YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 6

6
গ্রন্থ উন্মোচন
1এর পরে আমি মেষশাবককে সাতটি সীলমোহরের একটি খুলতে দেখলাম এবং শুনলাম সেই প্রাণীচতুষ্টয়ের একজন বজ্রকণ্ঠে বলছেন, ‘এস’। 2তখন দেখলাম, একটি শ্বেত অশ্ব, তার পৃষ্ঠে উপবিষ্ট ধনুর্ধারী এক ব্যক্তি। তাকে একটি মুকুট দেওয়অ হল। সে বিজয়ীর মত জয়যাত্রায় বেরিয়ে গেল।#সখ 6:1-3; প্রকা 14:14
3তিনি যখন দ্বিতীয় সীলমোহর খুললেন তখন আমি দ্বিতীয় প্রাণীকে বলতে শুনলাম, ‘এস’। 4তখন আর একটি অশ্ব বেরিয়ে এল, এটির বর্ণ লাল। এর আরোহীকে পৃথিবী থেকে শান্তি হরণ করার ও মানব সন্তানদের মধ্যে পরস্পরকে হত্যা করার প্ররোচনা দেওয়অর ক্ষমতা দেওয়া হল, বিরাট এক তরবারিও তাকে দেওয়অ হল।#সখ 1:8; 6:3; মথি 24:6
5এর পরে তিনি তৃতীয় সীলমোহর কুললেন, আর আমি শুনলাম তৃতীয় প্রামী বললেন, ‘এস’। আমি তখন দেখলাম একটি কৃষ্ণকায় অশ্ব বেরিয়ে এল। তার আরোহীর হাতে রয়েছে একটি তুলাদণ্ড। 6তখন আমি সেই প্রাণীচতুষ্টয়ের মধ্যে থেকে এই বাণী সুনতে পেলাম: এক সের গমের দাম এক দীনার, এবং তিন সের যবের দাম এক দীনার। কিন্তু তুমি তেল ও দ্রাক্ষারসের কোন ক্ষতি করো না।
7তিনি যখন চতুর্থ সীলমোহরর খুললেন তখন আমি চতুর্থ প্রাণীকে বলতে শুনলাম, ‘এস’। 8চেয়ে দেখলাম, পাণ্ডুরবর্ণ একটি অশ্ব, তার আরোহীর নাম ‘মৃত্যু’। পাতাল তাকে আনুসরণ করছিল। পৃথিবীর এক চতুর্থাংশের উপরে তাদের কর্তৃত্ব দেওয়া হল যেন যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী এবং পৃথিবীর বন্য জন্তুদের দ্বারা তারা লোকক্ষয় করতে পারে।#সখ 6:3; যির 15:3; যিহি 5:12; 14:21; 28:9; 33:27; 34:28
9তিনি পঞ্চম সীলমোহর খুললেন। আমি দেখলাম, যাঁরা ঈশ্বরের বাণী প্রচার ও সাক্ষ্যদানের জন্য নিহত হয়েছিলেন তাঁদের আত্মা বেদীর নীচে রেয়েছে।#প্রকা 1:2; 8:5; 14:18; 16:7; 20:4 10তাঁরা উচ্চকণ্ঠে চীৎকার করে বললেন, “হে পবিত্র, সত্য সর্বাধিপতি, আর কত কাল পরে তুমি বিচার করবে? কবে আমাদের রক্তপাতের প্রতিফল দেবে পৃথিবীনিবাসীদের?”#গীত 79:10; 94:3; আদি 4:10; দ্বি.বি. 32:43; ২ রাজা 9:7; সখ 1:12 11তখন তাঁদের প্রত্যেককে শুভ্রবসন দেওয়া হল। বলা হল, তাঁদের যে সহকর্মী ও ভ্রাতারা তাঁদের মতই নিহত হবেন, তাঁদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁরা যেন আর কিছুকাল বিশ্রাম করেন।#প্রকা 3:4-5; 7:9; মথি 23:32; হিব্রু 11:37-40
12এর পরে আমি দেখলাম, তিনি যখন ষষ্ঠ সীলমোহর খুললেন তখন মহাভূমিকম্প হল। সূর্য কালো কম্বলের মত এবং পূর্ণচন্দ্র রক্তের মত হয়ে গেল।#যিশা 13:10; 50:3; যিহি 32:7-8; যোয়েল 2:30-31; মথি 24:29; লুক 21:25 13প্রচণ্ড ঝড়ে আন্দোলিত ডুমুর গাছের কাঁচা ফল যেমন ঝরে পড়ে তেমনি আকাশের নক্ষত্ররাজি পৃথিবীতে পতিত হল।#যিশা 34:4; 13:10 14গোটানো পাণ্ডুলিপির মত আকাশমণ্ডল হল অপসৃত। প্রত্যেকটি পর্বত ও দ্বীপ হল স্থানচ্যুত।#যিশা 55:10; প্রকা 16:20; 20:11 15পৃথিবীরর নৃপতিবৃন্দ, অভিজাতকুল, সেনানায়ক, ধনী, বীর, দাস ও স্বাধীন নির্বিশেষে সকলেই গুহায় ও পাহাড়ের আড়ালে লুকাল।#গীত 48:4-6; 2:2; যিশা 24:21; 34:12; 2:10,19-21; যির 4:29 16তারা পর্বত গিরিশ্রেণীকে ডেকে বলতে লাগল, ‘তোমরা আমাদের উপরে চেপে পড়, যিনি সিংহাসনে আসীন তাঁর সম্মুখ থেকে এবং মেষশাবকের রোষ থেকে আমাদের লুকিযে রাখ।#হোশেয় 10:8; লুক 23:30 17আজ তাঁদের ক্রোধের মহাদিন উপস্থিত। এই দিনে কে অবিচল থাকতে পারে?#যোয়েল 2:11-31; ইষ্রা 9:15; সফ 1:14-18; গীত 76:7; মালা 3:2; রোমীয় 2:5; লুক 21:36

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in