YouVersion Logo
Search Icon

মথি 13

13
যীশু বপনের উপাখ্যান
(মার্ক 4:1-9; লুক 8:4-8)
1যীশু বাড়ি থেকে বেরিয়ে সেদিন সাগরে ধারে গিয়ে বসেছিলেন।#মার্ক 4:1-20; লুক 8:4-15 2তাঁর চারপাশে ভিড় জমতে লাগল। তখন তিনি একখানি নৌকায় উঠে বসলেন এবং জনতা সাগর পারে দাঁড়িয়ে রইল। 3উপমার ছলে তিনি তাদের অনেক কথাই বললেন। তিনি বললেন, একজন কৃষক বীজ বুনতে গেল। বীজ বোনার সময় কিছু বীজ পথের ধারে পড়ল 4এবং পাখিরা এসে সেগুলি খেয়ে ফেলল। 5আর কিছু বীজ পড়ল পাথুরে জমিতে, সেখানে মাটি বেশী ছিল না। পর্যাপ্ত মাটি না থাকায় বীজগুলি তাড়াতাড়ি, অঙ্কুরিত হল। 6কিন্তু সূর্য উঠলে অঙ্কুরগুলি রোদে পুড়ে গেল এবং তাদের শিকড় না থাকায় সেগুলি শুকিয়ে গেল। 7কিছু বীজ পড়ল কাঁটাঝোপের মধ্যে, কাঁটাঝোপ বেড়ে উঠে বীজগুলিকে ঢেকে ফেলল। 8অন্য বীজগুলি ভাল জমিতে পড়ল এবং ফলবন্ত হয়ে কোথাও শতগুণ, কোথাও ষাটগুণ, কোথাও ত্রিশগুণ ফসল দিল। 9যার কান আছে সে শুনুক একথা।
রূপকের মাধ্যমে শিক্ষা
10শিষ্যরা তাঁর কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কেন রূপকের সাহায্যে ওদের সঙ্গে কথা বলছেন?
11তিনি তাদের বললেন, স্বর্গরাজ্যের নিগূঢ় রহস্য জানার অধিকার তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওদের দেওয়া হয় নি।#১ করি 2:6-10 12কারণ যার কিছু আছে তাকে আরও দেওয়া হবে, যাতে সে প্রচুর পায়। কিন্তু যার কিছুই নেই, তার যা আছে তার কাছে থেকে তা কেড়ে নেওয়া হবে।#মথি 15:29; মার্ক 4:25; লুক 8:18; 12:48; 19:26 13এ জন্যই আমি ওদের কাছে রূপকের সাহায্যে কথা বলি, কারণ তারা দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না এবং বুঝতেও পারে না।#দ্বি.বি. 29:4 14নবী যিশাইয় যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা তাদের দ্বারাই পূর্ণ হচ্ছে: তোমরা শুনে যাবে, কিন্তু বুঝবে না, চেয়ে থাকবে, কিন্তু কিছুই দেখবে না।#যিশা 6:9-10; যোহন 12:40; প্রেরিত 28:26-27
15কারণ এ জাতির বোধশক্তি লোপ পেয়েছে, তাদের শ্রবণ হয়েছে বধির, দৃষ্টিও হয়েছে আচ্ছন্ন, যদি এরা চোখে দেখতে এবং কানে শুনে অন্তরে উপলব্ধি করে আমার কাছে ফিরে আসতো, তাহলে আমি তাদের সুস্থ করতাম।
16কিন্তু তোমরা কত ভাগ্যবান! তোমরা চোকে দেখতে পাও, কানেও শুনতে পাও,#লুক 10:23-24 17আমি তোমাদের সত্যই বলছি, তোমরা যা দেখতে পাচ্ছ, বহু নবী ও ধর্মনিষ্ঠ ব্যক্তি তা দেখতে চেয়েও দেখতে পান নি। তোমরা যা শুনছ, তাঁরা তা শুনতে চেয়েও শুনতে পান নি।
বীজ বপনের রূপকের ব্যাখ্যা
(মার্ক 4:13-20; লুক 8:10-15)
