YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 64

64
শত্রুর হাত থেকে রক্ষার আবেদন
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের উদ্দেশে
1হে ঈশ্বর, কর্ণপাত কর আমার কাতর আবেদনে।
শত্রু ভয়ে ভীত আমি, রক্ষা কর আমার জীবন।
2দুষ্টের গোপন চক্রান্ত দুবৃত্ত জনতার সন্ত্রাস থেকে আমাকে
আড়াল করে রাখ।
3ওরা তরবারির মত শাণিত করেছে নিজেদের জিহ্বা,
তীরের মত লক্ষ্যসন্ধানী ওদের কটূবাক্যবাণ।
4অন্তরাল থেকে ওরা অতর্কিতে নিক্ষেপ করে সেই বাণ নির্দোষ মানুষের প্রতি,
নির্লজ্জ মিথ্যায় জর্জরিত করে তাকে কোন লজ্জাভয় নেই ওদের।
5কুচক্রান্তের কুটিলতায় ওরা নিজেদের শক্তি বৃদ্ধি করে,
পরামর্শ করে ওরা গোপনে ফাঁদ পাতে আর ভাবে কে আর দেখছে
তাদের এই ছলচাতুরী?
6অপকর্মের চক্রান্ত করে ওরা বলে:
নিখুঁত হয়েছে আমাদের পরিকল্পনা।
হায়, কী রহস্যময় মানুষের অতল হৃদয়!
7কিন্তু ঈশ্বর নিক্ষেপ করবেন তাঁর বাণ ওদের উপর,
অকস্মাৎ ওরা হবে আহত।
8এভাবেই ওদের পতন হবে, ওদের রসনাই ডেকে আনবে
ওদের সমূহ সর্বনাশ ওদের দুর্দশা দেখে সকলে করবে উপহাস।
9তখন সন্ত্রস্ত হয়ে উঠবে মানুষ ভয়ে ভক্তিতে,
উপলব্ধি করবে ঈশ্বরের মহান কীর্তি,
আলোচনা করবে তাঁর আশ্চর্য কর্মপন্থা।
10ধর্মপরায়ণ ব্যক্তি প্রভু পরমেশ্বরের নামে করুক আনন্দ,
হোক তাঁর শরণাগত,
ন্যায়নিষ্ঠ চিত্ত যাদের তারা করুক তাঁর স্তুতিগান।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 64