YouVersion Logo
Search Icon

গণনা পুস্তক 32

32
জর্ডনের পূর্বপারে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দেশ বন্টন
(দ্বি.বি. 3:12-22)
1রূবেণ ও গাদ এই দুই বংশের পশুপাল ছিল বিরাট। তারা যাসের ও গিলিয়দ অঞ্চল পর্যবেক্ষণ করে দেখল সেই স্থান পশুচারণের উপযুক্ত। 2তখন গাদ ও রূবেণ বংশের লোকেরা এসে মোশি, পুরোহিত ইলিয়াসর এবং জনমণ্ডলীর নেতৃবৃন্দের কাছে আবেদন জানাল, 3অটারোৎ, দিবোন, যাসের, নিম্রা, হিষ্‌রোণ, ইলিয়ালী, সেবাম, নবো এবং বিয়োন- 4এই যে অঞ্চলগুলি প্রভু পরমেশ্বর জয় করে ইসরায়েলীদের অধীনে এনেছেন, এগুলি পশুচারণের উপযুক্ত, আর পশুপালনই আমাদের জীবিকা। 5তারা আরও বলল, আমাদের প্রতি যদি আপনার কৃপাদৃষ্টি থাকে দয়া করে তা হলে আমাদের এই প্রদেশ দখল করার অনুমতি দিন। জর্ডনের ওপারে আমাদের নিয়ে সাবেন না। 6মোশি গাদ ও রূবেণ বংশের লোকদের বললেন, তোমাদের জ্ঞাতিভাইয়েরা যুদ্ধ করতে যাবে আর তোমরা এখানে বসে থাকবে? 7তাছাড়া প্রভু পরমেশ্বর যে দেশ দিয়েছেন, সেখানে পার হয়ে যেতে ইসরায়েলীদের তোমরা এভাবে নিরূৎসাহই বা করছ কেন? 8তোমাদেদ পিতৃপুরুষদের যখন কাদেশ-বার্ণিয়া থেকে আমি এ দেশ পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়েছিলাম তখন তারাও এইরকম করেছিল।#গণনা 13:17-33 9তারা ইস্কোল উপত্যকা পর্যন্ত গিয়ে সেই দেশ পর্যবেক্ষণ করেছিল এবং প্রভু পরমেশ্বর যে দেশ দিয়েছেন, সেই দেশে যেতে ইসরায়েলীদের নিরূৎসাহ করেছিল। 10প্রভু পরমেশ্বর সেদিন ক্রুদ্ধ হয়ে এই বলে শপথ করেছিলেন,#গণনা 14:26-35 11মিশর থেকে যারা এসেছে তাদের মধ্যে যাদের বয়স কুড়ি এবং তার চেয়ে বেশী তারা কেউ সেই দেশ দেখতে পাবে না যে দেশ আমি অব্রাহাম, ইসহাক ও যাকোবকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কারণ তারা সর্বান্তঃকরণে আমার অনুগত নয়। 12তাদের মধ্যে কেবল কেনিসীয় যিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র যিহোশূয় সেই দেশ দেখবে, কারণ তারাই একান্তভাবে প্রভু পরমেশ্বরের অনুগত। 13তখন ইসরায়েলীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের রোষানল প্রজ্বলিত হল। তিনি চল্লিশ বছর ধরে, তাঁর দৃষ্টিতে দুষ্কৃতকারী লোকেরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত তাদের প্রান্তরে পরিভ্রমণ করালেন।
14সেই পাপিষ্ঠদের বংশধর তোমরা, তোমাদের পিতৃপুরুষদেরই পদাঙ্ক অনুসরণ করছ যাতে ইসরায়েলীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধ তীব্র হয়। 15কারণ তোমরা যদি এখনতাঁর অনুগমন না করে ফিরে যাও তাহলে আবার তিনি ইসরায়েলীদের এই প্রান্তরে পরিত্যাগ করবেন এবং তার ফলে তোমাদের জন্যই এই লোকগুলি ধ্বংস হয়ে যাবে।
16তারা তখন মোশির কাছে এসে বলল, আমরা এখানে পশুপালের জন্য বাথান এবং নারী ও শিশুদের জন্য নগর গড়ে তুলব। 17যতদিন না ইসরায়েলীরা নিজেদের দেশে প্রতিষ্ঠিত হয়, ততদিন আমরা সশস্ত্র হয়ে তাদের পুরোভাগে অভিযান করব, আমাদের পরিবারের নারী ও শিশুরা শুধু স্থানীয় অধিবাসীদের আক্রমণ থেকে বাঁচার জন্য সুরক্ষিত নগরে বাস করবে। 18ইসরায়েলীদের সকলে যতদিন তাদের জন্য নির্দিষ্ট এলাকার দখল না পায়, ততদিন আমরা বাড়িতে ফিরব না। 19তাদের প্রাপ্য জর্ডনের পশ্চিম পারের কোন অঞ্চলের অধিকার আমরা চাই না। কারণ জর্ডনের এ পারে পূর্বদিকে আমরা সম্পত্তির অধিকার পেয়েছি।
