YouVersion Logo
Search Icon

যিরমিয় ভাববাদীর পুস্তক 20

20
যিরমিয় এবং পশ‌্হূর
1পশ‌্হূর ছিল এক যাজক। প্রভুর উপাসনাগৃহের সে ছিল প্রধান যাজক। পশ‌্হূরের পিতার নাম ছিল ইম্মের। পশ‌্হূর শুনতে পেল প্রভুর উপাসনাগৃহের চত্বরে যিরমিয় ধর্মোপদেশ প্রচার করছে। 2তাই সে ভাববাদী যিরমিয়কে প্রহার করেছিল। সে যিরমিয়র হাত এবং পা-গুলি কাঠের গুঁড়ির মাঝখানে বেঁধে রেখেছিল। এটা ঘটেছিল প্রভুর মন্দিরে বিন্যামীনের উচ্চতর ফটকে। 3পরদিন যখন পশ‌্হূর যিরমিয়কে সেই কাঠের খণ্ডের ভেতর থেকে বার করে আনল তখন যিরমিয় পশ‌্হূরকে বলেছিল, “তোমার, পশ‌্হূর নামটি প্রভুর দেওয়া নয়। এখন প্রভু তোমার নাম দিলেন ‘সর্বদিকের সন্ত্রাস।’ 4এটা তোমার নাম, কারণ প্রভু বলেছেন, ‘শীঘ্রই আমি তোমাকে তোমার নিজের কাছেই একটি সন্ত্রাসে পরিণত করব। তুমি তোমার সমস্ত বন্ধু-বান্ধবের কাছেও সন্ত্রাস হিসেবে পরিচিতি পাবে। তুমি লক্ষ্য করবে শত্রুর তরবারি তোমার বন্ধুদের হত্যা করছে। আমি যিহূদার সমস্ত লোকদের বাবিলের রাজাকে দিয়ে দেব। তিনি তাদের বাবিলে নিয়ে যাবেন। তাঁর সৈন্যরা তাদের তরবারি দিয়ে মেরে ফেলবে। 5ধনসম্পদ অর্জন করতে জেরুশালেমের মানুষ পরিশ্রম করেছিল। কিন্তু আমি তাদের সমস্ত ধনসম্পদ শত্রুদের দিয়ে দেব। যিহূদার রাজাদেরও প্রচুর ঐশ্বর্য্য ছিল। আমি সেই ঐশ্বর্য্যও শত্রুদের দিয়ে দেব। শত্রুবাহিনী সেই সব ধনসম্পদ ঐশ্বর্য্য সমেত যিহূদার লোকদেরও বাবিলে নিয়ে যাবে। 6পশ‌্হূর, তুমি এবং তোমার পরিবারও এর থেকে মুক্তি পাবে না। তোমাকে বাধ্য করা হবে বাবিলে চলে যাওয়ার জন্য। তোমার মৃত্যু হবে বাবিলে। সেখানেই তোমাকে সমাহিত করা হবে। তুমি তোমার বন্ধুদের কাছে মিথ্যা ধর্মোপদেশ প্রচার করেছিলে। তুমি বলেছো এটা ঘটবে না। কিন্তু তোমার বন্ধুরাও বাবিলে মারা যাবে এবং সেখানেই তাদের সমাহিত করা হবে।’”
যিরমিয়র পঞ্চম অভিযোগ
7প্রভু, আপনি কৌশল করেছিলেন এবং আমি প্রতারিত#20:7 প্রতারিত যিরমিয় তার প্রতি ঈশ্বরের প্রতিশ্রুতি করত, (অধ্যায় 1:8) যে তাকে তার শত্রুদের চেয়ে শক্তিশালী করা হবে। কিন্তু এখন যিরমিয় বোধ করছে যে সে প্রতারিত হয়েছে কারণ তার শত্রুরা তাকে জ্বালাতন করছে। হয়েছিলাম।
আপনি আমার চেয়ে শক্তিশালী তাই আপনি জিতে গেলেন।
আমি মানুষের কাছে হাস্যকর হয়ে গেলাম।
ওরা আমাকে নিয়ে সারাদিন ধরে হাসাহাসি করল।
8আমি যখনই কথা বলি,
হিংসা ও ধ্বংসের বিরুদ্ধে চেঁচাই।
প্রভুর বার্তা আমি লোকেদের জানিয়ে এসেছি।
কিন্তু লোকরা আমাকে অপমান করেছে,
আমাকে নিয়ে উপহাস করেছে।
9কখনো আমি নিজে নিজে বলেছি,
