লুক 2
2
প্রভু যীশুর জন্ম
(মথি 1:18-25)
1সেই সময় রোমসম্রাট অগাষ্টাস সীজার ঘোষণা করলেন যে তাঁর সাম্রাজ্যের সমস্ত প্রজাকে নিজেদের নাম তালিকাভুক্ত করতে হবে। 2এইটিই ছিল সর্বপ্রথম লোকগণনা। এই সময়ে কুরীণীয় ছিলেন সিরিয়ার শাসনকর্তা। 3তাই সমস্ত লোক নিজ নিজ নাম তালিকাভুক্ত করার জন্য যে যার দেশে যেতে লাগল।
4যোষেফ ছিলেন দাউদের বংশধর। তাই তিনি গালীল প্রদেশের নাসরত নগর থেকে যিহুদীয়ায় দাউদের আদি নিবাস বেথলেহেমে গেলেন। 5সঙ্গে ছিলেন তাঁর বাগদত্তা স্ত্রী মরিয়ম, তিনি তখন সন্তানসম্ভবা।#লুক 1:27 6তাঁরা যখন বেথলেহেমে গিয়ে উপস্থিত হলেন, সেই সময় মরিয়মের প্রসবকাল পূর্ণ হল, 7তাঁর প্রথম শিশুপুত্র জন্মগ্রহণ করল। তিনি শিশুটিকে কাপড়ে জড়িয়ে একটি গোয়াল ঘরে জাবপাত্রে শুইয়ে রাখলেন। কারণ পান্থশালায় তাঁদের জন্য জায়গা ছিল না।#মথি 1:25
মেষপালকদের কাছে প্রভু যীশুর জন্মবার্তা
(মথি 1:18-25)
8সেই অঞ্চলে মেষপালকেরা রাতের বেলায় মাঠে ইজেদের মেষপাল পাহারা দিচ্ছিল। 9এমন সময় সহসা প্রভুর#2:9 ঈশ্বরের নামের পরিবর্তে ব্যবহৃত। এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন। প্রভুর আলোক-দীপ্ত মহিমায় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। ভীষণ ভয় পেয়ে গেল তারা। 10দূত বললেন, ভয় পেয়ো না তোমরা, শোন, আমি তোমাদের কাছে এক মহানন্দের বার্তা এনেছি, এ আনন্দ সর্বমানবের জন্যই। 11দাউদের আদি নিবাস বেথলেহেম নগরে তেমাদের জন্য এক পরিত্রাতা জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন প্রভু খ্রীষ্ট#2:11 খ্রীষ্ট অর্থাৎ অভিষিক্ত।, 12একটি গোয়াল ঘরে জাবপাত্রে কাপড়ে জড়িয়ে তাঁকে শুইয়ে রাখা হয়েছে —এই চিহ্ন দেখেই তোমরা তাঁকে চিনতে পারবে।
13দূতের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সহসা স্বর্গদূতের বিশাল এক বাহিনী এসে তাঁর সঙ্গে যোগ দিয়ে ঈশ্বরের জয়গান করতে লাগলেনঃ#দানি 7:10
14ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমামর্ত্যলোকে তাঁর প্রীতিভাজনমানবের মাঝে বিরাজ করুক শান্তি।#লুক 19:38; যিশা 57:19; ইফি 2:14-17
