YouVersion Logo
Search Icon

হবক্‌কূক 2

2
1আমি নিজের নজর-ঘাঁটিতে দাঁড়াব
এবং দুর্গের উপর অবস্থান করব;
সেখানে অপেক্ষা করে দেখব যে সদাপ্রভু আমাকে কী বলছেন,
এবং আমি কীভাবে এই নালিশের উত্তর দেব।
সদাপ্রভুর উত্তর
2তখন সদাপ্রভু উত্তর দিলেন:
“এই দর্শন লেখো
স্পষ্ট করে ফলকের উপর লেখো
যাতে একজন দৌড়বাজ#2:2 অথবা যেন যে কেউ এটা পড়বে অন্যদের কাছে সঠিক বার্তা বহন করতে পারে।
3কারণ এই দর্শন নির্ধারিত সময়ের অপেক্ষায় রয়েছে;
এটা শেষ সময়ের কথা বলে
এবং মিথ্যা প্রমাণিত হবে না।
এটা ঘটতে দেরি হলেও, অপেক্ষা করো;
নিশ্চয়ই এটা#2:3 অথবা সে দেরি করলেও, তার জন্য অপেক্ষা করো; সে ঘটবে
এবং দেরি হবে না।
4“দেখো, শত্রু অহংকারে ফুলে উঠেছে;
তার ইচ্ছাসকল ন্যায্য নয়,
কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে,
5প্রকৃতপক্ষে, সুরা তাকে প্রতারণা করে;
সে দাম্ভিক এবং কখনও বিশ্রাম করে না।
কারণ পাতালের মতো সে লোভী
এবং মৃত্যুর মতো কখনোই সন্তুষ্ট হয় না,
সমগ্র জাতিগণদের সে নিজের কাছে একত্রিত করে
এবং সকলকে বন্দি করে।
6“কিন্তু তাদের সকলে কি তাকে বিদ্রুপ ও অবজ্ঞার সঙ্গে, এই বলে, উপহাস করবে না,
“ ‘ধিক্ তাকে, যে চুরি করা সম্পত্তি জমিয়ে রাখে
এবং জোর করে আদায় করে নিজেকে ধনী করে!
এইভাবে আর কত দিন চলবে?’
7তোমার পাওনাদাররা কি হঠাৎ তোমার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠবে না?
তারা কি সজাগ হয়ে তোমাকে ভীত করবে না?
তখন তোমরা ওদের শিকার হবে।
8যেহেতু তোমরা বহু জাতিগণদের লুট করেছ,
তাই অবশিষ্ট ব্যক্তিরা তোমাদের লুট করবে।
কারণ তোমরা মানুষের রক্তপাত করেছ;
তোমরা দেশ, নগর এবং তার সমস্ত মানুষদের ধ্বংস করেছ।
9“ধিক্ তাকে, যে দুষ্কর্মের লাভে নিজের ঘর তৈরি করে,
বিপর্যয়ের কবল থেকে বাঁচবার জন্য
উঁচু স্থানে বসতি স্থাপন করে!
10তুমি বহু জাতির পতনের পরিকল্পনা করেছ,
নিজের ঘরকে লজ্জিত এবং নিজের জীবন নষ্ট করেছ।
11প্রাচীরের পাথরগুলি কেঁদে উঠবে,
এবং ছাদের কড়িকাঠ তা প্রতিধ্বনিত করবে।
12“ধিক্ তাকে, যে রক্তপাতের মাধ্যমে নগর নির্মাণ করে,
আর দুষ্কর্মের সাথে নগর স্থাপন করে!
13সর্বশক্তিমান সদাপ্রভু কি নির্ধারণ করেননি
যে জাতিগণের পরিশ্রম আগুনের কেবল ইন্ধনমাত্র,
এবং তারা এত পরিশ্রম করে কিন্তু সবকিছুই ব্যর্থ হয়!
14কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন,
পৃথিবী তেমনই সদাপ্রভুর মহিমার জ্ঞানে পরিপূর্ণ হবে।
15“ধিক্ তাকে, যে তার প্রতিবেশীদের সুরা পান করায়,
সুরাপাত্র থেকে ঢেলে যায় যতক্ষণ না পর্যন্ত তারা মত্ত হয়ে ওঠে,
যেন সে তাদের নগ্ন শরীরের প্রতি দৃষ্টি দিয়ে উপভোগ করতে পারে!
16মহিমাতে নয় তুমি লজ্জায় পরিপূর্ণ হবে।
এখন তোমার পালা! সুরা পান করো এবং তোমার নগ্নতা প্রকাশ পাক।
সদাপ্রভুর বিচারের পানপাত্র থেকে পান করো
এবং তোমার সব গৌরব লাঞ্ছনায় রূপান্তরিত হবে।
17লেবাননের প্রতি তুমি যা অত্যাচার করেছ তা তোমাকে অভিভূত করবে,
তুমি বন্যপশুদের ধ্বংস করেছ, আর তাদের আতঙ্ক তোমার হবে।
কারণ তুমি মানুষের রক্তপাত করেছ;
তোমরা দেশ, নগর এবং তার সমস্ত মানুষদের ধ্বংস করেছ।
18“কারিগরের তৈরি খোদিত মূর্তির কি মূল্য?
অথবা এক প্রতিমূর্তি যে মিথ্যা শেখায়?
কারণ যে সেটা বানায় সে নিজের সৃষ্টিতেই আস্থা রাখে;
সে মূর্তি নির্মাণ করে যা কথা বলতে পারে না।
19ধিক্ তাকে, যে কাঠকে বলে, ‘জীবিত হও!’
আর নির্জীব পাথরকে বলে ‘ওঠো!’
সেটা কি পথ দেখাতে পারে?
এটা সোনা ও রুপো দিয়ে আবৃত;
এর মধ্যে কোনো শ্বাস নেই।”
20কিন্তু সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন;
সমস্ত পৃথিবী তাঁর সামনে নীরব থাকুক।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in