18বীজবপনের রূপকের মর্ম তাহলে শোন। 19স্বর্গরাজ্যের কথা যে শোনে কিন্তু কিছুই বোঝে না, সে হল পথের ধারে পতিত বীজের মত। তার অন্তরে যা বপন করা হয় শয়তান এসে তা কেড়ে নিয়ে যায়। 20পাথুরে জমিতে যে বীজ পড়েছিল তা হল তারই প্রতীক যে সেই কথা শোনার সঙ্গে সঙ্গে সানন্দে তা গ্রহণ করে। 21কিন্তু তার অন্তরে মূল প্রবেশ করতে পারে না বলেই তা ক্ষণস্থায়ী হয় এবং এই বাক্যের জন্য কোন সঙ্কট বা নির্যাতন উপস্থিত হলেই সে পিছিয়ে পড়ে। 22কাঁটাঝোপের মধ্যে যে বীজ পড়েছিল তা হল তারই প্রতীক যে সেই বার্তা শোনে, কিন্তু তার সাংসারিক চিন্তা ও বিষয়াসক্তি ঐ বাক্যকে চেপে রাখে।#মথি 6:19-32; ১ তিম 6:9 23আর ভাল জমিতে যে বীজ ছড়ানো হয়েছিল, সেগুলি হল তাদেরই প্রতীক যারা সেই বাক্য শুনে উপলব্ধি করতে পারে। তারা সত্যই ফলবান হয়ে ওঠে, এবং তাদের কেউ শতগুণ, কেউ ষাটগুণ কেউ বা ত্রিশগুণ ফল উৎপাদন করে।
শ্যামাঘাসের উপাখ্যান
24যীশু তাঁদের আর একটি উপাখ্যানের মাধ্যমে বললেন, স্বর্গরাজ্যের তুলনা এমন একটি লোকের সঙ্গে করা যায় যে তার জমিতে ভাল বীজ বুনল।#মথি 13:36-43 25তারপর রাত্রে সকলে ঘুমিয়ে পড়লে তার শত্রু এসে গমের মধ্যে শ্যামাঘাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল। 26চারাগুলো বড় হবার পর যখন শীষ দেখা দিল তখন শ্যামাঘাসও দেখতে পাওয়া গেল। 27মালিকের ভৃত্যেরা এসে তাঁকে বলল, কর্তা, আপনি তো আপনার জমিতে ভাল বীজই বুনেছিলেন। তবে শ্যামাঘাস এল কোথা থেকে? 28সে তাদের বলল, কোন শত্রু এ কাজ করেছে। ভৃত্যেরা তাকে বলল, তাহলে বলুন, আমরা সেগুলো তুলে ফেলি। 29সে বলল, না শ্যামাঘাস তুলতে গিয়ে তোমরা হয়তো ঘাসের সঙ্গে গমের গাছগুলোই উপড়ে ফেলবে। 30ফসল কাটার সময় পর্যন্ত দুটোকেই বাড়তে দাও। ফসল কাটার সময়ে ফসল যারা কাটবে তাদের আমি বলে দেব, প্রথমে যেন তারা শ্যামাঘাসগুলো তুলে পোড়াবার জন্য আঁটি বেঁধে রাখে, তারপর গম সংগ্রহ করে আমার গোলায় এনে তোলে।#মথি 3:12।
সরিষা বীজ ও খামিরের উপমা
(মার্ক 4:30-32; লুক 13:18-20)
31তিনি তাদের আর একটি উপমা দিলেন, স্বর্গরাজ্য এমন একটি সরিষা বীজের মত, যা একজন লোক তার জমিতে বুনল।#মার্ক 4:30-32; লুক 13:18-19 32এই বীজটি অন্য সকল বীজের চেয়ে ছোট, কিন্তু যখন বেড়ে ওঠে তখন অন্য সব গাছকে ছাড়িয়ে যায়। এ তখন বৃক্ষে পরিণত হয়, আর পাখিরা এসে এর ডালে বাসা বাঁধে।#দানি 4:12-21; যিহি 17:23; 31:6; গীত 104:12
33তিনি তাদের আর একটি উপমা দিলেন, স্বর্গরাজ্য খামিরের মত, একজন স্ত্রীলোক যা নিয়ে তিন মণ ময়দার মধ্যে রাখল, পরে সমস্তটাই গেঁজে উঠল।#লুক 13:20-21
উপমার প্রয়োজনীয়তা
(মার্ক 4:33-34)
34উপমার মাধ্যমে যীশু এ সমস্ত কথা জনতাকে বললেন। উপমা ছাড়া তিনি তাদের কিছুই বলতেন না।#মার্ক 4:33-34 35যাতে নবী যিশাইয়ের এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়: উপমাচ্ছলেই আমি কথা বলব, সৃষ্টির প্রারম্ভ থেকে যা গুপ্ত রয়েছে তা ব্যক্ত করব।#গীত 78:2
শ্যামাঘাসের উপমার ব্যাখ্যা
36তারপর যীশু জনতার কাছ থেকে ফিরে এলেন বাড়িতে। তাঁর শিষ্যেরা তাঁর কাছে এসে বললেন, মাঠে ছড়িয়ে দেওয়া শ্যামাঘাসের উপমাটা আমাদের বুঝিয়ে বলুন।
