YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 66

66
ঈশ্বরের উদ্দেশে কৃতজ্ঞতা ও স্তবের
অর্ঘ্য নিবেদন
ভজন গীতি।
সঙ্গীত পরিচালকের উদ্দেশে।
1সমগ্র পৃথিবী!
জয়ধ্বনি কর ঈশ্বরের উদ্দেশে।
2তাঁর মহানামের মহিমা কীর্তন কর,
তাঁর উদ্দেশে কর স্তবগান।
3উদাত্ত কণ্ঠে বল তাঁকে,
কী বিস্ময়কর তােমার মহান কীর্তি!
শত্রুকুল মাথা নত করবে তোমার পরাক্রমের কাছে।
4সমগ্র পৃথিবী প্রণিপাত করবে তেমার সম্মুখে,
করবে তোমায় জয়গান,
কীর্তন করবে তোমার মহানাম। সেলা
5এস, নয়ন ভরে দেখ,
মানবসমাজে তাঁর বিস্ময়কর কার্যকলাপ।
6তিনি সমুদ্রকে পরিণত করেছেন শুষ্ক ভূমিতে,
সকলে পার হয়ে গেল পায়ে হেঁটে,
আনন্দে উচ্ছ্বসিত হল তারা
তোমার এই অপার্থিব কর্মসম্পাদনে।#যাত্রা 14:21; যিহো 3:14-17
7যিনি আপন পরাক্রমে রাজত্ব করেন চিরকাল
জাতিগণের প্রতি দৃষ্টি যাঁর সতত সজাগ,
বিদ্রোহীরা আত্মপ্রচার না করুক দম্ভভরে তাঁর সাক্ষাতে। সেলা
8হে জাতিবৃন্দ, আমাদের ঈশ্বরের স্তব কর,
ধ্বনিত হোক তাঁর গৌরবগাথা তাঁরই উদ্দেশে।
9তিনিই রেখেছেন আমাদের জীবিতের দেশে, করেছেন আয়ুদান,
স্খলিত হতে দেননি আমাদের পদযুগল।
10হে ঈশ্বর, পরীক্ষা করে দেখেছ তুমি আমাদের,
শোধন করেছ আমাদের আগুনে পুড়িয়ে রূপোর মত।
11তুমি আমাদের ফেলেছ বিপদজালে,
তুলে দিয়েছ আমাদের কাঁধে দুর্দশার গুরুভার।
12দলিত করেছ তুমি আমাদের শির শত্রুর পদতলে,
অগ্নি ও বন্যা পার হয়ে এসেছি আমরা,
কিন্তু আজ তুমি আমাদের এনেছ নিরাপদ সমৃদ্ধির দেশে।
13হোমবলির অর্ঘ্য নিয়ে আমি যাব তোমার মন্দিরে,
পূর্ণ করব আমার সকল মানত তোমারই চরণে।
14যে মানতের অঙ্গীকার আমি করেছিলাম,
ওষ্ঠাধরে করেছিলাম উচ্চারণ যে প্রতিশ্রুতি বিপদের দিনে।
15উৎসর্গ করব আমি তোমার উদ্দেশে হৃষ্টপুষ্ট পশু হোমবলিরূপে,
করব নিবেদন দগ্ধ মেষের সুরভি,
ছাগ ও বৃষ আমি করব বলিদান। সেলা
16ঈশ্বরের প্রতি অন্তর যাদের সম্ভ্রমে পরিপূর্ণ,
তোমরা সকলে এস, শোন আমার কথা,
আমার জন্য তিনি যা করেছেন সম্পাদন,
সেই কথা আমি শোনাব তোমাদের।
17সাহায্যের জন্য আমি উচ্চরবে আকুল আবেদন জানালাম,
কণ্ঠে ছিল আমার তোমারই বন্দনাগান।
18অন্তর যদি আমার অধর্মে আসক্ত থাকত,
তাহলে শুনতেন না আমার আহ্বান প্রভু পরমেশ্বর।
19কিন্তু ঈশ্বর সত্যিই শুনেছেন আমার আহ্বান,
কর্ণপাত করেছেন তিনি আমার বিনতির রবে।
20ধন্য ঈশ্বর, যিনি অগ্রাহ্য করেননি আমার নিবেদন,
তাঁর করুণা থেকে বঞ্চিত করেননি আমায়।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 66