“আমি প্রভুকে ভুলে যাব।
প্রভুর নাম করে আর কথা বলব না।”
যখন আমি একথা বলি তখনই প্রভুর বার্তা আমার শরীরের ভেতরে আগুনের মতো জ্বালায়, পোড়ায়।
হাড়ের ভেতর সেই জ্বালা পোড়া এমনভাবে ছড়িয়ে পড়ে
যে আমি আর ঠিক থাকতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি।
প্রভুর বার্তা শরীরের ভেতরে আর ধরে রাখতে পারি না।
10আমি শুনতে পাচ্ছি লোকরা আমার বিরুদ্ধে ফিসফিস করে কথা বলছে।
সব জায়গায় একই কথা শুনে আমি ভয় পাই।
এমন কি আমার বন্ধুরাও আমার বিরুদ্ধে কথা বলছে।
লোকরা আমার ভুল করবার অপেক্ষায় রয়েছে।
তারা বলছে, “চলো আমরা একটা মিথ্যে কথা বলি যে সে একটা ভীষণ খারাপ কাজ করেছে।
আমরা হয়তো যিরমিয়কে প্রতারণাপূর্বক কৌশল করতে পারব।
তাহলে পরিশেষে আমরা তার হাত থেকে মুক্তি পাবো।
তারপর আমরা তাকে বন্দী করব এবং প্রতিশোধ নেব।”
11কিন্তু প্রভু আমার সঙ্গে আছেন।
প্রভু একজন শক্তিশালী সৈন্যের মত।
তাই লোকরা যারা আমাকে তাড়া করছে
তারা হোঁচট খাবে।
তারা আমাকে হারাতে পারবে না।
তারা নিজেরাই হেরে গিয়ে হতাশ হবে।
তারা এমন অপমানিত হবে যে
সেই লজ্জা তারা কখনো ভুলতে পারবে না।
12সর্বশক্তিমান প্রভু তুমি সৎ‌ লোকদের পরীক্ষা করো।
তুমি আমাদের হৃদয়ের এবং মনের ভেতর গভীরভাবে দেখ।
আমি তোমার সামনে ঐ সব লোকদের বিরুদ্ধে যুক্তিসমূহ এনেছিলাম
যাতে হয়ত আমি দেখতে পাই যে তুমি ওদের শাস্তি দেবে।
13প্রভুর কাছে গান কর!
তাঁর প্রশংসা কর।
প্রভু অসহায় মানুষকে ক্ষতিকর মানুষের কবল থেকে রক্ষা করেন।
যিরমিয়র ষষ্ঠ অভিযোগ
14অভিশাপ দাও সেই দিনটিকে যেদিন আমি জন্ম নিয়েছিলাম।
যেদিন আমার মা আমাকে পেয়েছিল সেই দিনটিকে আশীর্বাদ কোরো না।
15অভিশাপ দাও সেই মানুষটিকে যে আমার পিতাকে আমার জন্ম সংবাদ দিয়েছিল।
সে বলেছিল, “তোমার একটি পুত্র সন্তান হয়েছে।”
সে আমার পিতাকে এই সংবাদ দিয়ে খুশী করেছিল।
16ঐ মানুষটিরও দশা হোক্ সেই সব শহরের মতো যেগুলো প্রভু ধ্বংস করেছেন।
প্রভু ঐ শহরগুলির ওপর কোন করুণা দেখান নি।
ঐ মানুষটি যেন প্রত্যেকদিন সকালে যুদ্ধের আর্তনাদ শুনতে পায়।
দুপুর বেলায় সে যুদ্ধনাদ শুনুক।
17কারণ সে আমাকে
মাতৃগর্ভে থাকাকালীন হত্যা করেনি।
সে যদি আমাকে হত্যা করত
তাহলে আমার কবর হত।
আমার মাতৃগর্ভ এবং আমি কখনও জন্মগ্রহণই করতাম না।
18আমাকে কেন আমার মাতৃগর্ভ থেকে বাইরে আসতে হল?
আমি এই পৃথিবীতে যা কিছু দেখেছি তা হল দুঃখ এবং সমস্যাসমূহ।
এবং আমার জীবন শেষ হবে দুঃখে ও অপমানে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিরমিয় ভাববাদীর পুস্তক 20