37তিনি তাঁদের বললেন, ভাল বীজ যিনি বোনেন তিনি হলেন মানবপুত্র, 38আর জমিটা হল এই জগৎ। স্বর্গরাজ্যের সন্তানেরা হচ্ছে ভাল বীজ, আর শ্যামাঘাস হল শয়তানের সাঙ্গপাঙ্গ, 39এবং যে শত্রু ঐ বীজ বুনেছিল সে হল স্বয়ং শয়তান। ফসল কাটার সময়টি জগতের অন্তিমকাল এবং স্বর্গদূতেরা হলেন শস্য সংগ্রহকারী। 40যে ভাবে শ্যামাঘাস তুলে নিয়ে আগুনে পোড়ানো হয়, জগতের অন্তিমকালে তা-ই করা হবে।#যোহন 15:6 41মানবপুত্র তাঁর দূতদের পাঠাবেন। তাঁরা তাঁর রাজ্য থেকে দুরাচারী ও পাপের প্ররোচনা দেয় এমন সব লোককে আলাদা করে#সফ 1:3; মথি 7:23; 25:31-46 42অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। সেখানে তারা অনুশোচনা ও আক্ষেপ করবে।#মথি 8:12 43ধার্মিকেরা তাদের পিতার রাজ্যে সূর্যের মত দ্বীপ্তিমান হয়ে উঠবে। যার বলে আছে সে শুনুক।#দানি 12:3
গুপ্তধন মুক্তা ও টানাজালের উপমা
44স্বর্গরাজ্য ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখা গুপ্তধনের মত। একটি লোক তার সন্ধান পেয়ে তা গোপন করে রাখল। পরে সে মনের আনন্দে ফিরে গিয়ে তার সর্বস্ব বিক্রী করে সেই ক্ষেতটি কিনে নিল।#ফিলি 3:7; হিতো 2:4
45স্বর্গরাজ্যের তুলনা এই ভাবে দেওয়া যায়: এক বণিক যে সেরা মুক্তার খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। 46একটি বহুমূল্য মুক্তোর সন্ধান পেয়ে সে গিয়ে তার যা কিছু ছিল সব বিক্রী করে দিল এবং সেই মুক্তাটি কিনে নিল।#হিতো 8:10-11
47আবার স্বর্গরাজ্য একখানি টানাজালের মত। জালটি সমুদ্রে ফেলা হল এবং তাতে সব রকমের মাছ ধরা পড়ল। 48জাল বোঝাই হতে গেলে লোকে সেটিকে টেনে ডাঙ্গায় তুলল। তারা ভাল মাছগুলি বেছে ঝুড়িতে রাখল এবং যে মাছগুলি নেবার মত নয় সেগুলি বাইরে ফেলে দিল। 49জগতের অন্তিমকালে ঠিক এ রকমই হবে। স্বর্গদূতেরা এসে ধার্মিকদের মধ্যে থেক দুষ্টদের আলাদা করে#মথি 25:32 50অগ্নিকুণ্ডে ফেলে দেবে। সেখানেই তারা অনুশোচনা ও আক্ষেপ করবে।
নূতন ও পুরাতন রত্ন
51যীশু তাঁদের জিজ্ঞাসা করলেন, এ সমস্ত কথা কি তোমরা বুঝতে পেরেছ? তাঁরা তাঁকে বললেন, হ্যাঁ।
52তিনি তাঁদের আবার বললেন, কাজেই স্বর্গরাজ্য সম্বন্ধে সুশিক্ষিত শাস্ত্রগুরু এমন একজন গৃহস্থের মত যিনি নিজের ভাণ্ডার থেকে নূতন ও পুরাতন রত্ন বার করে আনতে পারবেন।
নিজ নগরে যীশু প্রত্যাখ্যাত
53গল্পের ছলে এ সমস্ত কথা শেষ করে যীশু সেখান থেকে চলে গেলেন।#মার্ক 6:1-6; লুক 4:15-30 54নিজের দেশে এসে সমাজভবনে তিনি জনতাকে শিক্ষা দিতে লাগলেন। এতে তারা অবাক হয়ে বলল, এত জ্ঞান এবং এমন সব অলৌকিক কার্যের শক্তি এ কোথা থেকে পেল?#মথি 7:28; 11:1; 19:1; 26:1; যোহন 7:15 55এ না সেই ছুতোর মিস্ত্রীর ছেলে? এর মায়ের নাম না মরিয়ম? যাকোব , যোষেফ, শিমোন ও যিহুদা কি এর ভাই নয়? 56এর বোনেরা কি সকলে আমাদের এখানে নেই? তবে এসব সে কোথা থেকে পেয়েছে? 57তারা তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠল।
যীশু তাদের বললেন, একমাত্র নিজের দেশ ও আত্মীয়স্বজন এবং নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও কোন নবী অসম্মানিত হন না।#যোহন 4:44; 7:52 58তাদের অবিশ্বাসের জন্য তিনি সেখানে বেশী অলৌকিক কাজ করলেন না।

Currently Selected:

মথি 13: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in