YouVersion Logo
Search Icon

গীত 119

119
গীত 119#119:0 এই গীতের প্রত্যেক স্তবক হিব্রু বর্ণমালার ধারাবাহিক অক্ষর দিয়ে শুরু হয়েছে। প্রত্যেক স্তবকের সব শ্লোক হিব্রু বর্ণমালার একই অক্ষর দিয়ে শুরু হয়েছে
א আলেফ
1ধন্য তারা, যারা আচরণে নির্দোষ,
যারা সদাপ্রভুর নিয়ম অনুযায়ী পথ চলে।
2ধন্য তারা, যারা তাঁর বিধিবিধান পালন করে
এবং সমস্ত হৃদয় দিয়ে তাঁর অনুসন্ধান করে—
3তারা অন্যায় করে না
কিন্তু তাঁর নির্দেশিত পথে চলে।
4তুমি তোমার অনুশাসন দিয়েছ,
যেন আমরা সযত্নে তা পালন করি।
5আমার আচরণ যেন সুসংগত হয়
যেন তোমার নির্দেশমালা পালন করতে পারি।
6যখন আমি তোমার সব আদেশ বিবেচনা করব
তখন আমাকে লজ্জিত হতে হবে না।
7যখন আমি তোমার ন্যায়সংগত শাসনবিধি শিক্ষা লাভ করব
আমি সরল চিত্তে তোমার প্রশংসা করব।
8আমি তোমার আদেশ পালন করব;
আমাকে তুমি পরিত্যাগ কোরো না।
ב বৈৎ
9যুবক কেমন করে জীবনে চলার পথ বিশুদ্ধ রাখবে?
তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করেই রাখবে।
10আমার সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার অন্বেষণ করি;
আমাকে তোমার আদেশ লঙ্ঘন করে ভ্রান্তপথে যেতে দিয়ো না।
11আমি তোমার বাক্য আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি
যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি।
12হে সদাপ্রভু, তোমার ধন্যবাদ হোক;
তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
13তোমার মুখের সমস্ত শাসন
আমি ঠোঁট দিয়ে উচ্চারণ করব।
14তোমার বিধিবিধান পালন করতে আমি আনন্দ করি
যেমন কেউ অতুল ধনসম্পদে আনন্দ করে।
15আমি তোমার অনুশাসনে ধ্যান করি;
এবং তোমার পথের বিবেচনা করি।
16আমি তোমার নির্দেশাবলিতে আমোদ করি;
আমি তোমার বাক্য অবহেলা করব না।
ג গিমল
17তোমার দাসের মঙ্গল করো যেন আমি জীবিত থাকি,
তাহলে আমি তোমার বাক্য পালন করব।
18আমার চোখ খুলে দাও
যেন আমি তোমার নিয়মকানুনের আশ্চর্য বিষয়াদি দেখতে পাই।
19এই পৃথিবীতে আমি এক প্রবাসী;
তোমার অনুশাসন আমার কাছে গোপন রেখো না।
20সবসময় তোমার বিধানের জন্য,
আমার প্রাণ আকাঙ্ক্ষায় আকুল হয়।
21যারা উদ্ধত, তারা অভিশপ্ত, তাদের তুমি তিরস্কার করো,
তারা তোমার অনুশাসন লঙ্ঘন করে বিপথে যায়।
22অবজ্ঞা ও ঘৃণা আমার কাছ থেকে দূর করো,
কারণ আমি তোমার বিধিবিধান পালন করি।
23যদিও শাসকেরা একত্রে বসে আমার নিন্দা করে,
তোমার দাস তোমার বিধিনির্দেশে ধ্যান করে।
24তোমার বিধিবিধান আমার আমোদের বিষয়;
সেগুলি আমাকে সুমন্ত্রণা দেয়।
ד দালৎ
25আমার প্রাণ ধুলোয় লুটিয়ে আছে;
তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
26আমি তোমাকে আমার পরিকল্পনা বলেছি আর তুমি আমাকে উত্তর দিয়েছ;
তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
27তোমার অনুশাসন আমাকে বুঝতে সাহায্য করো,
যেন আমি তোমার আশ্চর্য কাজে ধ্যান করতে পারি।
