যিরমিয় 12
12
যিরমিয়ের অভিযোগ
1হে সদাপ্রভু, আমি যখন তোমার সামনে কোনো অভিযোগ নিয়ে আসি,
তুমি সবসময়ই নির্দোষ প্রতিপন্ন হও।
তবুও আমি তোমার ন্যায়বিচার সম্পর্কে কথা বলতে চাই:
দুষ্ট লোকদের পথ কেন সমৃদ্ধ হয়?
বিশ্বাসহীন সব লোক কেন স্বচ্ছন্দে জীবনযাপন করে?
2তুমি তাদের রোপণ করেছ, তাদের শিকড় ধরেছ,
তারা বৃদ্ধি পেয়ে ফল উৎপন্ন করে।
তুমি সবসময় তাদের ওষ্ঠাধরে থাকো,
কিন্তু তাদের অন্তর তোমার থেকে অনেক দূরে থাকে।
3তবুও, হে সদাপ্রভু, তুমি তো আমাকে জানো;
তুমি আমাকে দেখে থাকো এবং তোমার সম্পর্কে আমার চিন্তাধারা পরীক্ষা করে থাকো।
মেষের মতো নিহত হওয়ার জন্য তুমি ওদের টেনে নাও!
হত্যার দিনের জন্য তুমি তাদের পৃথক করে রাখো!
4এই দেশ কত দিন শোক করবে
এবং মাঠের প্রতিটি তৃণ শুকনো হবে?
কারণ এই দেশে বসবাসকারীরা দুষ্ট,
পশুরা ও সব পাখি ধ্বংস হয়েছে।
এছাড়া, লোকেরা বলছে,
“আমাদের প্রতি কী ঘটছে, তা তিনি দেখবেন না।”
ঈশ্বরের উত্তরদান
5“যদি তুমি মানুষের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নাও,
আর তারা তোমাকে ক্লান্ত করে দেয়,
তাহলে অশ্বদের সঙ্গে তুমি কীভাবে দৌড়াতে পারবে?
তুমি যদি নিরাপদ ভূমিতে হোঁচট খাও,#12:5 বা, যদি তুমি নিরাপদ স্থানে তোমার আস্থা রেখে থাকো।
তাহলে জর্ডন নদীর তীরে, জঙ্গলে#12:5 বা, জর্ডন নদীর জল প্লাবিত হলে। কী করবে?
6তোমার ভাইয়েরা, তোমার নিজের পরিবার,
এমনকি, তারাও তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে;
তারা তোমার বিরুদ্ধে এক তীব্র শোরগোল তুলেছে।
তুমি তাদের বিশ্বাস কোরো না,
যদিও তারা তোমার সম্পর্কে ভালো ভালো কথা বলে।
7“আমি আমার গৃহ ত্যাগ করব,
আমার উত্তরাধিকার ছেড়ে চলে যাব;
আমার ভালোবাসার পাত্রীকে
আমি শত্রুদের হাতে তুলে দেব।
8আমার উত্তরাধিকার আমার কাছে
জঙ্গলের এক সিংহের মতো হয়েছে।
সে আমার প্রতি গর্জন করে;
সেই কারণে, আমি তাকে ঘৃণা করি।
9আমার উত্তরাধিকার কি আমার কাছে
এক বিচিত্র রংয়ের শিকারি পাখির মতো হয়নি
যেন অন্যান্য শিকারি পাখিরা এসে তার চারপাশে জড়ো হয় ও আক্রমণ করে?
যাও, গিয়ে সব বন্যপশুকে একত্র করো;
গ্রাস করার জন্য তাদের নিয়ে এসো।
10বহু পালরক্ষক আমার দ্রাক্ষাকুঞ্জকে ধ্বংস করবে,
তারা আমার মাঠ পদদলিত করবে;
তারা আমার মনোরম ক্ষেত্রকে
জনশূন্য পরিত্যক্ত স্থানে পরিণত করবে।
11এ হবে এক পরিত্যক্ত স্থান,
আমার চোখের সামনে হবে শুকনো ও নির্জন;
সমস্ত দেশই পড়ে থাকবে পরিত্যক্ত হয়ে,
কারণ তা তত্ত্বাবধান করার জন্য কেউই নেই।
12মরুপ্রান্তরে বৃক্ষহীন উঁচু ভুমিগুলির উপরে,
ধ্বংসকারী সৈন্যেরা গিজগিজ করবে,
কারণ দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত
সদাপ্রভুর তরোয়াল সবাইকে গ্রাস করবে;
নিরাপদ কেউই থাকবে না।
13তারা গম রোপণ করবে কিন্তু কাটবে কাঁটাগাছ,
তারা কঠোর পরিশ্রম করবে কিন্তু লাভ হবে না কিছুই।
তাই, সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধের কারণে
তোমাদের ফসল কাটার লজ্জা বহন করো।”
14সদাপ্রভু এই কথা বলেন: “আমার প্রজা ইস্রায়েলকে আমি অধিকাররূপে যে দেশ দিয়েছি, আমার দুষ্ট প্রতিবেশীরা তা অবরুদ্ধ করেছে। তাদের ভূমি থেকে আমি সেই শত্রুদের উৎখাত করব এবং তার মধ্য থেকে যিহূদা কুলের লোকদেরও আমি উৎপাটন করব। 15কিন্তু উৎপাটন করার পর, আমি ফিরে তাদের প্রতি মমতা করব, আর তাদের প্রত্যেকজনকে তাদের স্বদেশে, নিজস্ব অধিকারে ফিরিয়ে আনব। 16তারা যদি ভালোভাবে আমার প্রজাদের জীবনাচরণ শেখে এবং আমার নামে এই কথা বলে শপথ করে, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’ যেভাবে একদিন তারা বায়াল-দেবতার নামে আমার প্রজাদের শপথ করতে শিখিয়েছিল, তাহলে তখন তারা আমার প্রজাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। 17কিন্তু কোনো জাতি যদি তা না শেখে, আমি তাদের সম্পূর্ণরূপে উৎপাটন করে তাদের ধ্বংস করব,” সদাপ্রভু এই কথা বলেন।
Currently Selected:
যিরমিয় 12: BCV
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.