মথি 5
5
যীশুখ্রীষ্টের নীতিশিক্ষা
পর্বতে প্রদত্ত যীশুর উপদেশ
1যীশুর চারিদিকে অসংখ্য জনতার সমারোহ। তাই দেখে যীশু এক পাহাড়ের উপরে গিয়ে বসলেন। তাঁর শিষ্যেরা তাঁর কাছে সমবেত হলেন।#লুক 6:20-26 2যীশু তখন তাঁদের এই শিক্ষা দিতে আরম্ভ করলেনঃ
3অহংবোধ নেই তাদের তারাই ধন্য,
ঐশ্যরাজ্য তাদেরই।#যিশা 57:15।
4শোকার্ত যারা,
তারাই ধন্য সান্ত্বনা পাবে তারা।#গীত 126:5; যিশা 61:3; প্রেরিত 7:27
5বিনম্র হৃদয় যাদের,
তারাই ধন্য পৃথিবীর উত্তরাধিকার তাদেরই।#গীত 37:11; যাকোব 2:13; গীত 24:4; 51:10; 73:1; ১ যোহন 3:2-3; হিব্রু 12:14
6ন্যায় প্রতিষ্ঠার জন্য ক্ষুধিত ও তৃষিত হৃদয় যাদের,
পরিতৃপ্ত হবে তাদের বাসনা।
7অপরের প্রতি করুণায় পূর্ণ যাদের হৃদয় তারাই ধন্য।
ঈশ্বরের করুণা তাদেরই জন্য
8অন্তর যাদের নির্মল, তারাই ধন্য,
তারা পাবে ঈশ্বরের দর্শন।
9শান্তি স্থাপনে উদ্যোগী যারা, তারাই ধন্য,
ঈশ্বরের সন্তান নামে আখ্যাত হবে তারা।
10ন্যায় প্রতিষ্ঠার জন্য নিপীড়িত যারা, তারাই ধন্য, ঐশ রাজ্য তাদেরই।#১ পিতর 3:14; ১ পিতর 4:14; যোহন 15:21; যাকোব 5:10; হিব্রু 11:33-38; ১ পিতর 4:13
11আমার অনুগামী হয়েছ বলে যখন তোমরা অপমানিত ও লাঞ্ছিত হবে। সর্বপ্রকার অপবাদে ধিক্কৃত হবে, তখন তোমরা নিজেদের ধন্য মনে করো। 12তখন তোমরা আনন্দ করো, উল্লাসিত হয়ো, কারণ তোমাদের জন্য স্বর্গে সঞ্চিত রয়েছে মহার্ঘ পুরস্কার। তোমাদের পূর্বে যে নবীরা ছিলেন তাঁরাও অনুরূপ নির্যাতন ভোগকরেছেন।
লবণ ও জ্যোতি
(মার্ক 9:50; লুক 14:34-35)
13তোমরাই পৃথিবীর লবণ। লবণ যদি তার স্বাদ হারায় তবে তার স্বাদ ফিরিয়ে আনার কোন উপায় থাকে না। সেই লবণ আর কোন কাজেই আসে না। তাকে বাইরে ফেলে দেওয়া হয়, আর লোকে তা মাড়িয়ে যায়।#মার্ক 9:50; লুক 14:34-35
14তোমরা এ জগতের জ্যোতি। শৈল শিখরে অবস্থিত নগর দৃষ্টির আড়ালে থাকতে পারে না#যোহন 8:12 15দীপ জ্বেলে কেউ ঢাকা দিয়ে রাখে না, দীপাধারের উপরেই তুলে দেয় যাতে ঘরের সকলেই আলো পায়।#মার্ক 4:21; লুক 8:16; 11:33 16তোমাদের দ্বীপ্তিও তেমনিভাবে মানুষের সামনে উজ্জ্বল হয়ে উঠুক। তোমাদের সৎ কাজ দেখে তারা যেন তোমাদের স্বর্গনিবাসী পিতার জয়গান করে।#ইফি 5:8-9; ১ পিতর 2:12; যোহন 15:8
মোশির বিধান সম্বন্ধে শিক্ষা
17মনে করো না যে মোশির বিধান ও নবীদের শিক্ষা বিলোপ করতে আমি এসেছি। বিলোপ করতে নয়, বরং তার পূর্ণ রূপায়ণের জন্যই আমার আগমন।#মথি 3:15; রোমীয় 3:31; 10:4; মথি 24:35; লুক 16:17; 21:30। 18আমি তোমাদের সত্যই বলছি, স্বর্গ-মর্ত্যের অস্তিত্ব যতদিন থাকবে, যতদিন না বিধানের সব কিছুই সার্থক হয়ে উঠবে, ততদিন বিধানের বিন্দুবিসর্গও লোপ পাবে না। 19নৈতিক বিধানের সামান্যতম নির্দেশও যে অমান্য করে এবং অন্যদেরও তা করতে শিক্ষা দেয়, স্বর্গরাজ্যে তার স্থান হবে সবার নীচে। কিন্তু যে তা পালন করে এবং অন্যদেরও পালন করতে শিক্ষা দেয় স্বর্গরাজ্যে সে হবে মহান।#যাকোব 2:10 20তাই আমি তোমাদের বলছি, শাস্ত্রী ও ফরিশীদের চেয়ে তোমাদের ধর্মাচরণের মান যদি উন্নত না হয় তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না।
