YouVersion Logo
Search Icon

মথি 7

7
অপরের বিচার করো না
(লুক 6:37-38,41-42)
1তোমরা অপরের বিচার করো না, যেন তোমাদেরও বিচার না হয়।#রোমীয় 2:1; ১ করি 4:5 2কারণ যে ভাবে তোমরা অন্যের বিচার করবে, সেভাবে তোমাদেরও বিচার হবে। যে মানদন্ডে তোমরা অন্যের বিচার করবে, সেই মানদন্ডে তোমাদেরও বিচার করা হবে।#মার্ক 4:24 3তোমরা ভাইয়ের চোখে যে কুটো আছে সেটি তুমি লক্ষ্য করছ, অথচ তোমরা নিজের চোখে যে কড়িকাঠ রয়েছে তার কথা তুমি ভাবছ না। 4তোমার নিজের চোখে কড়িকাঠ থাকতে কোন মুখে তুমি তোমার ভাইকে বলবে, ‘এস, তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই’। 5ওরে ভন্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠ বের করে নাও, তবেই তোমার দৃষ্টি স্বচ্ছ হবে, তখন তুমি তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের কের দিতে পারবে।
6পবিত্র বস্তু কুকুরকে দিও না। শূকরের সামনে মুক্তো ছড়িও না, কেননা তারা সে সব মাড়িয়ে যাবে এবং ঘুরে দাঁড়িয়ে তোমাকেই চিরে ফেলবে।
প্রার্থনা সম্বন্ধে উপদেশ
(লুক 11:9-13)
7চাও, তাহলে তোমাদের দেওয়া হবে। অন্বেষণ কর, সন্ধান পাবে। আঘাত কর, তোমাদের জন্য দ্বার উন্মুক্ত হবে।#লুক 11:9-13 #মার্ক 11:24; যির 29:13-14; যোহন 14:13; 16:24 8যে চায়, সে পায়। যে অন্বেষণ করে সে সন্ধান পায়। যে দ্বারে আঘাত করে তার জন্য দ্বার হয় উন্মুক্ত। 9তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যে নিজের সন্তান রুটি চাইলে তাকে পাথর দেবে? 10কিম্বা সে যদি মাছ চায় তাকে সাপ দেবে? 11মন্দ হয়েও যদি তোমরা তোমাদের সন্তানদের ভাল জিনিস দিতে পার, তাহলে তোমাদের স্বর্গস্থ পিতার কাছে যারা চাইবে তিনি তাদের আরও কতই না ভাল জিনিস দেবেন।#যাকোব 1:17
12অন্যের কাছ থেকে যে আচরণ তোমরা প্রত্যাশা কর, অন্যের প্রতিও ঠিক সেই আচরণই তোমরা করো-এই মোশির বিধান ও নবীদের শিক্ষার সারমর্ম।#মথি 22:39-40; রোমীয় 13:8-10
সংকীর্ণ প্রবেশ পথ
(লুক 13:24)
13সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ কর। যে পথ ধ্বংসের মুখে নিয়ে যায়, সে পথ প্রশস্ত, তার দ্বার সুপরিসর এবং সেই পথের পথিকও প্রচুর।#লুক 13:24; যোহন 10:7-9 14কিন্তু জীবনের অভিমুখী পথ দুর্গম, দ্বারও সংকীর্ণ, অল্প লোকেই তার সন্ধান পায়।#মথি 19:24; প্রেরিত 14:22
ফলই বৃক্ষের পরিচয়
(লুক 6:43-44)
15ভন্ড নবীদের সম্পর্কে সাবধান হবে। মেষের ছদ্মবেশে এরা তোমাদের কাছে আসে, কিন্তু আসলে এরা হচ্ছে এক একটি হিংস্র নেকড়ে।#মথি 24:4-5,24; প্রেরিত 20:29 16কাজ দেখেই তাদের চিনতে পারবে। কাঁটাঝোপে আঙ্গুর ফলে না, আর শিয়ালকাঁটা গাছে ডুমুর জন্মায় না।#গণনা 5:19-22; যাকোব 3:12। 17ভাল গাছে ভাল ফল ধরে আর খারাপ গাছে খারাপ ফল ফলে।#মথি 12:33 18ভাল গাছ থেকে খারাপ ফল হতেই পারে না, আর খারাপ গাছ ভাল ফল দিতেই পারে না। 19যে গাছে ভাল ফল হয় না সেটিকে কেটে আগুনে ফেলে দেওয়া হয়।#মথি 3:10; যোহন 15:2-6। 20সুতরাং কাজের ফল দেখেই তোমরা নবীদের চিনে নেবে।
আমি তোমাদের চিনি না
(লুক 13:25-27)
21যারা আমাকে ‘প্রভু’,'প্রভু’, বলে ডাকে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়, কিন্তু যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে সে-ই শুধু স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে।#মথি 21:29; রোমীয় 2:13; যাকোব 1:22-25; 2:14 22সেই দিনটি যখন আসবে তখন অনেকেই আমাকে বলবে ‘প্রভু, তোমার নাম নিয়ে আমরা তো অনেক ভাবোক্তি করেছি, তোমার নাম নিয়ে আমরা অপদেবতা তাড়িয়েছি এবং কত অলৌকিক কাজ সম্পন্ন করেছি।’#যির 14:14; ১ করি 13:1-2 23আমি তখন তাদের স্পষ্টই বলব, ‘কোন কালেই আমি তোমাদের চিনতাম না। অধর্মচারীর দল। আমার কাছ থেকে দূর হও’।#মথি 25:41; লুক 13:25-27; ২ তিম 2:19; গীত 6:8
দুই প্রকার ভিত্তি
(লুক 6:47-49)
24যে ব্যক্তি আমার এসব কথা শুনে পালন করে সে হল এমন এক বিজ্ঞ লোকের মত যে পাথরের ভিত্তির উপর তার বাড়ি তৈরী করল।#লুক 6:47-49 25বৃষ্টি নামল, বন্যা এলো, প্রচন্ড ঝড় বাড়ির গায়ে সজোরে ধাক্কা দিল, কিন্তু সেটা পড়ে গেল না, কারণ পাথরের উপরেই গাঁথা ছিল বাড়ির ভিত্তি।
26যে আমার এসব কথা শুনেও পালন করে না, সে হল এমন এক নিবোর্ধের মত যে বালির উপরেই তার বাড়ি তৈরী করল। 27বৃষ্টি নামল, বন্যা এলো, প্রচন্ড ঝড় বাড়ির গায়ে প্রবল ধাক্কা দিল, আর ধসে পড়ল। সেই ধসে পড়া কত ভয়াবহ।#যিহি 13:10
যীশুর শিক্ষার বৈশিষ্ট্য
(মার্ক 1:22; লুক 4:32)
28যীশুর ভাষণ সমাপ্ত হলে জনতা তাঁর শিক্ষাদানের পদ্ধতি দেখে চমৎকৃত হল। কারণ শাস্ত্রগুরুদের মত তিনি শিক্ষা দিতেন না, ঐশী শক্তিতে পূর্ণ হয়ে তিনি শিক্ষা দিতেন।#মথি 11:1; 13:53; 19:1; 26:1; মার্ক 1:22; লুক 4:32; যোহন 7:46

Currently Selected:

মথি 7: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in