YouVersion Logo
Search Icon

মথি 4

4
প্রলোভনের সম্মুখীন যীশু
(মার্ক 1:12-13; লুক 4:1-13)
1এর পর পবিত্র আত্মা যীশুকে মরুপ্রান্তরে নিয়ে গেলেন। সেখানে তিনি শয়তানের প্রলোভনের সম্মুখীন হলেন।#মার্ক 1:12-13 #হিব্রু 4:15। 2সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত্রি তিনি উপবাস কাটালেন। তারপর তিনি অত্যন্ত ক্ষুধার্ত হলেন।#যাত্রা 34:28; ১ রাজা 19:8 3শয়তান তখন তাঁর কাছে এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে আদেশ দাও যেন এই পাথরের টুকরোগুলো রুটিতে পরিণত হয়।#আদি 3:1-7
4প্রত্যুত্তরে যীশু বললেন, ‘মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের মুখনিঃসৃত বাক্যই তাঁকে বাঁচিয়ে রাখে।’#দ্বি.বি. 8:3; মথি 27:53; গীত 91:11-12; দ্বি.বি. 6:16; দ্বি.বি. 6:13 5তারপর শয়তান তাঁকে পবিত্র নগরী জেরুশালেমে নিয়ে গেল। মন্দিরের চূড়ার উপরে তাঁকে দাঁড় করিয়ে সে বলল, 6তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে এখান থেকে লাফিয়ে পড়, শাস্ত্রে তো লেখা রয়েছে: ঈশ্বর তাঁর দূতবাহিনীকে আদেশ দেবেন, তাঁরা তোমাকে হাত পেতে ধরে নেবেন যেন তোমার গায়ে পাথরের আঘাত না লাগে।
7যীশু বললেন, শাস্ত্রে এ কথাও লেখা রয়েছে, ‘তুমি কখনও তোমার ঈশ্বর প্রভু পরমেশ্বরকে পরীক্ষা করেত চেয়ো না।’
8এরপর শয়তান যীশুকে নিয়ে গেল খুব উঁচু একটি পাহাড়ে। সেখান থেকে সে তাঁকে জগতের রাজ্যপাট ও তার ঐশ্বর্য দেখাল। 9তারপর সে যীশুকে বলল তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম কর তাহলে এ সবই আমি তোমাকে দিয়ে দেব।
10যীশু তাকে বললেন, দূর হও শয়তান। শাস্ত্রের নির্দেশ : তুমি শুধু তোমার ঈশ্বর প্রভুরই উপাসনা করবে, একমাত্র তাঁরই সেবা করবে।
11শয়তান তখন তাঁর কাছ থেকে চলে গেল, আর স্বর্গদূতেরা এসে তাঁর পরিচর্যা করতে লাগল।#হিব্রু 1:6-14
গালীল প্রদেশে যীশুর কর্মজীবনের সূচনা
(মার্ক 1:14-15; লুক 4:14-15)
12যোহন কারারুদ্ধ হয়েছেন শুনে যীশু গালীল অঞ্চলে চলে গেলেন।#মার্ক 1:14-15; লুক 4:14-15; মথি 14:3; যোহন 2:12 13নাজারেথ ছেড়ে এসে তিনি কফরনাহুম শহরে বসবাস করতে লাগলেন। এই শহরটি ছিল গালীল হ্রদের উপকূলে সবুলুন ও নপ্তালি গোষ্ঠীর এলাকায়: 14নবী যিশাইয়ের ভবিষ্যদ্বাণী এভাবে পূর্ণ হলঃ#যিশা 9:1-2।
15হ্রদের তীরে জর্ডন নদীর ওপারে
সবুলুন ও নপ্তালি গোষ্ঠীর দেশ
বিজাতিদের বাসভুমি গালীল,
16নিরালায় অন্ধকারে আচ্ছন্ন ছিল যে জাতি
মহাজ্যোতি প্রত্যক্ষ করল তারা,
মৃত্যুর ছায়াঘেরা দেশে যারা ছিল অধিবাসী
তাদের মধ্যে জ্যোতির অভ্যুদয়।
17তখন থেকেই যীশু এই বাণী প্রচার করতে লাগলেন, তোমরা অনুতাপ কর, ফিরে এস।#মথি 3:2। ঐশরাজ্য সমাগত।
প্রভু যীশুর প্রথম শিষ্যদল
(মার্ক 1:16-20; লুক 5:1-11)
18একদিন যীশু গালীল হ্রদের ধার দিয়ে যাবার সময় শিমোন যাঁর অপর নাম পিতর ও তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। এঁরা ছিলেন জেলে। তাঁরা তখন হ্রদে জাল ফেলে মাছ ধরছিলেন।#মার্ক 1:16-20; লুক 5:1-11 #যোহন 1:40 19যীশু তাঁদের বললেন, তোমরা এস আমার সঙ্গে। আমি তোমাদের করে তুলব মানুষ-ধরা জেলে।#মথি 13:47; যিহি 47:10 20তাঁরা জাল ফেলে রেখে তখনই যীশুর সঙ্গ নিলেন।#মথি 19:27।
21কিছু দূর এগিয়ে যীশু অন্য দুই ভাইয়ের দেখা পেলেন। এঁরা হলেন সিবদিয়ের পুত্র যাকোব ও যোহন। দুভাই তাঁদের পিতা সিবদিয়ের সঙ্গে নৌকায় বসে জাল সারাচ্ছিলেন। যীশু তাঁদেরও ডাকলেন। 22তাঁরা নৌকা ফেলে রেখে ও তাঁদের পিতাকে ছেড়ে তখনি যীশুর সঙ্গী হলেন।
সুসমাচার প্রচার ও রোগ নিরাময়
(লুক 6:17-19)
23সমগ্র গালীল অঞ্চলে যীশু পরিভ্রমণ করতে লাগলেন। সেখানকার বিভিন্ন সমাজভবনে তিনি শিক্ষা দিতেন, ঐশরাজ্যের সুসমাচার করতেন এবং লোকদের সব রকম রোগব্যাধি নিরাময় করে তুলতেন।#মার্ক 1:39; লুক 4:15; প্রেরিত 10:38। 24তাঁর খ্যাতি সমগ্র সিরিয়ায় ছড়িয়ে পড়ল। ফলে লোকে তাঁর কাছে নিয়ে আসতে লাগল বিবিধ রোগব্যাধি ও ব্যথা-বেদনায় ক্লিষ্ট ব্যক্তিদের, অপদেবতাগ্রস্তদের, মৃগী রোগী ও পক্ষাঘাতে পঙ্গু লোকদের। তিনি তাদের সুস্থ করে তুলতেন।#মার্ক 6:55 25গালীল, ডেকাপলি,#4:25 ডেকাপলি: দশটি স্বাধীন রাজ্যের মুক্ররাষ্ট্রীয় এলাকা। জেরুশালেম, যিহুদীয়া এবং জর্ডন নদীর ওপারের অঞ্চল থেকে বিরাট জনতা এসে অনুসরণ করতে লাগল।#মার্ক 3:7-8; লুক 6:17-19

Currently Selected:

মথি 4: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in