1
গীতসংহিতা 71:5
পবিএ বাইবেল CL Bible (BSI)
হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তুমিই আমার আশা, শিশুকাল থেকে একমাত্র তুমিই ভরসা আমার।
Compare
Explore গীতসংহিতা 71:5
2
গীতসংহিতা 71:3
তুমি হও আমার শৈলস্বরূপ যেখানে সতত আমি নিতে পারি আশ্রয়, পেতে পারি তোমারই নির্দেশিত পরিত্রাণ, হে প্রভু, তুমিই আমার আশ্রয় শৈল, তুমিই দুর্গ আমার।
Explore গীতসংহিতা 71:3
3
গীতসংহিতা 71:14
চিরকাল আমি তোমাতেই ভরসা রাখব, হব আরও মুখর তোমারই বন্দনাগানে।
Explore গীতসংহিতা 71:14
4
গীতসংহিতা 71:1
হে প্রভু পরমেশ্বর, আমি তোমারই শরণ নিয়েছি, কখনও লজ্জিত হতে দিও না আমায়।
Explore গীতসংহিতা 71:1
5
গীতসংহিতা 71:8
তোমারই গুণগানে সতত মুখর আমার ওষ্ঠাধর, সারাদিন আমি ঘোষণা করি অপার মহিমা তোমার।
Explore গীতসংহিতা 71:8
6
গীতসংহিতা 71:15
আমার ওষ্ঠাধর ঘোষণা করবে তোমার মাহাত্ম্য, সারাদিন আমি বলব তোমার পরিত্রাণ সাধনের কথা, যদিও অগণিত তার সংখ্যা!
Explore গীতসংহিতা 71:15
Home
Bible
Plans
Videos