YouVersion Logo
Search Icon

যিরমিয় 17

17
1“যিহূদার পাপ লোহার এক যন্ত্র দিয়ে খোদিত ও
হীরার কাঁটা দিয়ে লেখা হয়েছে,
তা খোদিত হয়েছে তাদের হৃদয়ের ফলকে
এবং তাদের বেদির শৃঙ্গগুলির উপরে।
2এমনকি তাদের ছেলেমেয়েরাও স্মরণ করতে পারে
তাদের বেদিগুলি ও আশেরা-মূর্তির খুঁটিগুলির#17:2 অর্থাৎ, আশেরা দেবীর প্রতীক চিহ্নগুলি কথা,
যেগুলি স্থাপিত ছিল ডালপালা ছড়ানো গাছগুলির তলে
ও উঁচু সব পাহাড়ের উপরে।
3দেশের সর্বত্র তোমাদের পাপের কারণে,
তোমাদের উঁচু স্থানগুলি সমেত
দেশের মধ্যে অবস্থিত আমার পর্বত
আর তোমাদের ঐশ্বর্য ও সমস্ত ধনসম্পদ,
আমি লুটের বস্তু বলে বিলিয়ে দেব।
4যে অধিকার আমি তোমাদের দিয়েছিলাম,
তোমাদের দোষেই তোমরা তা হারাবে।
তোমাদের অপরিচিত এক দেশে,
আমি তোমাদের, তোমাদেরই শত্রুদের দাস করব,
কারণ তোমরা আমার ক্রোধ প্রজ্বলিত করেছ
এবং চিরকাল তা জ্বলতে থাকবে।”
5সদাপ্রভু এই কথা বলেন:
“অভিশপ্ত সেই জন, যে মানুষের উপরে নির্ভর করে,
যে তার শক্তির জন্য নিজের শরীরের উপরে আস্থা রাখে
এবং যার হৃদয় সদাপ্রভুর কাছ থেকে বিমুখ হয়।
6সে হবে পতিত জমিতে কোনো ঝাউ গাছের মতো;
সমৃদ্ধির সময় এলে সে তা দেখতে পাবে না।
মরুভূমির শুকনো স্থানগুলিতে, এক লবণাক্ত ভূমিতে,
সে বসবাস করবে, যেখানে কেউ থাকে না।
7“কিন্তু ধন্য সেই মানুষ, যে সদাপ্রভুর উপরে নির্ভর করে,
যার আস্থা থাকে তাঁরই উপর।
8সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে,
যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে।
গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না,
তার পাতাগুলি সবসময়ই সবুজ থাকে।
খরার বছরে তার দুশ্চিন্তা হয় না
ফল উৎপন্ন করতে সে কখনও ব্যর্থ হয় না।”
9হৃদয় সব বিষয়ের চেয়ে বেশি প্রবঞ্চক,
তার রোগের নিরাময় হয় না।
কে বা তা বুঝতে পারে?
10“আমি সদাপ্রভু, হৃদয়ের অনুসন্ধান করি
এবং মন যাচাই করি,
যেন মানুষকে তার আচরণ ও কাজকর্মের জন্য
উপযুক্ত পুরস্কার দিতে পারি।”
11অন্যের ডিমে তিতির পাখি তা দিয়ে যেমন বাচ্চা তোলে,
অসৎ উপায়ে যে ধন উপার্জন করে, সে তেমনই।
তার জীবনের মাঝামাঝি বয়সে, ধন তাকে ছেড়ে যাবে,
পরিশেষে সে এক মূর্খ প্রতিপন্ন হবে।
12আদি থেকে উন্নত স্থানে অবস্থিত, সেই গৌরবের সিংহাসন
হল আমাদের ধর্মধামের স্থান।
13ইস্রায়েলের আশা, হে সদাপ্রভু,
যারা তোমাকে ত্যাগ করে, তারা লজ্জিত হবে।
যারা তোমার কাছ থেকে বিমুখ হয়, তাদের নাম ধুলোয় লেখা হবে,
কারণ তারা জীবন্ত জলের উৎস,
সদাপ্রভুকে ত্যাগ করেছে।
14হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হব;
আমাকে উদ্ধার করো, তাহলে আমি উদ্ধার পাব,
কারণ আমি কেবলই তোমার প্রশংসা করি।
15লোকেরা নিন্দা করে আমাকে বলতে থাকে,
“সদাপ্রভুর বাক্য কোথায়?
তা এখনই পূর্ণ হোক!”
