YouVersion Logo
Search Icon

যিরমিয় 13

13
মসিনার কোমরবন্ধ
1সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “তুমি যাও, গিয়ে মসিনার#13:1 এক ধরনের শণ বা তাঁতের কাপড়, যা ঘাম শুষে নেয়। একটি কোমরবন্ধ ক্রয় করো এবং তোমার কোমরে তা জড়াও, কিন্তু সেটি জলে ভেজাবে না।” 2তাই আমি সদাপ্রভুর আদেশ অনুসারে একটি কোমরবন্ধ কিনলাম ও আমার কোমরে জড়িয়ে নিলাম।
3তারপর, সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার আমার কাছে উপস্থিত হল: 4“যে কোমরবন্ধ কিনে তুমি কোমরে জড়িয়েছ, তা নিয়ে তুমি ইউফ্রেটিস#13:4 হিব্রু: ফরাৎ নদী। নদীর কাছে যাও এবং সেখানে কোনো পাথরের ফাটলে তুমি তা লুকিয়ে রাখো।” 5অতএব, সদাপ্রভুর কথামতো আমি ইউফ্রেটিস নদীর কাছে গিয়ে সেটি লুকিয়ে রাখলাম।
6অনেক দিন পরে সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এখনই ইউফ্রেটিস নদীর কাছে যাও, আর যে কোমরবন্ধটি আমি তোমাকে সেখানে লুকিয়ে রাখতে বলেছিলাম, সেটি নিয়ে এসো।” 7তাই আমি ইউফ্রেটিস নদীর তীরে গেলাম এবং কোমরবন্ধটি যেখানে লুকিয়ে রেখেছিলাম, সেখান থেকে মাটি খুঁড়ে তা বের করলাম। কিন্তু সেটি তখন নষ্ট ও সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল।
8তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল: 9“সদাপ্রভু এই কথা বলেন, ‘এভাবেই আমি যিহূদার অহংকার ও জেরুশালেমের মহা অহংকার চূর্ণ করব। 10এই দুষ্ট প্রজারা, যারা আমার কথা শুনতে চায় না, যারা নিজেদের অন্তরের একগুঁয়েমি অনুযায়ী চলে এবং অন্যান্য দেবদেবীর অনুসারী হয়ে তাদের উপাসনা করে, তারা এই কোমরবন্ধের মতো, সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য হবে! 11কারণ যেভাবে কোনো কোমরবন্ধ মানুষের কোমরে জড়ানো হয়, তেমনই আমি ইস্রায়েলের সমস্ত কুল ও যিহূদার সমস্ত কুলের লোকদের জড়িয়ে রেখেছিলাম, যেন তারা আমার প্রজা হয়ে আমার সুনাম, প্রশংসা ও সমাদর করে, কিন্তু তারা শোনেনি,’ সদাপ্রভু এই কথা বলেন।
সুরাধার
12“তুমি গিয়ে তাদের বলো, ‘সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, প্রতিটি সুরাধার আঙুররসে পূর্ণ করা হবে।’ আর তারা যদি তোমাকে বলে, ‘আমরা কি জানি না যে, প্রতিটি সুরাধার আঙুররসে পূর্ণ করা হবে?’ 13তাহলে তাদের বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন, যারা এই দেশে বসবাস করে, তাদের প্রত্যেকজনকে আমি মাতলামিতে পূর্ণ করব। এদের মধ্যে থাকবে দাউদের সিংহাসনে উপবিষ্ট রাজারা, যাজকেরা, ভাববাদীরা এবং জেরুশালেমে বসবাসকারী সব মানুষ। 14আমি তাদেরকে পরস্পরের বিরুদ্ধে চূর্ণবিচূর্ণ করব, এমনকি, পিতা-পুত্র নির্বিশেষে চূর্ণ করব, সদাপ্রভু এই কথা বলেন। তাদের যেন ধ্বংস না করি, এজন্য আমি কোনো দয়া বা করুণা বা মমতাবোধকে মনে স্থান দেব না।’ ”