28আমার প্রাণ দুঃখে অবসন্ন;
তোমার বাক্য অনুযায়ী আমাকে শক্তি দাও।
29প্রতারণার পথ থেকে আমাকে দূরে রাখো;
আমার প্রতি দয়া করো এবং আমাকে তোমার নিয়মকানুন শেখাও।
30আমি বিশ্বস্ততার পথ বেছে নিয়েছি;
আমার হৃদয় তোমার আইনকানুনে স্থির রেখেছি।
31হে সদাপ্রভু, আমি তোমার বিধিবিধান আঁকড়ে ধরেছি;
আমাকে লজ্জিত হতে দিয়ো না।
32আমি তোমার আদেশের পথে ছুটে চলি,
কারণ তুমি আমার বোধশক্তিকে প্রশস্ত করেছ।
ה হে
33হে সদাপ্রভু, তোমার বিধি নির্দেশিত পথে চলতে আমাকে শিক্ষা দাও,
যেন আমি শেষদিন পর্যন্ত সেগুলি পালন করতে পারি।
34আমাকে বোধশক্তি দাও, যেন আমি তোমার আইনকানুন পালন করতে পারি
এবং সমস্ত হৃদয় দিয়ে বাধ্য হতে পারি।
35তোমার আদেশের পথে আমাকে পরিচালিত করো,
কারণ সেখানে আমি আনন্দ খুঁজে পাই।
36আমার হৃদয়কে তোমার বিধিবিধানের দিকে ফেরাও
বরং স্বার্থপর লাভের দিকে নয়।
37মূল্যহীন বস্তু থেকে আমার দৃষ্টি ফেরাও,
তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
38তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো,
যেন তোমাকে সকলে সম্ভ্রম করে।
39আমার লাঞ্ছনা দূর করো যা আমি ভয় করি,
কারণ তোমার আইনকানুন উত্তম।
40তোমার অনুশাসন পালনে আমি কত আগ্রহী!
তোমার ধার্মিকতায় আমার জীবন বাঁচিয়ে রাখো।
ו বৌ
41হে সদাপ্রভু, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার অবিচল প্রেম,
আর তোমার পরিত্রাণ আমার উপর আসুক,
42তখন তাদের আমি সদুত্তর দিতে পারব যারা আমাকে ব্যঙ্গ করে,
কারণ আমি তোমার বাক্যে আস্থা রাখি।
43তোমার সত্যের বাক্য আমার মুখ থেকে কখনও নিয়ে নিয়ো না,
কারণ তোমার অনুশাসনে আমি আশা রেখেছি।
44আমি চিরকাল তোমার বিধান পালন করব,
যুগে যুগে চিরকাল করব।
45জীবনে আমি স্বাধীনভাবে চলব,
কারণ আমি তোমার অনুশাসন অন্বেষণ করেছি।
46রাজাদের সামনে আমি তোমার সাক্ষ্যকলাপের কথা বলব
এবং আমি লজ্জিত হব না।
47আমি তোমার আদেশে আমোদ করি
কারণ আমি সে সকল ভালোবাসি।
48আমি তোমার নির্দেশাবলি সম্মান করি ও ভালোবাসি,
আমি তোমার বিধিনিয়মে ধ্যান করি।
ז সয়িন
49তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি স্মরণ করো,
কারণ তুমি আমাকে আশা দিয়েছ।
50কষ্টে আমার সান্ত্বনা এই যে,
তোমার প্রতিশ্রুতিই আমার জীবন বাঁচিয়ে রাখে।
51দাম্ভিকেরা নির্মমভাবে আমাকে বিদ্রুপ করে,
কিন্তু আমি তোমার বিধিবিধান থেকে মুখ ফিরাই না।
52হে সদাপ্রভু, আমি তোমার প্রাচীন শাসনব্যবস্থা স্মরণ করি,
এবং তাতেই আমি সান্ত্বনা পাই।
53আমি দুষ্টদের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হই,
কারণ তারা তোমার বিধিবিধান পরিত্যাগ করেছে।
54আমি যেখানেই বসবাস করি না কেন,
তোমার নির্দেশাবলিই আমার গানের বিষয়বস্তু।
55হে সদাপ্রভু, রাতের বেলায় আমি তোমার নাম স্মরণ করি,
যেন আমি তোমার বিধিবিধান পালন করতে পারি।
56এই আমার অভ্যাস যে,
আমি তোমার অনুশাসন পালন করি।
