YouVersion Logo
Search Icon

যিরমিয় 18

18
কুমোরের গৃহে
1সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়ের কাছে এই বাক্য উপস্থিত হল: 2“তুমি কুমোরের গৃহে নেমে যাও। আমি সেখানে তোমাকে আমার বাক্য দেব।” 3তাই আমি কুমোরের গৃহে নেমে গেলাম। আমি তাকে চাকায় কাজ করতে দেখলাম। 4সে যে পাত্রটি মাটি দিয়ে তৈরি করছিল, তা তার হাতে বিকৃত হয়ে গেল; তখন কুমোর তা নিয়ে অন্য একটি পাত্র তৈরি করল। সে তাতে নিজের ইচ্ছামতো আকৃতি দিল।
5তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল: 6“হে ইস্রায়েল কুলের লোকেরা, এই কুমোর যেমন করছে, আমি কি তোমাদের প্রতি তেমনই করতে পারি না?” সদাপ্রভু এই কথা বলেন। “হে ইস্রায়েল কুল, কুমোরের হাতে যেমন মাটি, আমার হাতে তোমরাও তেমনই। 7কোনও সময়ে যদি আমি কোনো জাতি বা রাজ্যকে উৎপাটন করা, উপড়ে ফেলা বা ধ্বংসের কথা ঘোষণা করি, 8কিন্তু সেই যে জাতিকে আমি সতর্ক করলাম, তারা যদি তাদের মন্দ কাজের জন্য অনুতাপ করে, তাহলে আমি কোমল হব এবং তাদের প্রতি যে বিপর্যয় আনার পরিকল্পনা করেছিলাম, তা নিয়ে আসব না। 9আবার অন্য কোনো সময় যদি আমি ঘোষণা করি যে, কোনো জাতি বা রাজ্যকে গড়ে তুলব ও প্রতিষ্ঠিত করব, 10আর যদি তারা আমার দৃষ্টিতে মন্দ কাজ করে ও আমার কথা না শোনে, তাহলে যে মঙ্গল করার পরিকল্পনা আমি করেছিলাম, তা না করার জন্য পুনর্বিবেচনা করব।
11“তাহলে এবার তুমি যিহূদার লোকেদের ও জেরুশালেমের অধিবাসীদের এই কথা বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখো, আমি তোমাদের জন্য এক বিপর্যয় এবং তোমাদের বিরুদ্ধে এক পরিকল্পনা রচনা করছি। তাই তোমরা প্রত্যেকে, তোমাদের মন্দ জীবনাচরণ থেকে ফেরো এবং তোমাদের জীবনাচরণ ও তোমাদের কার্যকলাপের সংশোধন করো।’ 12কিন্তু তারা উত্তর দেবে, ‘এতে কোনো লাভ নেই। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকব; আমাদের প্রত্যেকেই নিজের নিজের মন্দ হৃদয়ের একগুঁয়েমি অনুসারে চলব।’ ”
13সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন:
“জাতিসমূহের মধ্যে খোঁজ করে দেখো,
তাদের মধ্যে কারা এই ধরনের কথা শুনেছে?
এক অত্যন্ত ভয়ংকর কাজ
কুমারী-ইস্রায়েল করেছে।
14লেবাননের তুষার কি তার ঢালু পাহাড় থেকে
কখনও অন্তর্হিত হয়?
দূর থেকে বয়ে আসা এর শীতল জলের স্রোত
কখনও কি নিবৃত্ত হয়?#18:14 এই অংশটির মূল হিব্রু পাঠের অর্থ অনিশ্চিত।
15আমার প্রজারা কিন্তু আমাকে ভুলে গেছে;
তারা অসার প্রতিমাদের উদ্দেশে ধূপদাহ করে,
যে প্রতিমারা তাদের বিভিন্ন পথে ও পুরাতন পথগুলিতে
চলার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
তারা বিভিন্ন গলিপথে ও যে পথ নির্মিত হয়নি,
সেই পথে তাদের চালিত করে।
16তাদের দেশ পরিত্যক্ত পড়ে থাকবে,
যা হবে চিরন্তন নিন্দার বিষয়;
এর পাশ দিয়ে যাওয়া পথিকেরা
বিস্ময়ে তাদের মাথা নাড়বে।
17পুবালি বাতাসের মতো,
আমি শত্রুদের সামনে তাদের ছিন্নভিন্ন করব;
তাদের বিপর্যয়ের দিনে,
আমি তাদের আমার পিঠ দেখাব, মুখ নয়।”
18তখন তারা বলল, “এসো, আমরা যিরমিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করি; কারণ যাজকদের দ্বারা দেওয়া বিধানের শিক্ষা, জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ বা ভাববাদীদের দেওয়া বাক্য নষ্ট হবে না। তাই এসো, আমরা মুখের#18:18 হিব্রু: জিভের দ্বারা কথায় তাকে আক্রমণ করি এবং সে যা বলে, তার কোনো কথায় আমরা মনোযোগ না দিই।”
19হে সদাপ্রভু, আমার কথা শোনো;
আমার অভিযোগকারীরা কী কথা বলছে, তাতে কর্ণপাত করো!
20ভালোর শোধ কি মন্দ দিয়ে করা হবে?
তবুও দেখো, তারা আমার জন্য গর্ত খনন করেছে।
তুমি স্মরণ করো, আমি তোমার সামনে দাঁড়িয়ে
তাদের পক্ষে কথা বলেছিলাম,
যেন তাদের উপর থেকে তোমার ক্রোধ সরে যায়।
21তাই তাদের সন্তানদের দুর্ভিক্ষের মুখে ফেলে দাও;
তাদের তরোয়ালের শক্তির মুখে সমর্পণ করো।
তাদের স্ত্রীরা সন্তানহীন ও বিধবা হোক;
তাদের পুরুষদের মৃত্যু হোক,
তাদের যুবকেরা যুদ্ধে তরোয়ালের আঘাতে নিহত হোক।
22যখন তুমি হঠাৎ তাদের বিরুদ্ধে আক্রমণকারীদের আনয়ন করো,
তাদের গৃহগুলি থেকে শোনা যাক কান্নার রোল,
কারণ আমাকে ধরার জন্য তারা গর্ত খুঁড়েছে,
আমার পায়ের জন্য ফাঁদ পেতেছে।
23কিন্তু হে সদাপ্রভু, তুমি জানো
আমাকে হত্যা করার জন্য তাদের সব ষড়যন্ত্রের কথা।
তোমার দৃষ্টিপথ থেকে তাদের পাপগুলি মুছে ফেলার জন্য
তুমি তাদের অপরাধসকল ক্ষমা কোরো না।
তারা তোমার সামনে নিক্ষিপ্ত হোক;
তোমার ক্রোধের সময়ে তুমি তাদের প্রতি যথোপযুক্ত আচরণ কোরো।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 18