মথি 20
20
দ্রাক্ষাকুঞ্জের মজুরদের উপাখ্যান
1স্বর্গরাজ্য এমন একজন গৃহস্থের সঙ্গে তুলনীয় যিনি নিজের দ্রাক্ষাকুঞ্জে মজুর নিয়োগ করার জন্য ভোর বেলাতেই বেরিয়ে গিয়েছিলেন। 2তিনি মজুরদের সঙ্গে দৈনিক এক দীনার#20:2 দীনার: এক দীনার এক আধুলির সমান। মজুরী ধার্য করে তাদের পাঠিয়ে দিলেন তাঁর দ্রাক্ষাকুঞ্জে। 3বেলা প্রায় ন'টার সময় তিনি আবার বাজারে বেরিয়ে দেখলেন যে সেখানে আরও কয়েকজন বেকার লোক দাঁড়িয়ে আছে। 4তিনি তাদের বললেন, তোমরাও আমার বাগানে চলে যাও। ন্যায্যা মজুরীই আমি তোমাদের দেব। 5তাতে তারা চলে গেল। আবার বেলা বারোটায় ও তিনটেয় বেরিয়ে এসে তিনি একই কাজ করলেন। 6বেলা পাঁচটার সময় তিনি বাজারে এসে দেখলেন যে সেখানে তখনও কিছু লোক দাঁড়িয়ে আছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা সারাদিন এখানে বেকার দাঁড়িয়ে আছ কেন? 7তারা তাঁকে বলল, কেউ তো আমাদের কাজে লাগায় নি। তিনি তাদের বললেন, তবে তোমরা আমার বাগানে চলে যাও। 8সন্ধ্যাবেলা দ্রাক্ষাকুঞ্জের মালিক তার সরকারকে বললেন, মজুরদের ডেকে তাদের শেষের দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সবাইকে তাদের মজুরী দিয়ে দাও। 9যারা বেলা পাঁচটায় কাজে এসেছিল তারা প্রত্যেকে একটি করে দীনার পেল। 10যারা প্রথমে এসে কাজে লেগেছিল তারা ভেবেছিল যে তারা বেশি মজুরী পাবে। কিন্তু তারাও প্রত্যেকে একটি করে দীনার পেল। 11তখন তারা মালিকের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বলতে লাগল, 12এই শেষ বেলায় লোকগুলো মাত্র ঘন্টাখানেক খেটেছে, আর আমরা সারাদিন কষ্টভোগ করেছি, রোদ সহ্য করেছি, আর আপনি তাদের দিলেন আমাদেরই সমান মজুরী। 13মালিক তাদের একজনকে বললেন, শোন বাপু! তোমার প্রতি কোন অন্যায় তো আমি করি নি। এক দীনারেই তো তুমি রাজী হয়েছিলে? 14তোমরা যা পাওনা তুমি তা-ই নিয়ে চলে যাও। আমার ইচ্ছা, তোমাকে যেমন দিয়েছি, এই শেষের জনকেও তা-ই দেব। 15আমার অর্থ ইচ্ছামত ব্যয় করার অধিকার কি আমার নেই? না, আমি উদার লোক বলে তোমার অর্ন্তজ্বালা হচ্ছে?#রোমীয় 9:16-21; মথি 6:23 16এভাবে যারা শেষে আছে তারা হবে প্রথম এবং যারা প্রথমে আছে তাদের স্থান হবে শেষে।#মথি 19:30; 22:14
নিজ মৃত্যু সম্পর্কে তৃতীয় ভবিষ্যদ্বাণী
(মার্ক 10:32-34; লুক 18:31-34)
17জেরুশালেমে যাওয়ার পথে যীশু তাঁর বারোজন শিষ্যকে একান্তে ডেকে নিলেন এবং পথ চলতে চলতে তাঁদের বললেন,#মার্ক 10:32-34; লুক 18:31-33 18দেখ, আমরা এখন জেরুশালেমের দিকে চলেছি। সেখানে প্রধান পুরোহিত ও শাস্ত্রীদের হাতে মানবপুত্রকে সমর্পণ করা হবে।#মথি 13:21; 17:22-23 19তারা তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে বিজাতীয়দের হাতে তুলে দেবে। ওরা তাঁকে লাঞ্ছনা ও কশাঘাত করে ক্রুশে বিদ্ধ করবে। তারপর তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন।