16তোমার প্রজাদের পালকের দায়িত্ব ছেড়ে আমি পালিয়ে যাইনি;
তুমি জানো, আমি এই হতাশার দিন দেখতে চাইনি।
আমার মুখ দিয়ে যে কথা বের হয়, তা তোমার কাছে প্রকাশ্য আছে।
17আমার কাছে আতঙ্কস্বরূপ হোয়ো না,
বিপর্যয়ের দিনে তুমিই আমার আশ্রয়স্থান।
18আমার নিপীড়নকারীদের তুমি লজ্জায় ফেলো,
কিন্তু আমাকে লজ্জিত হওয়া থেকে রক্ষা করো।
তাদের আতঙ্কিত করো,
কিন্তু আমার আতঙ্ক দূরে করো।
তাদের উপরে বিপর্যয়ের দিন নিয়ে এসো;
দ্বিগুণ বিনাশ দ্বারা তাদের ধ্বংস করো।
সাব্বাথ-দিন#17:19 অর্থাৎ, বিশ্রামবার পবিত্ররূপে পালন
19সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “যিহূদার রাজারা যে ফটক দিয়ে ভিতরে আসে ও বাইরে যায়, তুমি জনসাধারণের সেই দুয়ারে গিয়ে দাঁড়াও; আবার জেরুশালেমের অন্য সব ফটকেও গিয়ে দাঁড়াও। 20তাদের বলো, ‘হে যিহূদার রাজগণ ও যিহূদার সব লোক এবং জেরুশালেমে বসবাসকারী প্রত্যেকে যারা এসব ফটক দিয়ে প্রবেশ করো, তোমরা সদাপ্রভুর এই কথা শোনো। 21সদাপ্রভু এই কথা বলেন: তোমরা সাবধান হও, সাব্বাথ-দিনে তোমরা কোনো বোঝা বইবে না, অথবা জেরুশালেমের ফটকগুলি দিয়ে কোনো বোঝা ভিতরে আনবে না। 22তোমাদের ঘরের বাইরে কোনো বোঝা আনবে না, কিংবা সাব্বাথ-দিনে তোমরা কোনো কাজ করবে না, কিন্তু সাব্বাথ-দিন পবিত্ররূপে পালন করবে, যেমন আমি তোমাদের পূর্বপুরুষদের আদেশ দিয়েছিলাম। 23তারা কিন্তু শোনেনি এবং কোনো মনোযোগও দেয়নি। তারা ছিল একগুঁয়ে#17:23 হিব্রু: শক্তগ্রীব (জেদি) এবং আমার কথা শুনতে চায়নি বা আমার শাসনে সাড়া দেয়নি। 24কিন্তু তোমরা যদি যত্নের সঙ্গে আমার আদেশ পালন করো, সদাপ্রভু এই কথা বলেন, আর তোমরা সাব্বাথ-দিনে এই নগরের ফটকগুলি দিয়ে কোনো বোঝা ভিতরে না নিয়ে এসো এবং কোনো কাজ না করে সাব্বাথ-দিনকে পবিত্র বলে মান্য করো, 25তাহলে রাজারা, যারা দাউদের সিংহাসনে বসে, তারা তাদের কর্মচারীদের সঙ্গে এই নগরের ফটকগুলি দিয়ে প্রবেশ করবে। তারা ও তাদের কর্মচারীরা ঘোড়ায় ও রথ চড়ে আসবে। তারা যিহূদার লোকদের ও জেরুশালেমে বসবাসকারী লোকদের সঙ্গে আসবে এবং এই নগরে চিরকালের জন্য লোকেদের বসবাস থাকবে। 26লোকেরা যিহূদার বিভিন্ন নগর থেকে ও জেরুশালেমের নিকটবর্তী গ্রামগুলি থেকে আসবে, বিন্যামীনের এলাকা ও পশ্চিমাঞ্চলের ছোটো ছোটো পাহাড়তলি থেকে, পার্বত্য অঞ্চল ও নেগেভ থেকে আসবে এবং সদাপ্রভুর গৃহে হোমবলি ও বিভিন্ন বলিদান, শস্য-নৈবেদ্য, ধূপ ও ধন্যবাদ-দানের বলি নিয়ে আসবে। 27কিন্তু সাব্বাথ-দিন যদি তোমরা পবিত্র না রাখো এবং সাব্বাথ-দিনে জেরুশালেমের ফটকগুলি দিয়ে বোঝা বহন করে ভিতরে নিয়ে এসে আমার আদেশ পালন না করো, তাহলে জেরুশালেমের ফটকগুলিতে আমি এমন আগুন জ্বালিয়ে দেব, যা নিভানো যাবে না। সেই আগুন তার দুর্গগুলিকে গ্রাস করবে।’ ”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in