ח হেৎ
57হে সদাপ্রভু, তুমি আমার অধিকার,
আমি তোমার আজ্ঞা পালন করার প্রতিশ্রুতি দিয়েছি।
58আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার মুখের অন্বেষণ করেছি;
তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে কৃপা করো।
59আমি আমার চলার পথ বিবেচনা করে দেখেছি,
এবং তোমারই বিধিবিধানের পথে আমার পা রেখেছি।
60আমি দ্রুত তোমার আদেশ পালন করব,
দেরি করব না।
61যদিও দুষ্টরা আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে,
আমি তোমার শাসনব্যবস্থা ভুলে যাব না।
62তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য
আমি মাঝরাতে তোমাকে ধন্যবাদ দিতে জেগে উঠি।
63আমি তাদের সকলের বন্ধু যারা তোমাকে সম্ভ্রম করে,
আর যারা তোমার অনুশাসন পালন করে।
64হে সদাপ্রভু, এই পৃথিবী তোমার প্রেমে পূর্ণ,
তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
ט টেট
65হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারে
তোমার দাসের প্রতি মঙ্গল করো।
66আমাকে জ্ঞান ও বিচারবুদ্ধি দাও,
কারণ আমি তোমার আদেশে আস্থা রাখি।
67পীড়িত হবার আগে আমি বিপথে গিয়েছিলাম,
কিন্তু এখন আমি তোমার আদেশ পালন করি।
68তুমি মঙ্গলময় এবং তুমি যা করো তাও মঙ্গলময়,
তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
69যদিও দাম্ভিকরা মিথ্যায় আমাকে কলঙ্কিত করেছে,
আমি তোমার বিধিসকল সমস্ত হৃদয় দিয়ে পালন করি।
70তাদের হৃদয় কঠোর ও অনুভূতিহীন,
কিন্তু আমি তোমার আইনগুলিতে আমোদ করি।
71পীড়িত হওয়া আমার জন্য মঙ্গলজনক হয়েছে
যেন আমি তোমার আদেশগুলি শিখতে পারি।
72তোমার মুখের বিধিবিধান
হাজার হাজার রুপো ও সোনার চেয়ে আমার কাছে বেশি মূল্যবান।
י ইয়ূদ
73তোমার হাত আমাকে সৃষ্টি করেছে ও গঠন করেছে;
তোমার আদেশ বুঝতে আমাকে বোধশক্তি দাও।
74যারা তোমাকে সম্ভ্রম করে তারা যেন আমাকে দেখলে আনন্দিত হয়,
কারণ তোমার বাক্যে আমি আশা রেখেছি।
75হে সদাপ্রভু, আমি জানি যে তোমার বিধিনিয়ম ন্যায়সংগত,
আর তুমি বিশ্বস্ততায় আমাকে পীড়িত করেছ।
76তোমার অবিচল প্রেম যেন আমার সান্ত্বনা হয়,
যেমন তুমি তোমার দাসের কাছে প্রতিশ্রুতি দিয়েছ।
77তোমার অসীম করুণা আমাকে ঘিরে রাখুক যেন আমি বাঁচতে পারি,
কারণ তোমার নিয়মবিধান আমার আনন্দের বিষয়।
78দাম্ভিকরা লজ্জিত হোক কেননা তারা অকারণে আমার সর্বনাশ করেছে;
কিন্তু আমি তোমার অনুশাসনে ধ্যান করব।
79যারা তোমাকে সম্ভ্রম করে এবং যারা তোমার বিধিবিধান বোঝে,
তাদের সঙ্গে আমি মিলিত হই।
80আমার সমস্ত হৃদয় দিয়ে যেন তোমার আদেশ পালন করতে পারি,
যেন আমাকে লজ্জিত না হতে হয়।
כ কাফ
81তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আমার প্রাণ দুর্বল হয়,
কিন্তু আমি তোমার বাক্যে আশা রেখেছি।
82তোমার প্রতিশ্রুতি পূরণের আশায় আমার দৃষ্টি ক্ষীণ হয়,
আমি বলি, “কখন তুমি আমায় সান্ত্বনা দেবে?”
