মথি 8
8
কুষ্ঠরোগীকে আরোগ্যদান
(মার্ক 1:40-45; লুক 5:22-26)
1যীশু পাহাড় থেকে নেমে এলেন। বিরাট এক জনতা তাঁর পিছন পিছন চলতে লাগল।#মার্ক 1:40-44; লুক 5:12-14 2একজন কুষ্ঠরোগী এসে তাঁকে প্রণাম করে বলল, প্রভু আপনি ইচ্ছা করলেই আমাকে শুচি করতে পারেন।
3যীশু হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন, আমি চাই, তুমি সুস্থ হও। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ নিরাময় হল। 4যীশু তাকে বললেন, দেখ, এ কথা কাউকে বলো না, সোজা পুরোহিতের কাছে চলে যাও। তিনি তোমাকে পরীক্ষা করে দেখুন। তারপর লোকসমক্ষে প্রমাণ স্বরূপ মোশির নির্দেশিত নৈবেদ্য উৎসর্গ কর।#মথি 9:30; মার্ক 7:36; লুক 17:14; লেবীয় 13:49; 14:2-32
রোমীয় সেনানায়কের ভৃত্যকে আরোগ্যদান
(লুক 7:1-10)
5যীশু কফরনাউমে গেলে একজন সেনানায়ক তাঁর কাছে এসে অনুনয় করে বললেন,#লুক 7:1-10 #যোহন 4:47 6প্রভু, আমার ভৃত্যটি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে রয়েছে। সে খুব কষ্ট পাচ্ছে।
7তিনি তাঁকে বললেন, আচ্ছা, আমি গিয়ে তাকে সুস্থ করব।
8কিন্তু সেই সেনানায়ক তাঁকে বললেন, গুরুদেব, আপনাকে আমার বাড়িতে নিয়ে যাবার যোগ্যতা আমার নেই। আপনি শুধু মুখে বলুন, সে সুস্থ হয়ে উঠবে। 9আমি নিজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীন এবং আমার অধীনেও সৈন্যরা রয়েছে। তাদের কাউকে আমি যাবার নির্দেশ দিলে সে যায়, আসতে বললে সে আসে। আমার ভৃত্যকে আমি যা করতে বলি সে তা-ই করে।
10তাঁর কথা শুনে যীশু বিস্মিত হলেন এবং যারা তাঁর সঙ্গে সঙ্গে আসছিল তাদের বললেন, ইসরায়েল জাতির কারুর মধ্যে এত বড় বিশ্বাস আমি দেখিনি।#মথি 15:28 11পূর্ব ও পশ্চিম থেকে অনেকে এসে অব্রাহাম, ইসহাক ও যাকোবের সঙ্গে স্বর্গরাজ্যের ভোজসভায় যোগ দেবে,#লুক 13:28-29; যিশা 49:12; 59:19; মালা 1:11; গীত 107:3 12কিন্তু রাজ্যের উত্তরাধিকারীরাই বাইরের অন্ধকারে নিক্ষিপ্ত হবে। সেখানে তারা অনুশোচনা ও আক্ষেপ করবে।#মথি 22:13; 24:51; 25:30 13যীশু সেনানায়ককে বললেন, তুমি বাড়ি ফিরে যাও। তুমি যেমনটি বিশ্বাস করেছ তেমনি হোক। সেই মুহূর্তে সেনানায়কের ভৃত্য সুস্থ হল।#মথি 9:29; 15:28
বহু পীড়িত ব্যক্তির রোগমুক্তি
(মার্ক 1:29-34; লুক 4:38-41)
14পিতরের বাড়িতে গিয়ে যীশু দেখলেন, পিতরের শ্বাশুড়ী জ্বরে শয্যাশায়ী।#মার্ক 1:29-34 #১ করি 9:5 15তিনি তাঁর হাত ধরলেন। তখনই তাঁর জ্বর ছেড়ে গেল। তিনি উঠে যীশুর সেবাযত্ন করতে লাগলেন।
16সন্ধ্যার সময় বহু অপদেবতাগ্রস্ত লোককে তাঁর কাছে আনা হল, তাঁর কথাতেই সমস্ত অপদেবতা বিতাড়িত হল এবং সমস্ত অসুস্থ ব্যক্তি সুস্থ হল। 17এইভাবে পূর্ণ হল নবী যিশাইয়র ভবিষ্যদ্বাণী : আমাদের সকল দুর্বলতা তিনি নিজে গ্রহণ করলেন এবং নিজেই বহন করলেন আমাদের সমস্ত ব্যাধি।#যিশা 53:4
