আমি যখনই কথা বলি,
হিংসা ও ধ্বংসের বিরুদ্ধে চেঁচাই।
প্রভুর বার্তা আমি লোকেদের জানিয়ে এসেছি।
কিন্তু লোকরা আমাকে অপমান করেছে,
আমাকে নিয়ে উপহাস করেছে।
কখনো আমি নিজে নিজে বলেছি,
“আমি প্রভুকে ভুলে যাব।
প্রভুর নাম করে আর কথা বলব না।”
যখন আমি একথা বলি তখনই প্রভুর বার্তা আমার শরীরের ভেতরে আগুনের মতো জ্বালায়, পোড়ায়।
হাড়ের ভেতর সেই জ্বালা পোড়া এমনভাবে ছড়িয়ে পড়ে
যে আমি আর ঠিক থাকতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি।
প্রভুর বার্তা শরীরের ভেতরে আর ধরে রাখতে পারি না।