83যদিও আমি ধোঁয়ার মধ্যে রাখা সংকুচিত সুরাধারের মতো,
কিন্তু আমি তোমার নির্দেশাবলি ভুলে যাইনি।
84কত কাল তোমার দাস প্রতীক্ষায় থাকবে?
কবে তুমি আমার নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেবে?
85দাম্ভিকেরা গর্ত খুঁড়ে আমাকে ফাঁদে ফেলতে চায়,
তারা তোমার নিয়মের বিরুদ্ধাচরণ করে।
86তোমার সব আদেশ নির্ভরযোগ্য;
আমাকে সাহায্য করো, কারণ লোকে অকারণে আমাকে নির্যাতন করে।
87তারা আমাকে প্রায় পৃথিবী থেকে মুছে দিয়েছে,
কিন্তু আমি তোমার অনুশাসন ত্যাগ করিনি।
88তোমার অবিচল প্রেমে আমার জীবন বাঁচিয়ে রাখো,
যেন আমি তোমার মুখের বিধিবিধান পালন করতে পারি।
ל লামেদ
89হে সদাপ্রভু, তোমার বাক্য চিরন্তন;
আকাশমণ্ডলে তা প্রতিষ্ঠিত।
90তোমার বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী;
তুমি এই পৃথিবী স্থাপন করেছ এবং তা স্থির রয়েছে।
91তোমার আইনব্যবস্থা আজও অটল রয়েছে,
কারণ সবকিছুই তোমার সেবা করে।
92যদি তোমার বিধিবিধান আমার আনন্দের বিষয় না হত,
আমি হয়তো নিজের দুঃখে বিনষ্ট হতাম।
93আমি কখনও তোমার অনুশাসন ভুলে যাব না,
কারণ তা দিয়েই তুমি আমার জীবন বাঁচিয়ে রেখেছ।
94আমাকে রক্ষা করো, কারণ আমি তোমারই;
আমি তোমার বিধিগুলির অন্বেষণ করেছি।
95দুষ্ট আমাকে ধ্বংস করার অপেক্ষায় আছে,
কিন্তু আমি তোমার অনুশাসনে মনঃসংযোগ করব।
96প্রত্যেক সিদ্ধতার এক সীমা আছে,
কিন্তু তোমার আজ্ঞাগুলি সীমাহীন।
מ মেম
97আহা, আমি তোমার বিধিবিধান কতই না ভালোবাসি!
তা আমার সারাদিনের ধ্যানের বিষয়।
98তোমার নির্দেশাবলি আমাকে আমার শত্রুদের থেকে বুদ্ধিমান করে
কারণ সেসব সবসময় আমার সঙ্গে আছে।
99আমি তোমার আইনগুলিতে ধ্যান করি,
তাই আমার শিক্ষকদের চেয়ে আমার অন্তর্দৃষ্টি বেশি।
100প্রবীণদের চেয়ে আমার বোধশক্তি বেশি,
কারণ আমি তোমার বিধিগুলি পালন করি।
101প্রত্যেকটি কুপথ থেকে আমার পা আমি দূরে রেখেছি
যেন আমি তোমার বাক্য পালন করতে পারি।
102আমি তোমার নিয়মব্যবস্থা থেকে বিপথে যাইনি,
কারণ তুমি স্বয়ং আমাকে শিক্ষা দিয়েছ।
103তোমার বাক্য আমার মুখে আস্বাদন করা কত মিষ্টি,
আমার মুখে তা মধুর চেয়েও বেশি মধুর!
