেননা আমি তোমাকে মুক্ত করেছি।
23হে বেহেশতগুলো, তোমরা আনন্দ-রব কর,
কেননা মাবুদ এই কাজ করেছেন;
হে দুনিয়ার অধঃস্থানগুলো জয়-জয়ধ্বনি কর;
হে পর্বতমালা, উচ্চৈঃস্বরে আনন্দগান কর,
হে বন ও তার মধ্যেকার সকল গাছপালা,
তোমরাও আনন্দ-গান কর কেননা মাবুদ ইয়াকুবকে মুক্ত করেছেন,
এবং ইসরাইলের মধ্যে নিজেকে মহিমান্বিত করবেন।
কাইরাসকে নিয়ে মাবুদের পরিকল্পনা
24তোমার মুক্তিদাতা এবং গর্ভ হতেই তোমার গঠনকারী মাবুদ এই কথা বলেন, আমি মাবুদ সর্ববস্তুর নির্মাতা, আমি একাকী আসমান বিস্তার করেছি, আমি ভূতল বিছিয়েছি; আমার সঙ্গী কে? 25মাবুদ বাচালদের চিহ্নগুলো ব্যর্থ করেন ও গণকদেরকে পাগল করে তোলেন, তিনি জ্ঞানবানদেরকে হটিয়ে দেন ও তাদের জ্ঞান মূর্খতাস্বরূপ করেন। 26তিনি তাঁর গোলামের কথা সফল করেন ও তাঁর দূতদের মন্ত্রণা সিদ্ধ করেন; তিনি জেরুশালেমের বিষয়ে বলেন, তা বসতিবিশিষ্ট হবে, আর এহুদার নগরগুলোর বিষয়ে বলেন, সেগুলো পুনর্নির্মিত হবে, আর আমি দেশের উৎসন্ন সমস্ত স্থান আবার তৈরি করবো। 27তিনি অগাধ পানিকে বলেন, শুকিয়ে যাও, আমি তোমার নদনদী শুকিয়ে ফেলব। 28তিনি কাইরাসের উদ্দেশে বলেন, আমার পালরক্ষক, সে আমার সমস্ত মনোরথ সিদ্ধ করবে। তিনি জেরুশালেমের বিষয়ে বলেন, সে পুনর্নির্মিত হবে এবং এবাদতখানাকে বলেন, তোমার ভিত্তিমূল স্থাপিত হবে।
Currently Selected:
ইশাইয়া 44: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013