YouVersion Logo
Search Icon

গণনা পুস্তক 33

33
ইসরায়েলীদের অভিযানের বিভিন্ন পর্যায়
1মোশি ও হারোণের নেতৃত্বে ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠী বাহিনী মিশর ছেড়ে চলে আসার পর পর্যায়ক্রমে তাদের যাত্রার বিবরণ এই: 2প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী মোশি তাদের পথ পরিক্রমার বিভিন্ন পর্যায়ের বিবরণ লিপিবদ্ধ করেন। একস্থান থেকে তাদের অন্যস্থানে যাত্রার ধারাবাহিক বিবরণ নিম্নরূপ: 3প্রথম মাসের পনেরো তারিখে, তারা রামেশিস ছেড়ে রওনা হল। তারণোৎসবের পরের দিন ইসরায়েলীরা মিশরীদের চোখের সামনেই বিদ্রোহ করে বেরিয়ে এল। 4মিশরীরা তখন প্রভু পরমেশ্বরের আঘাতে নিহত তাদের প্রথম সন্তানদের কবর দিচ্ছিল। প্রভু পরমেশ্বর তাদের দেবতাদেরও দণ্ড দিয়েছিলেন।
5রামেসিস থেকে রওনা হয়ে ইসরায়েলীরা সুক্কোত-এ এসে ছাউনি ফেলল। 6সুক্কোত থেকে রওনা হয়ে তারা প্রান্তরের সীমান্তে এথাম-এ এসে ছাউনি ফেলল। 7এথাম থেকে বেল্-সফোনের পূর্ব দিকে পি-হাহিরোত-এ ফিরে গিয়ে মিগদোলের সম্মুখে ছাউনি ফেলল। 8হাহিরোতের সম্মুখে সাগর পার হয়ে তারা প্রান্তরে প্রবেশ করল এবং এথাম প্রান্তরে তিনদিনের পথ অতিক্রম করে মারাহ্-তে গিয়ে ছাউনি ফেলল। 9মারাহ্ থেকে রওনা হয়ে তারা এলিম-এ উপস্থিত হল। এলিম-এ বারোটি জলের প্রস্রবণ ও সত্তরটি খেজুর গাছ ছিল। সেখানে তারা ছাউনি ফেলল।
10এলিম থেকে রওনা হয়ে তারা লোহিত সাগরের তীরে এসে ছাউনি ফেলল। 11লোহিত সাগর থেকে রওনা হয়ে তারা সীন প্রান্তরে এসে ছাউনি ফেলল। 12সীন প্রান্তর ছেড়ে দপকাতে এসে তারা ছাউনি ফেলল। 13দপকা থেকে রওনা হয়ে তারা এল আলুশ্-এ। 14আলুশ্ ছেড়ে রফিদিম্-এ এসে তারা ছাউনি ফেলল। সেখানে পানীয় জল ছিল না। 15রফিদিম্ থেকে যাত্রা করে তারা পৌঁছল সিনাই প্রান্তরে। 16সিনাই প্রান্তর থেকে যাত্রা করে কিবরোৎ হাত্তাবায় এসে তারা ছাউনি ফেলল। 17কিবরোৎ হাত্তাবা থেকে যাত্রা করে এসে পৌঁছাল হাৎসেরোৎ-এ। 18হাৎসেরোৎ ছেড়ে রিৎমা-তে এল তারা।
19রিৎমা ছেড়ে তারা এল রিম্মোন-পেরেস্-এ,
20রিম্মোন-পেরস্ ছেড়ে এল লিবনা-তে।
21লিব্‌না ছেড়ে এল রিসসা-তে।
22রিস্‌সা ছেড়ে এল কহেলাথা-য়।
23কহেলাথা ছেড়ে এল শেফর পর্বতে।
24শেফর পর্বত ছেড়ে তারা এল হারাদা-য়।
25হারাদা ছেড়ে এল মখেলোৎ-এ।
26মখেলোৎ ছেড়ে তারা এল তহৎ-এ।
27তহৎ ছেড়ে এল তেরহ্-তে।
28তেরহ্ ছেড়ে এল মিৎকা-তে।
29মিৎকা ছেড়ে তারা এল হাসমানোৎ-এ।
30হাসমানোৎ ছেড়ে তারা এল মোসেরোৎ-এ।
31মোসেরোৎ ছেড়ে এল বেনে-আকন-এ।
32বেনে-আকন ছেড়ে তারা এল হোর-হাগিদ্‌গদ-এ।
33হোর-হাগিদ্‌গদ ছেড়ে তারা এল জোটবাথাহ্-য়।#গণনা 20:22-28; দ্বি.বি. 10:6; 32:50
34জোটবাথাহ্ ছেড়ে তারা এল অব্রোনা-য়।
