YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 65

65
ঈশ্বরের আশিসদানে ভক্তের কৃতজ্ঞতা নিবেদন দাউদের ভজন সঙ্গীত পরিচালকের উদ্দেশে। গান।
1হে ঈশ্বর, সিয়োনের অধীশ্বর তুমি,
তোমারই বন্দনাগানে হোক মুখরিত সিয়োনভূমি।
সেখানে পূর্ণ হোক সকল মানত তোমারই উদ্দেশে।
2তুমি প্রার্থনা শুনে থাক, তাই তোমারই কাছে আসবে সর্বমানব।
3অধর্মের ভারে যখন আমরা বিপর্যস্ত তখন শুধু তুমিই স্খালন করে থাক আমাদের অপরাধ।
4ধন্য তারা, যাদের তুমি মনোনীত কর,
নিয়ে আস আপন সান্নিধ্যে।
তোমার প্রাঙ্গণে তারা করবে বসবাস,
তোমার পবিত্র মন্দিরে যেখানে তোমার আবাস,
সেই আবাসের সম্পদ প্রাচুর্যে পরিতৃপ্ত হব আমরা।
5হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা,
মহাশ্চর্য কর্ম সাধনে তুমি করে থাক আমাদের পরিত্রাণ,
সাড়া দিয়ে থাক আমাদের ডাকে।
একমাত্র তুমিই সসাগরা এই ধরিত্রীর আশা ও ভরসা।
6তুমি আপন মহাশক্তিতে প্রতিষ্ঠিত করেছ পর্বতশ্রেণী,
প্রকাশ করেছে তোমার পরাক্রম।
7তুমি স্তব্ধ করে থাক সমুদ্রের গর্জন,
শান্ত কর তার তরঙ্গকল্লোল,
নীরব করে দাও জাতিবৃন্দের কোলাহল।
8তোমার মহাশক্তির এই নিদর্শন
সমগ্র পৃথিবীকে করে বিস্ময়ে বিহ্বল।
ঊষা ও সন্ধ্যার আবির্ভাবকে
তুমিই কর মুখর আনন্দগানে।
9তুমিই পৃথিবীর তত্ত্বাবধান কর,
জলসিঞ্চনে তুমিই তাকে কর সমৃদ্ধ
স্রোতস্বিনীকে পূর্ণ কর তুমি উচ্ছল বারিধারায়,
শস্য সম্ভারে সমৃদ্ধ কর তাকে,
এইভাবেই তুমি পালন কর এ ধরাকে।
10পর্যাপ্ত জলসিঞ্চনে শস্যক্ষেত্র তুমি কর সিক্ত
ধারাবর্ষণে বসুন্ধরাকে কর কোমল,
উৎপন্ন ফসলে শস্য শ্যামল কর তাকে।
11তুমি কল্যাণে ভূষিত কর বর্ষকে,
তোমার রথের চক্ররেখায় ক্ষরিত হয় প্রাচুর্য
12সেই প্রাচুর্য ঝরে পড়ে প্রান্তরের চারণভূমিতে।
আনন্দে উচ্ছল গিরিশ্রেণী,
13মেষপাল শোভিত প্রান্তর,
শস্যে অলঙ্কৃত উপত্যকা করে হর্ষধ্বনি,
মুখর হয় তোমার জয়গানে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in