ক্রোধ ও বিদ্বেষ সম্পর্কে সতর্কবাণী
21তোমরা শুনছে, অতীতে তোমাদের পূর্ব-পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছিল, ‘তোমরা নরহত্যা করো না, হত্যাকারীকে দন্ডিত হতে হবে।’#যাত্রা 20:13; 21:12; লেবীয় 24:17; দ্বি.বি. 17:8-9; ১ যোহন 3:15; মার্ক 11:25 22কিন্তু আমি এখন তোমাদের বলছি, যে তার ভাইদের উপর রাগ করে তারও দন্ড হবে। আর ভাইকে হেয় করে যে কথা বলবে তাকে বিচার সভায় হাজির করা হবে। যে তার ভাইকে মূর্খ বলে গাল দেবে, নরকের জ্বলন্ত আগুনেই তার স্থান হবে। 23বেদীতে নৈবেদ্য নিবেদন করতে গিয়ে যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোন অভিযোগ আছে, 24তাহলে বেদীর সামনে নৈবেদ্য রেখে ফিরে যাও, আগে ভাইয়ের সঙ্গে মিটমাট কর, তারপরে এসে নৈবেদ্য উৎসর্গ কর।
25তোমার বিরুদ্ধে কেউ যদি মামলা রুজু করে তাহলে আদালতে যাবার আগেই তার সঙ্গেই ব্যবস্থা করে নাও, কারণ সেখানে তোমার প্রতিবাদী তোমাকে বিচারকের সামনে হাজির করবে, তিনি তোমাকে কারারক্ষকের কাছে পাঠিয়ে দেবেন এবং তুমি কারাদন্ড ভোগ করবে।#মথি 6:14-15; 18:35; লুক 12:58-59; যাত্রা 20:14; ইয়োব 31:1; ২ পিতর 2:14 26আমি বলছি, তোমার দেনা কড়াগন্ডায় শোধ না হওয়া পর্যন্ত তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না।
ব্যভিচার সম্বন্ধে সতর্কবাণী
27‘ব্যভিচার করো না’, এই নিদের্শের কথা তোমরা শুনেছ। 28কিন্তু আমি তোমাদের বলছি, কোন নারীর দিকে কেউ যদি কুদৃষ্টি দেয় তাহলে সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। 29তোমার ডান চোখ যদি তোমাকে পাপে প্রলুব্ধ করে তবে সেটা উপড়ে ফেলে দাও। তোমার সম্পূর্ণ দেহ নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং একটি অঙ্গের হানি হওয়া অনেক ভাল।#মথি 18:8-9; মার্ক 9:42-47; কল 3:5 30আর তোমার ডান হাত যদি পাপের পথে তোমাকে প্ররোচনা দেয়, তবে সেটা কেটে ফেলে দাও। তোমার সম্পূর্ণ দেহ নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে একটি অঙ্গ হারানো বরং ভাল।
বিবাহ বিচ্ছেদ সম্পর্কে উপদেশ
(মথি 19:9; মার্ক 10:11-12; লুক 16:18)
31এই নিদের্শ দেওয়া হয়েছিল, ‘কেউ যদি তার স্ত্রীকে পরিত্যাগ করতে চায় তবে সে তার স্ত্রীকে একটি ত্যাগপত্র লিখে দেবে'-#মথি 19:3-9; দ্বি.বি. 24:1 32কিন্তু আমি এখন তোমাদের বলছি, অবৈধ সংসর্গ ভিন্ন অন্য কারণে কেউ যদি আপন স্ত্রীকে পরিত্যাগ করে তবে সে তার স্ত্রীকে ব্যভিচারে প্রবৃত্ত করায়। সেই স্বামীপরিত্যক্তাকে যে বিবাহ করে সেও ব্যভিচারী হয়।#লুক 16:18; ১ করি 7:10-11