20মোশি তাদের বললেন, তোমর যদি এই কাজ কর,যদি পরমেশ্বরের অধীনে সশস্ত্র হয়ে যুদ্ধ করতে যাও 21এবং তিনি যতদিন এ দেশ থেকে শত্রুদের বিতাড়িত না করেন ততদিন যদি তোমরা প্রত্যেক সশস্ত্র হয়ে প্রভু পরমেশ্বেরের অধীনে জর্ডন পার হয়ে অভিযান কর, 22তাহলে এ দেশ প্রভু পরমেশ্বরের অধীন হওয়ার পর তোমরা ফিরে আসতে পারবে। প্রভু পরমেশ্বর ও ইসরায়েলীদের কাছে তোমরা অপরাধী হবে না এবং প্রভু পরমেশ্বরের অনুমোদনক্রমে এই দেশের অধিকার হবে তোমাদের। 23কিন্তু তোমরা যদি তা না কর তাহলে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে তোমরা পাপ করবে, আর নিশ্চিত জেন, সেই পাপের প্রতিফল তোমরা অবশ্যই পাবে। 24তোমরা তোমাদের সন্তানদের জন্য নগর এবং পশুপালের জন্য বাথান গড়ে তোল এবং যে প্রতিশ্রুতি দিয়েছ তা-ও পালন কর।
25গাদ ও রূবেণ বংশের লোকেরা তখন মোশিকে বলল, আপনার সেবক আমরা আপনার আদেশ অনুযায়ীই কাজ করব। 26আমাদের স্ত্রী-পুত্র-কন্যারা এবং আমাদের গবাদি পশুর পাল এখানে, গিলিয়দের এই নগরগুলিতেই থাকবে। 27আপনার নির্দেশ মত আপনার এই সেবকেরা প্রত্যেকে সশস্ত্র হয়ে প্রভু পরমেশ্বরের অধীনে নদী পার হয়ে যুদ্ধ করতে যাবে।
28তখন মোশি পুরোহিত ইলিয়াসর, নুনের পুত্র যিহোশূয় এবং ইসরায়েলী গোষ্ঠীপ্রধানদের তাদের সম্পর্কে নির্দেশ দিলেনঃ#যিহো 1:12-15 29গাদ ও রূবেণ বংশের লোকেরা যদি সকলে তোমাদের সঙ্গে সশস্ত্র হয়ে প্রভুর অধীনে জর্ডন পার হয়ে যুদ্ধযাত্রা করে, তাহলে এই দেশ তোমাদের দখলে আসার পর তোমরা গিলিয়দ অঞ্চলের স্বস্তাধিকার তাদের দেবে। 30কিন্তু যদি তারা সশস্ত্র হয়ে তোমাদের সঙ্গে নদী পেরিয়ে না যায় তাহলে তারা তোমাদের সঙ্গে কনান দেশেই তাদের স্বত্বাধিকার পাবে।
31গাদ ও রূবেণ বংশের লোকেরা এ কথার উত্তরে বলল, প্রভু পরমেশ্বর আপনার এই দাসদের যা করতে বলেছেন আপনার দাসেরা তা-ই করবে। 32আমরা সশস্ত্র হয়ে প্রভুর অধীনে জর্ডন পেরিয়ে কনান দেশে যাব, কিন্তু জর্ডনের এপারে পূর্বপ্রান্তেই আমাদের স্বত্বাধিকার স্থায়ী হবে। 33মোশি তখন গাদ ও রূবেণ বংশের লোকদের এবং যোষেফের পুত্র মনঃশির বংশধরদের অর্ধেক লোকজনকে ইমোরীরাজ সিহোনের রাজ্য, বাশানরাজ ওগের রাজ্য ও সেই রাজ্যগুলির সীমার মধ্যে সমস্ত নগরের অধিকার দান করলেন। 34গাদ বংশের লোকেরা দিবোন, অটারোৎ, অরোয়ের, 35অটরোৎ-শোফন, যাসের, যগনেহা, 36এবং বেৎ-নেম্রা, বেৎ-হারণ, এই সুরক্ষিত নগরগুলি এবং সেই সঙ্গে পশুপালের বাথান তৈরী করল। 37রূবেণ বংশের লোকেরা পুনরায় নির্মাণ করল হিষরোণ, ইলিয়াসী, 38কিরিয়াথায়িম এবং নবো ও বেলমিয়োন (এই নামগুলি পরিবর্তন করা হয়েছিল) এবং সিবমা। তারা তাদের নির্মিত এই নগরগুলির অন্য নতুন নাম দিয়েছিল।
39মনঃশির পুত্র মাখির-এর বংশধরেরা গিলিয়দ অঞ্চল দখল করল এবং সেখানকার অধিবাসী ইমোরীদের বিতাড়িত করল। 40মোশি মনঃশির পুত্র মাখিরকে গিলিয়দ অঞ্চলের স্বত্বাধিকার দিলেন। তারা সেখানে বসতি স্থাপন করল। 41মনঃশির অন্য এক সন্তান যায়ীর ইমোরীদের গ্রামগুলি দখল করল এবং সেই অঞ্চলের নাম রাখল হাব্বোৎ-যায়ীর (যায়ীরের গ্রাম সমূহ।) 42আর নোবহ্ কেনাৎ ও তার পল্লী অঞ্চলগুলি দখল করল এবং নিজের নামে সেই অঞ্চলের নাম রাখল নোবহ্।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গণনা পুস্তক 32