35অব্রোনা ছেড়ে তারা এল ইৎসিয়োন গেবর-এ।
36ইৎসিয়োন-গেবর ছেড়ে তারা সিন প্রান্তরের কাদেশ-এ এল। 37কাদেশ থেকে যাত্রা করে ইদোম দেশের প্রান্তে হোর পর্বতে ছাউনি ফেলল। 38প্রভু পরমেশ্বরের আদেশে পুরোহিত হারোণ হোর পর্বতে উঠে গেলেন। ইসরায়েলীরা মিশর ছেড়ে বেরিয়ে আসার চল্লিশ বছর পরে পঞ্চম মাসের প্রথম দিনে তিনি সেখানে দেহরক্ষা করলেন। 39হোর পর্বতে হারোণের মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল একশো তেইশ বছর।
40অরাদের কনানী নৃপতি, যিনি কনান দেশের নেগেব অঞ্চলে বাস করতেন তিনি শুনলেন ইসরায়েলীরা এগিয়ে আসছে।#গণনা 21:1
41ইসরায়েলীরা হোর পর্বত ছেড়ে সালমোনাহতে এসে ছাউনি ফেলল। 42সালমোনাহ্ ছেড়ে তারা এল পুনোন-এ 43পুনোন ছেড়ে তারা গেল ওবোত-এ। 44ওবোত ছেড়ে তারা মোয়াবের সীমান্তে ইয়ি-অবারিম-এ এসে ছাউনি ফেলল। 45ইয়িম ছেড়ে তারা গেল দিবোন-গাদ-এ। 46দিবোন-গাদ ছেড়ে তারা গেল আলমোন-দিবলাথয়িম-এ। 47আলমোন-দিবলাথয়িম ছেড়ে তারা গেল নবোর পূর্বদিকে অবারিম পার্বত্য অঞ্চলে। 48অবারিম পার্বত্য অঞ্চল ছেড়ে তারা যিরিহোর কাছে জর্ডনের তীরবর্তী মোয়াবের উপত্যকায় গিয়ে ছাউনি ফেলল। 49জর্ডনের তীরবর্তী বেথ-যেশিমোৎ থেকে আবেল-শিটিম পর্যন্ত মোয়াবের উপত্যকা অঞ্চলে তারা ছাউনি ফেলল।
50যিরিহোর কাছে জর্দনের তীরবর্তী মোয়াবের উপত্যকায় প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 51তুমি ইসরায়েলীদের বল, জর্ডন পার হয়ে তোমরা যখন কনান দেশে যাবে 52তখন তোমরা সেখানকার স্থানীয় অধিবাসীদের বিতাড়িত করবে এবং পাথর খোদাই করা ও ছাঁচে ঢালাই করা ধাতু নির্মিত তাদের সমগ্র বিগ্রহ ধ্বংস করবে। টিলার উপরে তাদের পীঠস্থানগুলিও ধ্বংস করবে। 53তোমরা সেই দেশ দখল করে সেখানে বসবাস করবে, কারণ উত্তরাধিকার স্বরূপ সে দেশ আমি তোমাদের দিয়েছি। 54তোমরা পাশা চেলে তোমাদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সেই দেশ বন্টন করবে। যাদের লোকসংখ্যা বেশী তাদের অংশে বেশী এবং যাদের লোকসংখ্যা কম তাদের অংশে কম-এইভাবে তোমরা জমিজমা বিলি করবে। পাশার দান অনুযায়ী যেখানে যার অংশ নির্দিষ্ট হবে, সেখানেই হবে তার অধিকার।#গণনা 26:54-56 55কিন্তু তোমরা যদি তোমাদের এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের বিতাড়িত না কর, তাহলে তাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে তারা হবে তোমাদের চক্ষুশূল এবং বক্ষশেলস্বরূপ। তোমাদের বসতভূমিতে তারা তোমাদের উপর উপদ্রব করবে। 56আর তাদের যে দশা করব বলে আমি সঙ্কল্প করেছিলাম, সেই দশা আমি তোমাদেরই করব।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গণনা পুস্তক 33