YouVersion Logo
Search Icon

গীত 89

89
গীত 89
ইষ্রাহীয় এথনের মস্কীল#89:0 সম্ভবত সাহিত্যের অথবা সংগীতের প্রতিশব্দ
1আমি চিরকাল সদাপ্রভুর মহান প্রেমের গান গাইব;
আমার মুখ দিয়ে আমি তোমার বিশ্বস্ততার কথা
সব বংশপরম্পরার কাছে প্রকাশ করব।
2আমি ঘোষণা করব যে তোমার প্রেম চিরকাল সুদৃঢ়,
তোমার বিশ্বস্ততা তুমি স্বর্গে প্রতিষ্ঠা করেছ।
3তুমি বলেছ, “আমি আমার মনোনীত ব্যক্তির সঙ্গে নিয়ম করেছি,
আমার দাস দাউদের কাছে আমি শপথ করেছি,
4‘আমি তোমার বংশ চিরতরে স্থাপন করব
এবং বংশের পর বংশ তোমার সিংহাসন সুদৃঢ় করব।’ ”
5হে সদাপ্রভু, আকাশমণ্ডল তোমার আশ্চর্য কাজের প্রশংসা করে,
পবিত্রজনদের সমাবেশে তোমার বিশ্বস্ততার প্রশংসা করে।
6কারণ, হে সদাপ্রভু, আকাশের কার সঙ্গে তোমার তুলনা হয়?
স্বর্গীয় সব সত্তার মধ্যে কে সদাপ্রভুর তুল্য?
7পবিত্রজনদের পরিষদে সব তাঁকে সম্ভ্রম করে;
যারা তাঁকে চারিদিকে ঘিরে রেখেছে তিনি তাদের থেকেও ভয়াবহ।
8হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, কে তোমার মতো?
তুমি, হে সদাপ্রভু, শক্তিশালী, তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রেখেছে।
9তুমি উত্তাল সমুদ্রের উপর শাসন করো;
যখন তার ঢেউ উঁচুতে ওঠে, তুমি তাদের শান্ত করে থাকো।
10তুমি রহবকে#89:10 অথবা “মিশর” চূর্ণ করে এক হত ব্যক্তির সমান করলে;
তোমার শক্তিশালী বাহু দিয়ে তুমি তোমার শত্রুদের ছিন্নভিন্ন করলে।
11আকাশমণ্ডল তোমার, এই জগৎও তোমার;
পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সমস্ত তোমারই সৃষ্টি।
12তুমি উত্তর ও দক্ষিণ সৃষ্টি করেছ;
তাবোর ও হর্মোণ তোমার নামে আনন্দগান করে।
13তোমার বাহু পরাক্রমে পূর্ণ;
তোমার হাত বলবান, তোমার ডান হাত মহিমান্বিত।
14ধার্মিকতা আর ন্যায় তোমার সিংহাসনের ভিত্তি;
প্রেম আর বিশ্বস্ততা তোমার সম্মুখবর্তী হয়।
15ধন্য তারা যারা তোমার জয়ধ্বনি করতে শিখেছে,
যারা তোমার সান্নিধ্যের আলোতে চলাফেরা করে, হে সদাপ্রভু।
16সারাদিন তারা তোমার নামে আনন্দ করে;
তোমার ধর্মশীলতায় উল্লাস করে।
17কারণ তুমি তাদের মহিমা আর শক্তি,
আর তোমার অনুগ্রহে তুমি আমাদের শিং বলশালী করেছ।
18প্রকৃতপক্ষে, আমাদের সুরক্ষা সদাপ্রভু থেকে আসে,
এবং তিনি, ইস্রায়েলের পবিত্রতম, আমাদেরকে রাজা দিয়েছেন।
19একবার তুমি দর্শনে কথা বলেছিলে,
তোমার ভক্তজনদের প্রতি তুমি বলেছিলে:
“আমি এক যোদ্ধাকে শক্তি দিয়েছি;
মানুষের মধ্যে থেকে আমি এক যুবককে রাজা হিসেবে মনোনীত করেছি।
20আমার দাস দাউদকে আমি খুঁজে পেয়েছি;
আমার পবিত্র তেল দিয়ে আমি তাকে অভিষিক্ত করেছি।
21আমার হাত তার প্রাণ বাঁচিয়ে রাখবে;
নিশ্চয় আমার বাহু তাকে শক্তি দেবে।
22কোনো শত্রু তাকে পরাজিত করবে না;
কোনো দুষ্ট তাকে নির্যাতন করবে না।
23তার সামনে আমি তার বিপক্ষদের চূর্ণ করব
আর তার প্রতিপক্ষদের আঘাত করব।
24আমার বিশ্বস্ত প্রেম তার সঙ্গে রইবে,
আর আমার নামের মধ্য দিয়ে তার শিং#89:24 শিং এখানে শক্তির অর্থ বহনকারী। গৌরবান্বিত হবে।