104আমি তোমার বিধিগুলি থেকে বোধশক্তি লাভ করি,
তাই আমি সব অন্যায় পথ ঘৃণা করি।
נ নূন
105তোমার বাক্য আমার চরণের প্রদীপ,
এবং আমার চলার পথের আলো।
106আমি শপথ করেছি ও স্থির করেছি,
যে আমি তোমার ন্যায়সংগত শাসনবিধি পালন করব।
107হে সদাপ্রভু, আমি অনেক কষ্ট পেয়েছি;
তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
108হে সদাপ্রভু, আমার মুখের প্রশংসার অর্ঘ্য গ্রহণ করো,
এবং আমাকে তোমার বিধিনিয়ম শিক্ষা দাও।
109যদিও আমি আমার প্রাণ প্রতিনিয়ত আমার হাতে নিয়ে চলি,
আমি তোমার বিধিবিধান ভুলে যাব না।
110দুষ্টরা আমার জন্য ফাঁদ পেতেছে,
কিন্তু আমি তোমার অনুশাসন থেকে বিপথে যাইনি।
111তোমার আইনগুলি আমার চিরকালের উত্তরাধিকার,
সেগুলি আমার হৃদয়ের আনন্দ।
112তোমার বিধিনির্দেশ শেষ পর্যন্ত পালন করার উদ্দেশে
আমার হৃদয় দৃঢ়সংকল্প।
ס সামেখ
113দ্বিমনা চরিত্রের লোকেদের আমি ঘৃণা করি,
কিন্তু আমি তোমার নিয়মব্যবস্থা ভালোবাসি।
114তুমি আমার আশ্রয় ও আমার ঢাল;
তোমার বাক্য আমার আশার উৎস।
115হে অনিষ্টকারীদের দল, আমার কাছ থেকে দূর হও,
যেন আমি আমার ঈশ্বরের আদেশ পালন করতে পারি।
116হে ঈশ্বর, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে সামলে রাখো এবং তাতে আমি বাঁচব;
আমার প্রত্যাশা বিফল হতে দিয়ো না।
117আমাকে তুলে ধরো, তাহলে আমি রক্ষা পাব;
আমি চিরকাল তোমার আদেশগুলির উপর ভরসা করব।
118যারা তোমার আদেশ অগ্রাহ্য করে বিপথে যায় তাদের সবাইকে তুমি ত্যাগ করো,
কারণ তারা কেবল নিজেদেরই ঠকায়।
119পৃথিবীর সব দুষ্টকে তুমি আবর্জনার মতো পরিত্যাগ করো;
তাই তোমার বিধিবিধান আমার কাছে এত প্রিয়।
120তোমার প্রতি সম্ভ্রমে আমার শরীর কাঁপে,
তোমার বিধিনিয়মে আমি ভীত।
ע আয়িন
121যা কিছু সঠিক ও ন্যায়সংগত সে সব আমি পালন করেছি,
আমাকে আমার অত্যাচারীদের হাতে সমর্পণ কোরো না।
122তোমার দাসের মঙ্গলের ভার তুমি নাও;
দাম্ভিকেরা যেন আমার উপর নির্যাতন না করে।
123তোমার পরিত্রাণের অপেক্ষায়, তোমার ন্যায়সংগত প্রতিশ্রুতির প্রতীক্ষায়,
আমার চোখ দুর্বল হয়েছে।
124তোমার প্রেম অনুযায়ী তোমার দাসের প্রতি ব্যবহার করো,
আর তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
125আমি তোমার দাস; আমাকে বিচক্ষণতা দাও
যেন আমি তোমার বিধিবিধান বুঝতে পারি।
126হে সদাপ্রভু, এবার তোমার সক্রিয় হওয়ার সময় এসেছে;
কারণ তোমার আইনব্যবস্থা লঙ্ঘন করা হচ্ছে।
127সোনার চেয়ে, বিশুদ্ধ সোনার চেয়েও
আমি তোমার আজ্ঞাগুলি বেশি ভালোবাসি।
128তোমার সব অনুশাসনবিধি আমি ন্যায্য মনে করি
তাই আমি সমস্ত অন্যায় পথ ঘৃণা করি।
