YouVersion Logo
Search Icon

গণনা পুস্তক 34

34
কনান দেশের সীমা নির্ধারণ
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2তুমি ইসরায়েলীদের এই কথা বল, তোমরা শীঘ্রই কনান দেশে প্রবেশ করবে। উত্তরাধিকার স্বরূপ এই কনান দেশ তোমাদের দেওয়া হয়েছে এবং এর সীমা হচ্ছে এই: 3ইদোমের পাশ্ববর্তী সীন প্রান্তর থেকে তোমাদের দক্ষিণ সীমান্ত সুরু হবে, পূর্বদিকের মরুসাগরের তীর পর্যন্ত হবে বিস্তৃত। 4তোমাদের সীমারেখা অক্রাব্বিম-এর চড়াই থেকে দক্ষিণ দিকে সীন প্রান্তর পর্যন্ত যাবে এবং সেখান থেকে কাদেশ-বার্ণিয়ার দক্ষিণে গিয়ে শেষ হবে। সেখান থেকে ঘুরে সেই সীমারেখা হাৎসর-অদর হয়ে আসমোন পর্যন্ত যাবে। 5আসমোন থেকে তোমাদের সীমানা মিশরের নদী বেষ্টন করে ভূমধ্যসাগর পর্যন্ত গিয়ে শেষ হবে। 6পশ্চিম দিকে তোমাদের সীমানা হবে ভূমধ্যসাগর ও তার উপকূলভাগ। এটাই হবে তোমাদের পশ্চিম সীমান্ত। 7উত্তর দিকে তোমাদের সীমারেখা: ভূমধ্যসাগর থেকে হোর পর্বত পর্যন্ত, 8হোর পর্বত থেকে হমাত-এর প্রবেশ পথ পর্যন্ত এবং সেখান থেকে সদাদ পর্যন্ত বিস্তৃত হবে তোমাদের সীমানা। 9সেখান থেকে সিফ্রোণ হয়ে হাৎসর-এনানে গিয়ে শেষ হবে সেই সীমানা।। এ-ই হবে তোমাদের উত্তর সীমান্ত। 10তোমাদের পূর্বদিকের সীমানা হাৎসর এনান থেকে শফাম পর্যন্ত। 11তারপর শফাম থেকে ঐনের পূর্বদিক দিয়ে সেই সীমারেখা রিবলা পর্যন্ত নেমে যাবে এবং কিন্নেরৎ হ্রদের তীর পর্যন্ত বিস্তৃত হবে। 12এরপর সেই সীমারেখা জর্ডন নদী বরাবর বিস্তৃত হয়ে মরুসাগরে গিয়ে শেষ হবে। এই হবে তোমাদের দেশের চারিদিকের সীমানা। 13মোশি ইসরায়েলীদের নির্দেশ দিলেনঃ পাশার দান চেলে তোমরা এই দেশে তোমাদের উত্তরাধিকার নির্ধারণ করবে। প্রভু পরমেশ্বর তোমাদের সাড়ে নয় গোষ্ঠীকে এই দেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন।#যিহো 14:1-5 14কারণ রূবেণ ও গাদ বংশের লোকেরা এবং মনঃশি বংশের অর্ধেক লোক তাদের পিতৃকুলের উত্তরধিকার পেয়েছে। 15যিরিহোর কাছে জর্ডনের ওপারে পূর্বাঞ্চলে ঐ দুই এবং অর্ধ গোষ্ঠীর লোকেরা তাদের ভূসম্পত্তি পেয়েছে।
দেশ বিভাগের জন্য নেতা মনোনয়ন
16প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 17তোমাদের স্বত্বাধিকারের জন্য যারা দেশ বন্টন করবে তাদের নাম যথাক্রমে এই: পুরোহিত ইলিয়াসর এবং নুনের পুত্র যিহোশূয়। 18আর তোমরা প্রতেক গোষ্ঠী থেকে নেতৃস্থানীয় একজনকে দেশ বন্টনের জন্য সঙ্গে নেবে। 19-28প্রভু পরমেশ্বরের মনোনীত ব্যক্তিদের নাম যথাক্রমে এই:
গোষ্ঠী গোষ্ঠীপতি
যিহুদা যিফুন্নির পুত্র কালেব
শিমিয়োন অম্মীহুদের পুত্র শমূয়েল
বিন্যামীন কিশলোনের পুত্র ইলীদদ
দান যগলির পুত্র বুক্কি
মনঃশি এফোদের পুত্র হন্নীয়েল
ইফ্রয়িম শিপ্তনের পুত্র কমূয়েল
সবুলূন পর্ণকের পুত্র ইলীষাফণ
ইষাখর অসসনের পুত্র পলটিয়েল
আশের শলোমির পুত্র অহীহূদ
নপ্তালি অম্মীহূদের পুত্র পদহেল
29কনান দেশে ইসরায়েলীদের স্বত্বাধিকার বন্টন করে দেওয়ার জন্য প্রভু পরমেশ্বর উল্লিখিত ব্যক্তিদের নিযুক্ত করেছিলেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গণনা পুস্তক 34