এক জননীর আবেদন
20সিবদিয়ের স্ত্রী (যাকোব -যোহনের মা) তাঁর দুই ছেলেকে নিয়ে যীশুর কাছে এসে প্রণাম করে তাঁকে কিছু বলতে চাইলেন। #মার্ক 10:35-45 #মথি 10:2 21যীশু তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তিনি বললেন, এই প্রতিশ্রুতি আমাকে দিন যে যখন আপনি রাজা হবেন তখন যেন আমার এই দুই ছেলের একজন আপনার ডান দিকে, অন্যজন আপনার বাঁ দিকে বসতে পায়।#মথি 19:28 22যীশু বললেন, তোমরা যে কি চাইছ তা জান না। যে পাত্র থেকে আমি পান করতে চলেছি, সেই পাত্র থেকে তোমরা কি পান করতে পারবে? তাঁরা বললেন, হ্যাঁ আমরা পারবো।#মথি 26:39; যোহন 18:21; লুক 12:50। 23তিনি তাঁদের বললেন, তোমসরা সত্যিই আমার পাত্র থেকে পান করবে, কিন্তু কাউকে আমার ডান পাশে বা বাঁ পাশে বসতে দেবার অধিকার আমার হাতে নেই, আমার পিতা যাদের জন্য সেই স্থান নির্দিষ্ট করে রেখেছেন তারাই এই অধিকার পাবে।
24এ সব শুনে অন্য দশজন শিষ্য দুই ভাইয়ের উপর অত্যন্ত রুষ্ট হলেন।#লুক 22:24-26। 25কিন্তু যীশু তাঁদের কাছে ডেকে বললেন, তোমরা জান যে বিজাতীয়দের শাসনকর্তারা প্রজাদের উপর প্রভুত্ব করে, তাদের মধ্যে আবার যারা প্রধান তারা কর্তৃত্ব করে তাদের উপরে। 26তোমাদের পরস্পরের মধ্যে সে রকম সম্পর্ক নয়। তোমাদের মধ্যে যে বড় হতে চাইবে। তাকে হতে হবে তোমাদের পরিচারক।#মথি 23:11 27আর যে প্রধান হতে চাইবে, তাকে হতে হবে সকলের দাস।#মার্ক 9:35 28মানবপুত্র এসেছেন সেবা পেতে নয়, সেবা করতে এবং বহুজনের পরিবর্তে মুক্তিপণ স্বরূপ নিজ প্রাণ দিতে।#লুক 22:27; ফিলি 2:7; ১ তিম 2:6
অন্ধের দৃষ্টিলাভ
29জেরিকো ছেড়ে চলে যাবার সময়ে বিরাট জনতা তাঁকে অনুসরণ করতে লাগল।#মার্ক 10:46-52; লুক 18:35-43; মথি 15:22 30দুজন অন্ধ পথের ধারে বসেছিল, যীশু সেই পথ দিয়ে যাচ্ছেন শুনে তারা চীৎকার করে বলতে লাগল, গে প্রভু, দাউদ কুলতিলক, আমাদের প্রতি দয়া করুন। 31লোকে তাদের ধমক দিয়ে চুপ করতে বলছিল, কিন্তু তারা আরও জোরে চীৎকার করতে লাগল, হে প্রভু, দাউদ কুলতিলক, আমাদের প্রতি দয়া করুন। 32যীশু সেখানে থামলেন এবং তাদের ডেকে বললেন, তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করব? 33তারা তাঁকে বলল, প্রভু, আমরা যেন দেখতে পাই। 34যীশু করুণায় বিগলিত হয়ে তাদের চোখ স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টি ফিরে পেল এবং তাঁকে অনুসরণ করতে লাগল।
Currently Selected:
মথি 20: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.