শপথ সম্বন্ধে শিক্ষা
33তোমরা শুনেছ, পূর্বকালের লোকদের বলা হয়েছিল, ‘শপথ ভঙ্গ করো না, প্রভুর কাছে যা মানত করবে তা অবশ্যই পূর্ণ করবে’।#যাত্রা 20:7; লেবীয় 19:12; গণনা 30:2 34কিন্তু আমি তোমাদের বলছি, আদৌ কোনও দিব্য করো না, স্বর্গের নামে নয়, কারণ সেখানে রয়েছে ঈশ্বরের সিংহাসন,#মথি 23:16-22; যিশা 66:1; প্রেরিত 7:49 35পৃথিবীর নামেও নয়, কারণ পৃথিবী হল তাঁর পাদপীঠ, কিম্বা জেরুশালেমের নামেও নয়, কারণ তা হল রাজ রাজেশ্বরের রাজধানী।#গীত 48:2 36তোমরা তোমাদের মাথার দিব্যও দিও না, কারণ মাথার এক গাছি চুলকে কালো কিম্বা সাদা করার ক্ষমতা তোমাদের নেই। 37তোমাদের বক্তব্য সম্মতিসূচক হলে বল, ‘হ্যাঁ’, আর অসম্মতিসূচক হলে বল, ‘না’। এর অতিরিক্ত সব কথাই শয়তানের প্ররোচনা।#২ করি 1:17; যাকোব 5:12
প্রতিশোধ সম্পর্কে শিক্ষা
(লুক 6:29-30)
38‘চোখের বদলে চোখ ও দাঁতের বদলে দাঁত’, এই নীতির কথা তোমরা শুনেছ।#লেবীয় 24:19-20 39কিন্তু আমি এখন বলছি, তোমার প্রতি যে অন্যায় করেছে তার প্রতিশোধ নিও না। কেউ যদি তোমার ডান গালে চড় মারে তোমার বাম গালও তার দিকে বাড়িযে দাও।#লুক 6:27-36 #লেবীয় 19:18 40কেউ যদি তোমার বিরুদ্ধে মামলা করে তোমার জামাটি নিতে চায় তাহলে তোমার চাদরটিও তাকে দিযে দাও।#১ করি 6:7 41কর্তৃস্থানীয় কেউ যদি জোর করে তোমাকে তার সঙ্গে এক মাইল হাঁটতে বাধ্য করে, তুমি তার সঙ্গে দুমাইল পথ চলে যাও। 42কেউ যদি তোমার কাছে কিছু চায় তা তাকে দিয়ে দিও। আর কেউ ধার চাইলে তাকে তুমি বিমুখ করো না।
শত্রুর প্রতি ভালবাসা
(লুক 6:27-28,32-36)
43‘বন্ধুকে ভালবাসবে। আর শত্রুকে ঘৃণা করবে’, এ কথা তোমরা শুনেছ।#লেবীয় 19:18; যাত্রা 23:4-5 44কিন্তু আমি তোমাদের বলছি, শত্রুদেরও ভালবাসো, আর যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো।#রোমীয় 12:14-20; লুক 23:34; প্রেরিত 7:59 45তাহলে তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হতে পারবে। কারণ তাঁরই নির্দেশে ভাল-মন্দ নির্বিশেষে সকল মানুষকে সূর্য আলোক দান করে এবং ধার্মিক-অধার্মিক সকলের উপরেই বৃষ্টি বষির্ত হয়।#ইফি 5:1 46তোমাদের যারা ভালবাসে তোমরা যদি শুধু তাদেরই ভালবাসো তাহলে ঈশ্বরের কাছ থেকে কি পুরস্কার তোমরা প্রত্যাশা করতে পার? কর আদায়কারীরাও কি তাই করে না? 47তোমরা যদি কেবল তোমাদের ভাই-বন্ধুদেরই সাদর সম্ভাষণ জানাও, তাহলে অন্যদের চেয়ে এমন বেশী কি করলে? অন্য জাতির লোকেরাও তো তাই করে থাকে। 48তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সর্বগুণে সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও।#লেবীয় 19:2
Currently Selected:
মথি 5: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.