1
ইশাইয়া 43:19
কিতাবুল মোকাদ্দস
দেখ, আমি একটি নতুন কাজ করবো তা এখনই অঙ্কুরিত হবে; তোমরা কি তা জানবে না? এমন কি, আমি মরুভূমির মধ্যে পথ ও মরুভূমিতে নদনদী করে দেব।
Compare
Explore ইশাইয়া 43:19
2
ইশাইয়া 43:2
তুমি যখন পানির মধ্য দিয়ে গমন করবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব; যখন নদ-নদীর মধ্য দিয়ে গমন করবে, সেসব তোমাকে ডুবিয়ে দেবে না; যখন আগুনের মধ্য দিয়ে চলবে, তুমি পুড়বে না, তার শিখা তোমার উপরে জ্বলবে না।
Explore ইশাইয়া 43:2
3
ইশাইয়া 43:18
সেই মাবুদ এই কথা বলেন, তোমরা আগের সমস্ত কাজ মনে করো না, পুরানো সমস্ত কাজকর্মের কথা আলোচনা করো না।
Explore ইশাইয়া 43:18
4
ইশাইয়া 43:1
কিন্তু এখন, হে ইয়াকুব, তোমার সৃষ্টিকর্তা, হে ইসরাইল, তোমার নির্মাণকর্তা মাবুদ এই কথা বলেন, ভয় করো না, কেননা আমি তোমাকে মুক্ত করেছি, আমি তোমার নাম ধরে তোমাকে ডেকেছি, তুমি আমার।
Explore ইশাইয়া 43:1
5
ইশাইয়া 43:4
তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত, আমি তোমাকে মহব্বত করেছি, সেজন্য আমি তোমার পরিবর্তে মানুষদেরকে ও তোমার প্রাণের পরিবর্তে জাতিদেরকে দেব।
Explore ইশাইয়া 43:4
6
ইশাইয়া 43:3
কেননা আমি মাবুদ তোমার আল্লাহ্, ইসরাইলের পবিত্রতম, তোমার নাজাতদাতা; আমি তোমার মুক্তির মূল্য হিসেবে মিসর, তোমার পরিবর্তে ইথিওপিয়া ও সবা দেশ দিয়েছি।
Explore ইশাইয়া 43:3
7
ইশাইয়া 43:5
ভয় করো না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; আমি পূর্ব দিক থেকে তোমার বংশকে আনবো ও পশ্চিম দিক থেকে তোমাকে সংগ্রহ করবো
Explore ইশাইয়া 43:5
8
ইশাইয়া 43:25
আমি, আমিই আমার নিজের অনুরোধে তোমার সমস্ত অধর্ম মার্জনা করি, তোমার সমস্ত গুনাহ্ মনে রাখবো না।
Explore ইশাইয়া 43:25
9
ইশাইয়া 43:10
মাবুদ বলেন, তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত গোলাম; যেন তোমরা জানতে ও আমাতে বিশ্বাস করতে পার এবং বুঝতে পার যে, আমিই তিনি; আমার আগে কোন আল্লাহ্ নির্মিত হয় নি এবং আমার পরেও হবে না।
Explore ইশাইয়া 43:10
10
ইশাইয়া 43:11
আমি, আমিই মাবুদ; আমি ছাড়া আর কোন নাজাতদাতা নেই।
Explore ইশাইয়া 43:11
11
ইশাইয়া 43:13
এই দিন থেকে আমিই তিনি এবং আমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই; আমি কাজ করবো, কে তা অন্যথা করবে?
Explore ইশাইয়া 43:13
12
ইশাইয়া 43:20-21
বন্য জন্তুরা, শিয়াল ও উট পাখিরা আমার গৌরব করবে; কেননা আমি মরুভূমির মধ্যে পানি ও মরুভূমিতে নদনদী যোগাই, আমার লোকবৃন্দ, আমার মনোনীত লোকদের পান করাবার জন্যই যোগাই; সেই যে লোকবৃন্দকে আমি নিজের জন্য সৃষ্টি করেছি, তারা আমার প্রশংসা তবলিগ করবে।
Explore ইশাইয়া 43:20-21
13
ইশাইয়া 43:6-7
আমি উত্তর দিক্কে বলবো, ছেড়ে দাও; দক্ষিণ দিক্কেও বলবো, আট্কে রেখো না; আমার পুত্রদেরকে দূর থেকে ও আমার কন্যাদেরকে দুনিয়ার প্রান্ত থেকে এনে দাও; যে কেউ আমার নামে আখ্যাত, যাকে আমি আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি সেই ব্যক্তিকে এনে দাও, আমি তাকে নির্মাণ করেছি, আমি তাকে গঠন করেছি।
Explore ইশাইয়া 43:6-7
14
ইশাইয়া 43:16-17
যিনি সমুদ্রে ও প্রচণ্ড জলরাশিতে পথ করে দেন, যিনি রথ, ঘোড়া, সৈন্য ও বীরদেরকে বাইরে নিয়ে আসেন, — তারা এক সঙ্গে পড়ে যায়, আর উঠতে পারবে না, তারা পাটের মত মিট্মিট্ করতে করতে নিভে যায়
Explore ইশাইয়া 43:16-17
15
ইশাইয়া 43:15
আমিই মাবুদ, তোমাদের পবিত্রতম, ইসরাইলের সৃষ্টিকর্তা, তোমাদের বাদশাহ্।
Explore ইশাইয়া 43:15
Home
Bible
Plans
Videos