প্রকাশিত বাক্য 4
4
দিব্যদর্শনে স্বর্গ
1এরপর আমি তাকিয়ে দেখলাম স্বর্গের একটি উন্মুক্ত দ্বার এবং তূর্যনির্ঘোষের মত যে কণ্ঠস্বর ধ্বনিত হল, ‘এখানে উঠে এস, এর পরে যা ঘটবে তা আমি তোমাকে দেখাব।’#যাত্রা 19:16; দানি 2:29; প্রকা 1:10-19 2আমি তৎক্ষনাৎ পবিত্র আত্মায় আবিষ্ট হলাম। দেখলাম, স্বর্গে রয়েছে এক সিংহাসন, তার উপরে আসীন এক ব্যক্তি।#প্রকা 1:10; গীত 11:4; 47:8; 103:19; যিশা 6:1; 66:1; যিহি 1:26; 10:1; মথি 5:34; 23:22 3সিংহাসনে উপবেশনকারীর রূপ সূর্যকান্ত মণির মত, সার্দিসের মাণিক্যের মত। সিংহাসন ঘিরে রয়েছে এক মেঘধনু যার শোভা মরকত মণির মত।স্বর্গীয় উপাসনা#যিহি 1:26-28 4সেই সিংহাসনের চারদিকে রয়েছে আরও চব্বিশটি সিংহাসন। সেগুলিতে বসে আছেন চব্বিশজন প্রবীণ। তাঁদের পরণে শুভ্রবসন, মস্তকে সুবর্ণ কিরীট।#প্রকা 3:4-5; 4:10; 11:16 5সেই সিংহাসন থেকে নির্গত হচ্ছে বিদ্যুৎশিখা, ধ্বনিতরঙ্গ ও বজ্রনিনাদ। সিংহাসনের সম্মুখে জ্বলছে সাতটি দীপ্ত প্রদীপ, ঈশ্বরের সপ্ত আত্মা।#যাত্রা 19:16; সখ 4:2; প্রকা 8:5; 11:19; 16:18 6মনে হচ্ছিল, সিংহাসনের সামনে রয়েছে স্ফটিকের মত স্বচ্ছ এক কাচের সমুদ্র। সিংহাসন ঘিরে চারিদিকে বিদ্যমান চার প্রাণী। তাঁদের সম্মুখ ও পশ্চাদ্ভাগ চক্ষুতে পরিপূর্ণ।#যিশা 6:1; যিহি 1:5,22-26; 10:1,12 7প্রথম প্রাণী সিংহ সদৃশ, দ্বিতীয় প্রাণী বৃষ সদৃশ, তৃতীয় প্রাণী উড়ন্ত ঈগল পাখির মত।#যিহি 1:10; 10:14 8সেই প্রাণী চতুষ্টয়ের প্রত্যেকের ছয়টি পাখা। তাদের সর্বাঙ্গে, ভিতরে ও বাইরে রয়েছে অসংখ্য চক্ষু। দিবসরজনী অবিরাম তাঁরা উচ্চারণ করে চলেছেন, “পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি ছিলেন, তিনি আছেন এবং তাঁর আবির্ভাব আসন্ন।”#যিশা 6:2-3; যিহি 1:18; 10:12; প্রকা 1:4-8,11-17
9সেই প্রাণীরা যখনই সিংহাসনে আসীন চিরজীবী পুরুষের মহিমা ও গরিমা কীর্তন করছিলেন, তাঁর পর্শস্তি করছিলেন,#গীত 47:8; যিশা 6:1; দানি 4:34; 6:26; 12:7; প্রকা 4:4; 5:8-14 10তখনই সেই চব্বিশ জন প্রবীণ সিংহাসনে আসীন পুরুষের সম্মুখে ভূমিষ্ঠ হয়ে সনাতন পুরুষের পূজা করছিলেন। তাঁরা তাঁদের মুকুট সিংহাসনের সম্মুখে খুলে রেখে এই স্তব করছিলেনঃ
11হে আমাদের প্রভু, আমাদের আরাধ্য ঈশ্বর,
গৌরব, প্রশস্তি ও পরাক্রম তোমারই,
কেননা তুমিই সর্বলোকের স্রষ্টা
তোমারই ইচ্ছায় সকলের সৃষ্টি ও স্থিতি।#প্রকা 5:11; 10:6; 14:7; আদি 1:1; প্রেরিত 14:15
Currently Selected:
প্রকাশিত বাক্য 4: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.