বন্দিত্বের ভীতিপ্রদর্শন
15তোমরা শোনো ও মনোযোগ দাও,
উদ্ধত হোয়ো না,
কারণ সদাপ্রভু কথা বলেছেন।
16তোমাদের উপরে তিনি অন্ধকার নিয়ে আসার পূর্বে,
অন্ধকারময় পর্বতমালায়
তোমাদের চরণ স্খলিত হওয়ার পূর্বে,
তোমরা তোমাদের ঈশ্বর, সদাপ্রভুকে মহিমা অর্পণ করো।
তোমরা আলোর আশা করেছিলে,
কিন্তু তিনি তা গাঢ় অন্ধকারে পরিণত করবেন,
ঘোর অন্ধকারে তা বদলে দেবেন।
17কিন্তু তোমরা যদি না শোনো,
তোমাদের গর্বের কারণে
আমি গোপনে কাঁদতে থাকব;
আমার চোখদুটি তীব্র অশ্রুপাত করবে,
চোখের জল উপচে পড়বে সেখান থেকে,
কারণ সদাপ্রভুর লোকেরা#13:17 হিব্রু: পাল। বন্দি হবে।
18রাজাকে ও রাজমাতাকে বলো,
“আপনারা সিংহাসন থেকে নেমে আসুন,
কারণ আপনাদের মহিমার মুকুট
খসে পড়বে আপনাদের মাথা থেকে।”
19নেগেভের নগর-দুয়ারগুলি বন্ধ হয়ে যাবে,
সেগুলি খোলার জন্য কেউ সেখানে থাকবে না।
সমস্ত যিহূদাকে নির্বাসিত করা হবে,
সম্পূর্ণভাবে সবাইকে নিয়ে যাওয়া হবে।
20চোখ তোলো এবং দেখো
যারা উত্তর দিক থেকে আসছে।
সেই মেষপাল কোথায়, যার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল,
যে মেষের জন্য তুমি গর্ববোধ করতে?
21যাদের সঙ্গে তুমি বিশেষ মিত্রতা গড়ে তুলেছিলে,
তাদের যখন সদাপ্রভু তোমার উপরে বসাবেন, তখন তুমি কী বলবে?
প্রসববেদনাগ্রস্ত স্ত্রীর মতো
তুমিও কি যন্ত্রণাগ্রস্ত হবে না?
22আর যদি তুমি মনে মনে প্রশ্ন করো,
“আমার প্রতি এসব কেন ঘটেছে?”
এর উত্তর হল, তোমার বহু পাপের জন্য
তোমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে
এবং তোমার শরীরের উপরে অত্যাচার করা হয়েছে।
23কূশ#13:23 ইথিয়োপিয়া—সম্ভবত নীলনদের উত্তরাঞ্চলের কোনো মানুষ। দেশের লোক কি তার চামড়ার রং
কিংবা চিতাবাঘ কি তার শরীরের ছোপ বদলাতে পারে?
তোমরাও তেমনই ভালো কিছু করতে পারো না,
কারণ মন্দ কাজ করায় তোমরা অভ্যস্ত হয়েছ।
24“মরুভূমির বাতাসে উড়ে যাওয়া তুষের মতো
আমি তোমার লোকদের ছড়িয়ে ফেলব।
25এই তোমার নির্দিষ্ট পাওনা,
তোমার জন্য আমার দেওয়া নিরূপিত অংশ,” সদাপ্রভু এই কথা বলেন,
“কারণ তুমি আমাকে ভুলে গিয়েছ
এবং ভ্রান্ত দেবদেবীকে বিশ্বাস করেছ।
26আমি তোমার পরনের কাপড় মুখের উপরে তুলে দেব,
যেন তোমার লজ্জা দেখতে পাওয়া যায়,
27তা হল তোমার ব্যভিচার ও কামনাপূর্ণ আহ্বান,
তোমার নির্লজ্জ গণিকাবৃত্তি!
পাহাড়ে পাহাড়ে ও মাঠে মাঠে
আমি তোমার ঘৃণ্য কাজগুলি দেখেছি।
ধিক্ তোমাকে, জেরুশালেম!
তুমি আর কত কাল অশুচি থাকবে?”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 13