פ পে
129তোমার বিধিবিধান কত আশ্চর্য;
তাই আমি সেগুলি মান্য করি।
130তোমার বাক্যের শিক্ষা আলো দেয়;
যারা সরলচিত্ত তাদের বোধশক্তি দেয়।
131আমি প্রত্যাশায় শ্বাস ফেলি,
তোমার আদেশের অপেক্ষায়।
132যারা তোমার নাম ভালোবাসে তাদের প্রতি তুমি সর্বদা যেমন করো,
তেমনই আমার প্রতি ফিরে চাও ও আমাকে দয়া করো।
133তোমার বাক্য অনুযায়ী আমার পদক্ষেপ পরিচালিত করো;
পাপ যেন আমার উপর কর্তৃত্ব না করে।
134লোকেদের নির্যাতন থেকে আমাকে মুক্ত করো,
যেন আমি তোমার অনুশাসন মেনে চলতে পারি।
135তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো,
এবং তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
136আমার চোখ থেকে অশ্রুপ্রবাহ হচ্ছে,
কারণ লোকেরা তোমার আইনব্যবস্থা পালন করছে না।
צ সাদে
137হে সদাপ্রভু, তুমি ন্যায়পরায়ণ,
আর তোমার আইনব্যবস্থা ন্যায্য।
138যেসব বিধিবিধান তুমি দিয়েছ তা ধর্মময়,
এবং সেগুলি সম্পূর্ণ নির্ভরযোগ্য।
139আমার উদ্যম আমাকে ক্লান্ত করেছে,
কারণ আমার বিপক্ষরা তোমার বাক্য অবহেলা করে।
140তোমার প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে পরীক্ষাসিদ্ধ হয়েছে,
আর তোমার দাস সেগুলি ভালোবাসে।
141যদিও আমি ক্ষুদ্র ও অবজ্ঞাত,
আমি তোমার অনুশাসন ভুলে যাইনি।
142তোমার ন্যায়পরায়ণতা চিরস্থায়ী
আর তোমার আইনব্যবস্থা সত্য।
143সংকট ও দুর্দশা আমার উপরে উপস্থিত,
কিন্তু তোমার আজ্ঞাগুলি আমাকে আনন্দ দেয়।
144তোমার বিধিবিধান চিরকালীন সত্য;
আমাকে বোধশক্তি দাও যেন বাঁচতে পারি।
ק কফ
145হে সদাপ্রভু, আমি সমস্ত অন্তর দিয়ে তোমাকে ডাকি, আমাকে উত্তর দাও,
এবং আমি তোমার আজ্ঞাগুলি পালন করব।
146আমি তোমাকে ডেকেছি, আমাকে রক্ষা করো
আর আমি তোমার বিধিবিধান পালন করব।
147আমি ভোর হওয়ার আগে উঠি আর সাহায্যের জন্য প্রার্থনা করি;
তোমার বাক্যে আমি আশা রেখেছি।
148সারারাত আমি চোখ খুলে জেগে থাকি,
যেন তোমার প্রতিশ্রুতিতে আমি ধ্যান করতে পারি।
149তোমার প্রেম অনুযায়ী আমার কণ্ঠস্বর শোনো;
হে সদাপ্রভু, তোমার আইনব্যবস্থা অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
150যারা মন্দ সংকল্প করে তারা আমাকে আক্রমণ করার জন্য কাছে এসেছে,
কিন্তু তারা তোমার আইনব্যবস্থা থেকে অনেক দূরে আছে।
151তবুও হে সদাপ্রভু, তুমি কাছেই আছ,
আর তোমার আজ্ঞাগুলি সত্য।
152অনেক বছর আগে আমি তোমার বিধিবিধান থেকে শিখেছি
যে তুমি এগুলি চিরকালের জন্য স্থাপন করেছ।
ר রেশ
153আমার দুঃখকষ্টের দিকে চেয়ে দেখো ও আমাকে উদ্ধার করো,
কারণ আমি তোমার শাসনব্যবস্থা ভুলে যাইনি।
154আমার পক্ষসমর্থন করে আমাকে মুক্ত করো,
তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমার প্রাণরক্ষা করো।
155দুষ্টরা তোমার পরিত্রাণ থেকে অনেক দূরে,
কারণ তারা তোমার বিধিবিধান অন্বেষণ করে না।
156হে সদাপ্রভু, তোমার করুণা মহান,
তোমার আইনব্যবস্থা অনুযায়ী আমাকে বাঁচিয়ে রাখো।
157অনেক আমার বিপক্ষ যারা আমাকে নির্যাতন করে,
কিন্তু আমি তোমার বিধিবিধান থেকে বিপথে যাইনি।
158যারা বিশ্বাসঘাতক আমি তাদের ঘৃণার চোখে দেখি,
কারণ তারা তোমার আদেশ পালন করে না।
159দেখো, আমি তোমার অনুশাসন কত ভালোবাসি,
তোমার অবিচল প্রেমের গুণে, হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো।
160তোমার সব বাক্য সত্য;
তোমার সব ন্যায়সংগত শাসনবিধি চিরস্থায়ী।
ש শিন
161শাসকবর্গ অকারণে আমাকে নির্যাতন করে,
কিন্তু আমার হৃদয় তোমার বাক্যে কম্পিত হয়।
162আমি তোমার প্রতিশ্রুতিতে আনন্দ করি
যেমন লোকেরা লুট করা সম্পদে করে।
163অসত্যকে আমি ঘৃণা ও অবজ্ঞা করি,
কিন্তু আমি তোমার আইনব্যবস্থাকে ভালোবাসি।
164তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য
আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি।
165যারা তোমার এই আইনব্যবস্থা ভালোবাসে তাদের অন্তরে পরম শান্তি থাকে,
আর কোনও কিছুতে তারা হোঁচট খায় না।
166হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি,
আর আমি তোমার আদেশগুলি পালন করি।
167আমি তোমার বিধিবিধান মান্য করি,
কারণ আমি সেসব অত্যন্ত ভালোবাসি।
168আমি তোমার অনুশাসন ও তোমার বিধিবিধান পালন করি,
কারণ আমার চলার সকল পথ তোমার জানা।
ת তৌ
169হে সদাপ্রভু, আমার কাতর প্রার্থনা শোনো;
তোমার বাক্য অনুযায়ী আমাকে বোধশক্তি দাও।
170আমার নিবেদন শোনো;
তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে উদ্ধার করো।
171আমার ঠোঁট দুটি যেন প্রশংসায় উপচে পড়ে;
কারণ তুমি আমাকে তোমার নির্দেশাবলি শিক্ষা দাও।
172আমার জিভ যেন তোমার বাক্যের গান গাইতে থাকে,
কারণ তোমার সমস্ত আদেশ ন্যায়সংগত।
173তোমার হাত আমাকে সাহায্য করার জন্য যেন প্রস্তুত থাকে,
কারণ আমি তোমার বিধিগুলি বেছে নিয়েছি।
174হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি,
আর তোমার আইনব্যবস্থা আমাকে আনন্দ দেয়।
175আমাকে বাঁচতে দাও যেন আমি তোমার প্রশংসা করতে পারি,
এবং তোমার আইনব্যবস্থা যেন আমাকে বাঁচিয়ে রাখে।
176আমি হারিয়ে যাওয়া মেষের মতো বিপথে গিয়েছি।
তোমার দাসের অন্বেষণ করো,
কারণ আমি তোমার আদেশগুলি ভুলে যাইনি।

Currently Selected:

গীত 119: BCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in