YouVersion Logo
Search Icon

গীত 118

118
গীত 118
1সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
2ইস্রায়েল বলুক:
“তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
3হারোণের কুল বলুক:
“তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
4যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তারা বলুক:
“তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
5মনোবেদনায় আমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলাম,
তিনি আমাকে প্রশস্ত স্থানে নিয়ে এলেন।
6সদাপ্রভু আমার সঙ্গে আছেন; আমি ভীত হব না।
সামান্য মানুষ আমার কী করতে পারে?
7সদাপ্রভু আমার সঙ্গে আছেন; তিনি আমার সহায়।
আমি বিজয়ীর দৃষ্টিতে আমার শত্রুদের দিকে দেখব।
8মানুষের উপর আস্থা রাখার চেয়ে
সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।
9অধিপতিদের উপর আস্থা রাখার চেয়ে
সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।
10সব জাতি আমাকে ঘিরে ধরেছিল,
কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।
11তারা আমাকে চতুর্দিকে ঘিরে ধরেছিল,
কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।
12তারা মৌমাছির মতো আমাকে ছেঁকে ধরেছিল,
কিন্তু কাঁটার আগুনের মতো অচিরেই তারা নিভে গেল;
সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।
13আমার শত্রুরা আমাকে হত্যা করার জন্য প্রবল চেষ্টা করেছিল
কিন্তু সদাপ্রভু আমাকে সাহায্য করেছিলেন।
14সদাপ্রভু আমার বল ও আমার সুরক্ষা;
তিনি আমার পরিত্রাণ হয়েছেন।
15ধার্মিকের শিবিরে শোনা গেল
আনন্দের জয়ধ্বনি আর বিজয়ের উল্লাস:
“সদাপ্রভুর ডান হাত মহান কাজ সম্পন্ন করেছে!
16সদাপ্রভুর ডান হাত উন্নত হয়েছে;
সদাপ্রভুর ডান হাত মহান কাজ সম্পন্ন করেছে!”
17আমি মরব না, বরং জীবিত থাকব,
আর সদাপ্রভু যা করেছেন তা ঘোষণা করব।
18সদাপ্রভু আমাকে কঠোরভাবে শাসন করেছেন,
তবুও তিনি আমাকে মৃত্যুর হাতে সমর্পণ করেননি।
19আমার জন্য ধার্মিকদের দরজাগুলি খুলে দাও;
আমি প্রবেশ করব আর সদাপ্রভুর ধন্যবাদ করব।
20এটি সদাপ্রভুর দরজা,
ধার্মিকরা যার মধ্য দিয়ে প্রবেশ করবে।
21আমি তোমাকে ধন্যবাদ জানাব কারণ তুমি আমাকে সাড়া দিয়েছ;
তুমি আমার পরিত্রাণ হয়েছ।
22গাঁথকেরা যে পাথরটি অগ্রাহ্য করেছিল
তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর।
23সদাপ্রভু এটি করেছেন
আর তা আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য।
24আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন;
আমরা আনন্দ করব এবং খুশি হব।
25হে সদাপ্রভু, আমাদের রক্ষা করো!
হে সদাপ্রভু, আমাদের সফলতা দাও।
26ধন্য সেই ব্যক্তি যিনি সদাপ্রভুর নামে আসেন।
সদাপ্রভুর গৃহ থেকে আমরা তোমাদের আশীর্বাদ করি।
27সদাপ্রভুই ঈশ্বর,
এবং তিনি তাঁর জ্যোতি আমাদের উপর দিয়েছেন।
বলির পশু নাও,
আর দড়ি দিয়ে তা বেদির উপর বেঁধে রাখো।
28তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার প্রশংসা করব;
তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার মহিমা করব।
29সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

Currently Selected:

গীত 118: BCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীত 118