1
মথি 20:26-28
পবিএ বাইবেল CL Bible (BSI)
তোমাদের পরস্পরের মধ্যে সে রকম সম্পর্ক নয়। তোমাদের মধ্যে যে বড় হতে চাইবে। তাকে হতে হবে তোমাদের পরিচারক। আর যে প্রধান হতে চাইবে, তাকে হতে হবে সকলের দাস। মানবপুত্র এসেছেন সেবা পেতে নয়, সেবা করতে এবং বহুজনের পরিবর্তে মুক্তিপণ স্বরূপ নিজ প্রাণ দিতে।
Compare
Explore মথি 20:26-28
2
মথি 20:16
এভাবে যারা শেষে আছে তারা হবে প্রথম এবং যারা প্রথমে আছে তাদের স্থান হবে শেষে।
Explore মথি 20:16
3
মথি 20:34
যীশু করুণায় বিগলিত হয়ে তাদের চোখ স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টি ফিরে পেল এবং তাঁকে অনুসরণ করতে লাগল।
Explore মথি 20:34
Home
Bible
Plans
Videos