YouVersion Logo
Search Icon

হবক্‌কূক 3

3
হবক্‌কূকের প্রার্থনা
1ভাববাদী হবক্‌কূকের প্রার্থনা। স্বর, শিগিয়োনোৎ#3:1 একটি সংগীত বিষয়ক
2হে সদাপ্রভু, আমি তোমার খ্যাতি শুনেছি;
আমি তোমার আশ্চর্য কাজে সম্ভ্রমে দাঁড়িয়ে আছি, হে সদাপ্রভু।
আমাদের দিনে এই সবের পুনরাবৃত্তি করো,
আমাদের সময়ে তা প্রকাশিত করো;
তোমার ক্রোধে করুণা স্মরণ করো।
3ঈশ্বর তৈমন থেকে এসেছেন,
পবিত্রতম এসেছেন পারণ পর্বত থেকে।
স্বর্গ তার মহিমায় আচ্ছাদিত
আর পৃথিবী তার প্রশংসায় পরিপূর্ণ।
4তাঁর প্রভা সূর্যোদয়ের মতো;
তাঁর হাত থেকে আলোকরশ্মি নির্গত হয়,
যেখানে তাঁর শক্তি লুকিয়ে ছিল।
5মহামারি তাঁর সামনে গেল;
সংক্রামক ব্যাধি তার পথ অনুসরণ করল।
6তিনি দাঁড়ালেন এবং পৃথিবী নাড়িয়ে দিলেন;
তিনি দৃষ্টিপাত করলেন এবং সমগ্র জাতিদের কাঁপিয়ে দিলেন।
তিনি প্রাচীন পর্বতসকল ভেঙে গুঁড়িয়ে দেন
এবং পুরাতন পাহাড় ধ্বংস করেন;
কিন্তু তিনি অনন্তকালস্থায়ী।
7আমি দেখলাম কুশানের তাঁবুসকল দৈন্য,
মিদিয়নের ঘরবাড়ি দুর্দশায় পূর্ণ।
8হে সদাপ্রভু, তুমি কি নদনদীর প্রতি ক্রুদ্ধ ছিলে?
তোমার ক্রোধ কি জলধারার প্রতি?
তুমি কি সমুদ্রের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছ
যখন তুমি তোমার ঘোড়ায় চড়লে
এবং বিজয় রথে জয়লাভ করলে?
9তুমি নিজের ধনুক অনাবৃত করলে,
আর অনেক তির দাবি করলে।
তুমি নদীর দ্বারা পৃথিবী ভাগ করেছ;
10পর্বতমালা তোমাকে দেখল ও ভয়ে কাঁপল।
প্রচণ্ড জলরাশি প্রবাহিত হল;
গভীর সমুদ্র গর্জে উঠল
আর নিজের ঢেউ উত্তোলন করল।
11সূর্য ও চন্দ্র আকাশে স্থির হয়ে রইল
যখন তোমার উজ্জ্বল তির উড়ল,
এবং তোমার বজ্ররূপ বর্শা ঝলক দিল।
12ক্রোধে তুমি পৃথিবীতে অগ্রবর্তী হলে
এবং কোপে তুমি জাতিগণকে মাড়িয়ে দিলে।
13তুমি তোমার প্রজাগণের উদ্ধারের জন্য বাইরে গেলে,
তোমার অভিষিক্ত-জনের উদ্ধারের জন্য।
তুমি দুষ্টদেশের রাজাকে ধ্বংস করলে,
তার মাথা থেকে পা পর্যন্ত তাকে অনাবৃত করলে।
14তুমি তার বর্শা দিয়ে তার নিজের মাথা বিদ্ধ করলে
যখন তার যোদ্ধারা আমাদের ছিন্নভিন্ন করতে ঘূর্ণিবায়ুর মতো আক্রমণ করেছিল,
গ্রাস করার অপেক্ষায় উল্লসিত ছিল
হতভাগ্য যারা লুকিয়ে ছিল।
15তোমার ঘোড়াদের দিয়ে তুমি সমুদ্র মাড়িয়ে গেলে,
আর মহা জলরাশিকে তোলপাড় করলে।
16আমি শুনলাম এবং আমার হৃদয় কাঁপল,
শব্দ শুনে আমার ঠোঁট কাঁপল;
আমার শরীরের হাড়গুলি ক্ষয় হতে শুরু করল,
এবং আমার পা কাঁপতে লাগল।
তবুও আমি সেই বিপত্তির দিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব
যেদিন বিপত্তি আমাদের আক্রমণকারী জাতির উপরে নেমে আসবে।
17যদিও ডুমুর গাছে কুঁড়ি ধরবে না
এবং আঙুর লতায় কোনো আঙুর ধরবে না,
যদিও জলপাই গাছ ফলহীন হবে
এবং ক্ষেতে খাবারের জন্য শস্য ধরবে না,
যদিও মেষের খোঁয়াড়ে কোনো মেষ থাকবে না
এবং গোয়ালঘরে গবাদি পশুরা থাকবে না,
18তবুও আমি সদাপ্রভুতে আনন্দ করব,
আমার ঈশ্বর উদ্ধারকর্তায় উল্লসিত হব।
19সার্বভৌম সদাপ্রভুই আমার শক্তি;
তিনি আমার পা হরিণীর পায়ের মতো করেন,
তিনি আমাকে উচ্চ স্থানে চলতে ক্ষমতা দেন।
প্রধান বাদকের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হবক্‌কূক 3