যীশুর ভাবী অনুগামী
(লুক 9:57-62)
18চারপাশে লোকের ভীড় দেখে যীশু তাঁর শিষ্যদের হ্রদের ওপারে যেতে আদেশ দিলেন।#মার্ক 4:35; লুক 8:22 19সেই সময় একজন শাস্ত্রজ্ঞ এসে তাঁকে বললেন, গুরু, আপনি যেখানেই যাবেন আমি আপনার সঙ্গে যাব। #লুক 9:57-60
20যীশু তাঁকে বললেন শিয়ালের থাকার গর্ত আছে, আকাশের পাখিদেরও বাসা আছে, কিন্তু মানবপুত্রের মাথা রাখার ঠাঁই নেই।#২ করি 8:9
21তাঁর শিষ্যদের একজন তাঁকে বলল, প্রভু, অনুমতি করুন, আগে আমার বাবাকে কবর দিয়ে আসি।#১ রাজা 19:20।
22কিন্তু যীশু তাঁকে বললেন, তুমি আমার অনুগামী হও। মৃতদের কবর দেওয়ার ভার মৃতদের হাতেই ছেড়ে দাও।
যীশু ঝড় থামালেন
(মার্ক 4:35-41; লুক 8:22-25)
23যীশু নৌকায় গিয়ে উঠলেন। তাঁর শিষ্যরাও তাঁর সঙ্গী হলেন।#মার্ক 4:36-41; লুক 8:22-25 #গীত 4:8 24কিছুক্ষণের মধ্যে হ্রদে এমন ঝড় উঠল যে বড় বড় ঢেউ এসে নৌকাখানির উপর আছড়ে পড়তে লাগল। কিন্তু যীশু তখন ঘুমিয়ে পড়েছিলেন। 25তাঁর কাছে গিয়ে তাঁকে জাগিয়ে তুলে শিষ্যরা বললেন, প্রভু, আমাদের বাঁচান, আমরা মারা গেলাম।
26যীশু উত্তর দিলেন, ক্ষীণবিশ্বাসীর দল, তোমরা কেন এত ভয় পাচ্ছ, তোমাদের বিশ্বাস এত কম? তিনি তখন উঠে বাতাস ও ঢেউকে ধমক দিলেন। সঙ্গে সঙ্গে চারদিকে নেমে এল গভীর প্রশান্তি।#মথি 14:31; 16:8
27অবাক হয়ে লোকে বলাবলি করতে লাগল, কে ইনি? ঝড় আর সাগরও যে এঁর কথা শোনে।
অপদেবতাগ্রস্তদের সুস্থতা দান
(মার্ক 5:1-20; লুক 8:26-29)
28যীশু তখন অপর পারে গাদারীদের দেশে এসে পৌঁছালেন, তখন অপদেবতাগ্রস্ত দুজন লোক সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে তাঁর সামনে উপস্থিত হল। তারা এতই দুর্দান্ত ছিল যে, ঐ পথ দিয়ে কেউ যাতায়াত করতে পারত না।#মার্ক 5:1-17; লুক 8:26-37 29তারা চিৎকার করে বলে উঠল, হে ঈশ্বরের পুত্র, আমাদের কাছে আপনার কি দরকার? নির্দিষ্ট সময়ের পূর্বেই কি আমাদের দন্ড দিতে এসেছেন?#লুক 4:41
30তাদের কাছ থেকে কিছুটা দূরে বেশ বড় একটা শূকরের পাল চরছিল। 31অপদেবতারা যীশুকে অনুনয় করে বলল, যদি আমাদের তাড়িয়ে দিতেই চান তাহলে ঐ শূকরের পালের মধ্যেই পাঠিয়ে দিন।
32তিনি তাদের বললেন, বেশ, তা-ই যাও। বেরিয়ে এসে তারা শূকরের পালের মধ্যে প্রবেশ করল। সমগ্র পালটি তখন পাহাড়ের ঢাল বেয়ে প্রবল বেগে সমুদ্রে পড়ে ডুবে মরল।
33যারা শূকর চরাচ্ছিল তারা সেখান থেকে পালিয়ে গেল। শহরে গিয়ে সমস্ত ব্যাপার এবং বিশেষ করে সেই অপদেবতাগ্রস্ত লোক দুটির বিষয় সকলকে জানাল। 34শহরের সমস্ত লোক তখন যীশুকে দেখতে এল। তাঁর সঙ্গে দেখা হলে তারা তাঁকে ঐ অঞ্চল ছেড়ে চলে যেতে অনুরোধ করল।
Currently Selected:
মথি 8: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.