25সমুদ্রের উপরে আমি তার শাসন প্রসারিত করব,
তার আধিপত্য নদীর উপরে।
26সে আমাকে ডেকে বলবে, ‘তুমি আমার পিতা,
আমার ঈশ্বর, শৈল আমার উদ্ধারকর্তা।’
27এবং আমি তাকে প্রথমজাতরূপে মনোনীত করব,
জগতের বুকে সবচেয়ে পরাক্রমী রাজা।
28আমি চিরদিন তাকে ভালোবাসবো আর তার প্রতি দয়া করব,
এবং তার প্রতি আমার নিয়ম কোনোদিন ব্যর্থ হবে না।
29আমি তার বংশ চিরস্থায়ী করব,
আকাশমণ্ডলের মতো তার সিংহাসন স্থায়ী করব।
30“যদি তার সন্তানেরা আমার বিধিনিয়ম পরিত্যাগ করে
আর আমার অনুশাসন পালন না করে,
31তারা যদি আমার আজ্ঞা লঙ্ঘন করে
আর যদি আমার আদেশ পালনে ব্যর্থ হয়,
32আমি দণ্ড দিয়ে তাদের পাপের শাস্তি দেবো,
তাদের অপরাধের জন্য চাবুক মারব;
33কিন্তু আমার প্রেম আমি তার কাছ থেকে সরিয়ে নেব না,
এবং আমি আমার বিশ্বস্ততা কখনও ভঙ্গ করব না।
34আমি আমার নিয়ম লঙ্ঘন করব না
অথবা আমার মুখ যা উচ্চারণ করেছে তা পরিবর্তন করব না।
35আমার পবিত্রতায় আমি একবারই শপথ করেছি—
আর আমি দাউদকে মিথ্যা বলব না—
36যে তার বংশ চিরস্থায়ী হবে
এবং তার সিংহাসন আমার সামনে সূর্যের মতো স্থির রইবে
37আকাশে বিশ্বস্ত সাক্ষী
চন্দ্রের মতো চিরকাল তা প্রতিষ্ঠিত হবে।”
38কিন্তু তুমি তাকে পরিত্যাগ করেছ, তুমি তাকে দূর করেছ,
তোমার অভিষিক্ত ব্যক্তির প্রতি তুমি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছ।
39তোমার দাসের সঙ্গে স্থাপিত তোমার নিয়ম তুমি অস্বীকার করেছ
এবং তার মুকুট তুমি ধুলোতে মিশিয়ে অপবিত্র করেছ।
40তার সুরক্ষার সব প্রাচীর তুমি ভেঙে দিয়েছ
এবং দুর্গ ধ্বংসাবশেষে পরিণত করেছ।
41সব পথিকেরা তাকে লুট করেছে;
সে তার প্রতিবেশীর অবজ্ঞার বস্তু হয়েছে।
42তুমি তার বিপক্ষদের শক্তিশালী করেছ;
তুমি তার সব শত্রুকে আনন্দিত করেছ।
43বস্তুত, তুমি তার তরোয়ালের ধার নষ্ট করেছ
আর যুদ্ধে তাকে সাহায্য করতে অস্বীকার করেছ।
44তুমি তার প্রভা শেষ করেছ
এবং তার সিংহাসন মাটিতে নিক্ষেপ করেছ।
45তুমি তার যৌবনকাল সংক্ষিপ্ত করেছ;
তুমি তাকে লজ্জার আচ্ছাদনে আবৃত করেছ।
46হে সদাপ্রভু, কত কাল? তুমি কি চিরকাল নিজেকে লুকিয়ে রাখবে?
কত কাল তোমার ক্রোধ আগুনের মতো জ্বলবে?
47মনে রেখো আমার জীবন কত স্বল্পস্থায়ী।
কত শূন্য ও ব্যর্থ এই মানবজীবন!
48কে জীবিত থাকবে অথচ মৃত্যু দেখবে না,
অথবা কে পাতালের কবল থেকে পালাতে পারে?
49হে প্রভু, তোমার পূর্বকালীন মহান প্রেম কোথায়?
তুমি বিশ্বস্ততায় দাউদের প্রতি যে শপথ করেছিলে।
50মনে রেখো, প্রভু, কীভাবে তোমার দাস অবজ্ঞার পাত্র হয়েছে,
কীভাবে আমি সব জাতির উপহাস নিজের হৃদয়ে সহ্য করি,
51হে সদাপ্রভু, যেসব উপহাস নিয়ে তোমার শত্রুরা আমাকে বিদ্রুপ করেছে,
সেসব দিয়ে তারা তোমার অভিষিক্ত ব্যক্তির প্রতিটি পদক্ষেপকে বিদ্রুপ করেছে।
52চিরকাল সদাপ্রভুর প্রশংসা হোক!
আমেন, আমেন।

Currently Selected:

গীত 89: BCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in