গীত 90
90
চতুর্থ খণ্ড
গীত 90–106
গীত 90
ঈশ্বর মনোনীত ব্যক্তি মোশির প্রার্থনা।
1হে সদাপ্রভু, বংশপরম্পরায়
তুমি আমার বাসস্থান হয়ে এসেছ।
2পর্বতগুলির জন্মের আগে
এমনকি, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দেওয়ার আগে,
অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, তুমিই ঈশ্বর।
3তুমি এই বলে লোকেদের ধুলোয় ফিরিয়ে দিয়ে থাকো,
“ধুলোয় ফিরে এসো, হে মরণশীল তোমরা।”
4তোমার দৃষ্টিতে এক হাজার বছর
একদিনের সমান যা এইমাত্র কেটেছে,
অথবা রাতের প্রহরের মতো।
5তুমি মানুষকে মৃত্যুর ঘুমে নিশ্চিহ্ন করো—
তারা সকালের নতুন ঘাসের মতো:
6সকালে তারা নতুন করে গজিয়ে ওঠে,
কিন্তু সন্ধ্যায় তা শুকিয়ে যায় আর বিবর্ণ হয়।
7তোমার রাগে আমরা ক্ষয়ে যাই
আর তোমার ক্রোধে আমরা আতঙ্কিত হই।
8তুমি আমাদের অন্যায়গুলি আমাদের সামনে রেখেছ,
আমাদের গোপন পাপগুলি তোমার সান্নিধ্যের আলোতে রেখেছ।
9তোমার ক্রোধে আমাদের সব দিন কেটে যায়;
বিলাপে আমরা আমাদের বছরগুলি কাটাই।
10আমাদের আয়ু হয়তো সত্তর বছর পর্যন্ত হবে,
অথবা আশি, যদি আমাদের ক্ষমতা স্থায়ী হয়;
তবুও সবচেয়ে ভালো দিনও কষ্টে আর দুঃখে পরিপূর্ণ,
কেননা সেগুলি তাড়াতাড়ি অদৃশ্য হয় আর আমরা উড়ে যাই।
11তোমার রাগের পরাক্রম কে বুঝতে পারে?
তোমার ক্রোধ ভয়াবহ যেমন তুমি সম্ভ্রমের যোগ্য।
12আমাদের দিন গুনতে আমাদের শিক্ষা দাও,
যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি।
13হে সদাপ্রভু, ফিরে এসো! আর কত কাল দেরি করবে?
তোমার সেবাকারীদের প্রতি করুণা করো।
14সকালে তোমার অবিচল প্রেম দিয়ে আমাদের তৃপ্ত করো,
যেন আমরা আনন্দের গান করতে পারি আর জীবনের সব দিন খুশি হতে পারি।
15যতদিন তুমি আমাদের পীড়িত করেছিলে
যত বছর আমরা বিপদ দেখেছি, তেমনই আমাদের আনন্দিত করো।
16আমরা, তোমার দাস, যেন তোমার কার্যাবলি আবার দেখতে পাই,
যেন আমাদের ছেলেমেয়েরা তোমার মহিমা দেখতে পায়।
17আমাদের ঈশ্বর সদাপ্রভুর অনুগ্রহ আমাদের উপরে বিরাজ করুক;
আর তুমি আমাদের জন্য আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো,
হ্যাঁ! আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো।
Currently Selected:
গীত 90: BCV
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.
Free Reading Plans and Devotionals related to গীত 90

Be Still: 15 More Days With God

Our Eternal God

Hope for the Holidays: Reclaim the Joy of Jesus This Christmas
