গীতসংহিতা 71
71
এক বৃদ্ধ ভক্তের প্রার্থনা
1হে প্রভু পরমেশ্বর, আমি তোমারই শরণ নিয়েছি,
কখনও লজ্জিত হতে দিও না আমায়।
2তুমি যে ন্যায়পরায়ণ, তাই সাহায্য কর আমার নিবেদনে,
রক্ষা কর আমাকে।
3তুমি হও আমার শৈলস্বরূপ যেখানে সতত আমি নিতে পারি আশ্রয়,
পেতে পারি তোমারই নির্দেশিত পরিত্রাণ,
হে প্রভু, তুমিই আমার আশ্রয় শৈল, তুমিই দুর্গ আমার।
4হে আমার ঈশ্বর, উদ্ধার কর আমায় দুর্জনের কবল থেকে,
মুক্ত কর অধর্মাচারী নির্দয় লোকদের হাত থেকে।
5হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তুমিই আমার আশা,
শিশুকাল থেকে একমাত্র তুমিই ভরসা আমার।
6সারাটি জীবন আমি করেছি নির্ভর তোমারই উপর,
আমার জন্মলগ্ন থেকেই তুমি সুরক্ষা করেছ আমায়,
মাতৃগর্ভ থেকে তুমিই আমাকে করেছ নিষ্ক্রান্ত, তাই আমি নিয়ত তোমারই জয়গান গাই।
7বহুজনের কাছে আমি আজ এক নির্দশনস্বরূপ,
কারণ তুমি হয়েছ আমার সুদৃঢ় আশ্রয়।
8তোমারই গুণগানে সতত মুখর আমার ওষ্ঠাধর,
সারাদিন আমি ঘোষণা করি অপার মহিমা তোমার।
9আমি আজ বৃদ্ধ, আমাকে তুমি করো না পরিত্যাগ,
শক্তি আমার নিঃশেষিত আজ, করো না বর্জন আমায়।
10শত্রুদল আমার প্রাণনাশের চেষ্টায় তৎপর, তারা আমার বিরুদ্ধে সমালোচনা করে,
আমার প্রাণনাশ করতে চায় যারা তারা একযোগে করে চক্রান্ত।
11ওরা বলেছে: ঈশ্বর ওকে পরিত্যাগ করেছেন, চল, ওর পিছনে ধাওয়া করে ধরে ফেলি ওকে, ওকে রক্ষা করার কেউ নেই।
12হে ঈশ্বর, আমার কাছ থেকে দূরে থেক না তুমি,
হে আমার ঈশ্বর, সত্বর সাহায্য কর আমায়।
13পরাজিত হোক আমার আক্রমণকারীরা,
ধ্বংস হোক সমূলে,
আমার অনিষ্ট কামনা করে যারা,
আচ্ছন্ন হোক তারা নিন্দায় আপমানে।
14চিরকাল আমি তোমাতেই ভরসা রাখব,
হব আরও মুখর তোমারই বন্দনাগানে।
15আমার ওষ্ঠাধর ঘোষণা করবে তোমার মাহাত্ম্য,
সারাদিন আমি বলব তোমার পরিত্রাণ সাধনের কথা,
যদিও অগণিত তার সংখ্যা!
16হে আমার সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমি ঘোষণা করব তোমারই মহান কীর্তিরাজি,
শুধু তোমারই ধার্মিকতার কথা করব ঘোষণা।
17হে ঈশ্বর বাল্যকাল থেকেই তুমি শিক্ষাদান করেছ আমায়,
আজ পর্যন্ত আমি প্রচার করে চলেছি তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।
18আজ আমি শুভ্রকেশ, বৃদ্ধ হে ঈশ্বর,
আমাকে করো না পরিত্যাগ,
যতদিন না এই প্রজন্মের কাছে তোমার বাহুবল ও ভাবী বংশধরদের কাছে
তোমার মহাপরাক্রমের কথা ঘোষণা করি আমি।
19হে ঈশ্বর, গগনস্পর্শী তোমার ধার্মিকতা,
মহান কীর্তিরাজি সাধন করেছ তুমি,
হে ঈশ্বর, তোমার তুল্য আর কে আছে?
20হে ঈশ্বর, যদিও তুমি আমাকে করেছ বহু সঙ্কট ও দুর্দশার সম্মুখীন,
তবু তুমিই আবার আমায় করবে সঞ্জীবিত, করবে পুনরুত্থিত পাতাল থেকে।
21ভূষিত করবে আমায় মহত্তর মর্যাদায়
তুমিই আবার আমায় দেবে সান্ত্বনা।
22আমি আবার বীণা-যন্ত্রের ঝঙ্কারে করব তোমার স্তব,
হে আমার ঈশ্বর, আমি গাইব তোমার সত্যের জয়গান।
হে ইসরায়েলের পরমারাধ্য পবিত্রতম,
আমার বীণার তন্ত্রীতে আমি তুলব তোমার স্তবের সুরলহরী।
23তোমার উদ্দেশে যখন গাইব গান,
তখন আমার ওষ্ঠাধর, আমার সমগ্র সত্তা উল্লাসে হবে মুখর
কারণ তুমিই উদ্ধার করেছ আমায়।
24আমার রসনা সারাদিন বর্ণনা করবে তোমার ধার্মিকতার কথা
কারণ যারা আমার অনিষ্ট করতে চেয়েছিল তারা হয়েছে পরাজিত,
বিভ্রান্ত লজ্জায়।
Currently Selected:
গীতসংহিতা 71: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.