1
ইশাইয়া 44:3
কিতাবুল মোকাদ্দস
কেননা আমি পিপাসিত ভূমির উপরে পানি এবং শুকনো স্থানের উপরে পানিপ্রবাহ ঢেলে দেব; আমি তোমার বংশের উপরে আমার রূহ্, তোমার সন্তানদের উপরে আমার দোয়া ঢেলে দেব।
Compare
Explore ইশাইয়া 44:3
2
ইশাইয়া 44:6
মাবুদ, ইসরাইলের বাদশাহ্, তার মুক্তিদাতা, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, আমিই আদি, আমিই অন্ত, আমি ছাড়া আর কোন আল্লাহ্ নেই।
Explore ইশাইয়া 44:6
3
ইশাইয়া 44:22
আমি তোমার সমস্ত অধর্ম কুয়াশার মত, তোমার সমস্ত গুনাহ্ মেঘের মত ঘুচিয়ে দিয়েছি; তুমি আমার প্রতি ফের, কেননা আমি তোমাকে মুক্ত করেছি।
Explore ইশাইয়া 44:22
4
ইশাইয়া 44:8
তোমরা ভয়ে কেঁপো না বা ভয় করো না; আমি কি পূর্বকাল থেকে তোমাদেরকে শুনাই নি ও জানাই নি? আর তোমরাই আমার সাক্ষী। আমি ছাড়া আর কোন আল্লাহ্ কি আছে? আর কোন শৈল নেই, আমি আর কাউকেও জানি না।
Explore ইশাইয়া 44:8
5
ইশাইয়া 44:2
যিনি তোমাকে গঠন করেছেন, গর্ভ থেকে তোমাকে নির্মাণ করেছেন ও তোমার সাহায্য করবেন, সেই মাবুদ এই কথা বলেন, হে আমার গোলাম ইয়াকুব, হে আমার মনোনীত যিশুরূণ, ভয় করো না।
Explore ইশাইয়া 44:2
Home
Bible
Plans
Videos