YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 5

5
মুদ্রাঙ্কিত গ্রন্থ
1আমি দেখলাম সিংহাসনে উপবিষ্ট পুরুষের ডান হাতে একটি গ্রন্থ রয়েছে, তার ভিতরে ও বাইরে দুদিকেই লেখা সাতটি মোহর দিয়ে সীল করা।#যিশা 29:11; যিহি 2:9-10; দানি 12:4; প্রকা 4:2 2দেখলাম, এক মহাপরাক্রান্ত স্বর্গদূত উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, “সীলমোহর ভেঙ্গে এই গ্রন্থ খোলার যোগ্যতা কার আছে?” — 3কিন্তু স্বর্গে, মর্ত্যে বা পাতালে এমন কাউকে পাওয়া গেলে না যার ঐ গ্রন্থ খোলার ও তাতে কি লেখা আছে তা পড়ার যোগ্যতা আছে। 4গ্রন্থটি খোলার এবং পড়ার মত যোগ্য কাউকে পাওয়া গেল না বলে আমি কাঁদতে লাগলাম। 5তখন প্রবীণদের একজন আমাকে বললেন, কেঁদো না, দেখ, যিনি ‘যিহুদা-কেশরী’ ও ‘দাউদকুলতিলক’ তিনি জয়ী হয়েছেন। তিনিই সাতটি সীলমোহর ভেঙ্গে ঐ গ্রন্থ খুলে পাঠ করতে পারেন।#আদি 49:9; যিশা 11:1,10; রোমীয় 15:12; প্রকা 22:16 6তখন দেখলাম সিংহাসন ও চার প্রাণীর মধ্যবর্তী স্থানে প্রবীণদের মাঝে দাঁড়িয়ে আছেন এক মেষশাবক। দেখে মনে হল, তিনি নিহত হয়েছিলেন। তাঁর সাতটি শৃঙ্গ এবং সাতটি নেত্র। সেই নয়নসপ্তক সারা পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মা।#যিশা 53:7; সখ 4:10; যোহন 1:29-36; প্রকা 1:4; 3:1; 4:5; 7:17 7তিই গিয়ে সিংহাসনে উপবিষ্ট পুরুষের ডান হাত থেকে সেই গ্রন্থটি গ্রহণ করলেন। 8গ্রহণ করার পর সেই প্রাণীচতুষ্টয় এবং চব্বিশজন প্রবীণ ভূমিষ্ঠ হয়ে মেষশাবককে প্রণাম করলেন। তাঁদের প্রত্যেকের হাতে একটি বীণা ও সুগন্ধি ধূপে পূর্ণ একটি সোনার পাত্র ছিল। পুণ্যাত্মাদের প্রার্থনাই হল সেই ধূপ।#গীত 141:2; প্রকা 14:2; 15:2; 8:3-4 9তাঁরা একটি নূতন স্তোত্র গাইছিলেনঃ
“এই গ্রন্থ গ্রহণ ও তার মোহর ভাঙ্গার
যোগ্যতা তোমারই আছে,
কেননা নিহত হয়েছিলে তুমি।
নিজ শোণিতের বিনিময়ে তুমি
ঈশ্বরের জন্য অর্জন করেছসকল গোষ্ঠী, ভাষা,
সমাজ ও জাতির মানুষের মুক্তি।#গীত 33:3; 96:1; 144:9; প্রকা 14:3; 15:3
10আমাদের আরাধ্য ঈশ্বরের জন্য
তুমি তাদের নিয়ে গঠন করেছ এক রাজ্য,
এক যাজক-সমাজ
তারাই রাজত্ব করবে এই পৃথিবীতে।#যাত্রা 19:6; যিশা 61:6; প্রকা 1:6; 20:6; 22:5
11এর পরে আমি দেখলাম, সিংহাসন, প্রাণী চতুষ্টয় ও প্রবীণবৃন্দকে ঘিরে দাঁড়িয়ে আছেন সহস্র সহস্র, অযুত অযুত স্বর্গদূত। শুনতে পেলাম তাঁদের কণ্ঠস্বর।#১ রাজা 22:19; দানি 7:10 12তাঁরা উচ্চকণ্ঠে গাইছিলেনঃসেই নিহত মেষশাবকইক্ষমতা, ঐশ্বর্য, প্রজ্ঞা, পরাক্রমগৌরব, মহিমা ও প্রশস্তি গ্রহণের যোগ্য।”#১ বংশা 29:11; যিশা 53:7; ফিলি 2:8-10; প্রকা 4:11
13আরও শুনলাম, স্বর্গ মর্ত্য, পাতাল ও সমুদ্র গর্ভের সকল সৃষ্ট বস্তু স্তবে মুখর হয়েছেঃ “স্তুতি মহিমা, গৌরব ও পরাক্রমযুগে যুগে, কালে কালেসিংহাসনে আসীন ঈশ্বর এবংমেষশাবকের প্রতি নিবেদিত হোক।”#গীত 145:21; 150:6; 47:8; ফিলি 2:10
14তখন সেই প্রাণীচতুষ্টয় বললেন, আমেন। আর সেই প্রবীণেরা ভূমিষ্ঠ হয়ে আরাধনা করলেন।#প্রকা 4:10; 7:11-12; 19:4

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in