15স্বর্গদূতেরা স্বর্গে ফিরে গেলে মেষপালকেরা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, চল বেথলেহেমে যাই। প্রভু যে ঘটনার কথা আমাদের জানালেন, দেখে আসি। 16তারা ব্যস্ত হয়ে রওনা দিল। সেখানে গিয়ে মরিয়ম যোষেফ ও জাবপাত্রে শোয়নো শিশুটিকে দেখতে পেল। 17শিশুটিকে দেখার পর তার সম্বন্ধে স্বর্গদূত তাদের যে কথা বলেছিলেন, সে কথা তারা সকলের কাছে বলল। 18মেষপালকদের কথা যারা শুনল তারা সকলেই খুব অবাক হয়ে গেল। 19মরিয়ম কিন্তু সব কথা স্মরণে রাখলেন এবং মনে মনে এই ব্যাপার নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন।#লুক 2:51 20দূতের মুখে মেষপালকেরা যেমন শুনেছিল ঠিক তেমনটিই দেখতে পেয়ে তারা ঈশ্বরের গৌরব ও স্তুতি করতে করতে ফিরে গেল।
যীশুর নামকরণ
21আটদিন পর, সুন্নত অনুষ্ঠানের দিনে শিশুটির নামকরণ করা হল যীশু, শিশুটি মাতৃগর্ভে আসার আগেই স্বর্গদূত তাঁর এই নাম দিয়েছিলেন।#লুক 1:31-59; লেবীয় 12:3
মন্দিরে শিশু যীশু
22মোশির বিধান অনুসারে শুচিকরণের দিন এলে মরিয়ম ও যোষেফ তাঁকে প্রভুর কাছে উৎসর্গ করার জন্য জেরুশালেমে নিয়ে গেলেন।#লেবীয় 12:1-8 23কারণ প্রভুর বিধানে লেখা আছে, প্রত্যেক প্রথমজাত পুত্রসন্তানকে প্রভুর উদ্দেশে উৎসর্গ করতে হবে এবং#যাত্রা 13:২-12,15 24সেই সঙ্গে বিধান অনুযায়ী ‘এক জোড়া ঘুঘু অথবা এক জোড়া কপোত শাবক’ বলিরূপে উৎসর্গ করার জন্য সেখানে নিয়ে গেলেন।#লেবীয় 5:11; 12:8
শিমিয়োনের স্তুতি ও ভবিষ্যদ্বাণী
25জেরুশালেমে সেই সময় এক ঈশ্বরভক্ত ও ধার্মিক ব্যক্তি ছিলেন, তাঁর নাম শিমিয়োন। পবিত্র আত্মা তাঁর উপরে অধিষ্ঠিত ছিলেন। ইসরায়েলের মুক্তির অপেক্ষায় দিন গুনতেন তিনি।#যিশা 40:1; 49:13 26পবিত্র আত্মা তাঁকে জানিয়েছিলেন যে, প্রভুর অভিষিক্তকে না দেখা পর্যন্ত তাঁর মৃত্যু হবে না। 27সেদিন তিনি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে মন্দিরে এলেন। শিশু-যীশুর মা-বাবা যখন বিধানসম্মত অনুষ্ঠান সম্পন্ন করার জন্য শিশুটিকে নিয়ে মন্দিরে প্রবেশ করলেন, তখন 28শিমিয়োন তাঁকে কোলে নিয়ে ঈশ্বরের স্তুতিগান করে বললেনঃ
29প্রভু তোমার প্রতিশ্রুতিপূর্ণ করেছে তুমি। তোমার দাসকে এবার শান্তিতে বিদায় দাও।#আদি 46:30
30আমার নয়ন যুগল দেখেছে তোমার পরিত্রাণ।#যিশা 40:5; 52:10
31সমস্ত জাতির সমক্ষে যা তুমি করেছ সম্পাদন।
32ইনিই সেই জ্যোতি —যিনি অন্যান্য জাতির কাছে ব্যক্ত করবেন তোমার সত্য।
ইনিই তোমার প্রজা ইসরায়েলের গৌরব।#যিশা 42:6; 49:6
33যীশুর সম্বন্ধে এই সমস্ত কথা শুনে তাঁর পিতামাতা আশ্চর্য হয়ে গেলেন। 34শিমিয়োন তারপর তাঁদের আশীর্বাদ করে জননী মরিয়মকে বললেন, দেখ, এই শিশু হবে ইসরায়েল জাতির অনেকেরই উত্থান এবং পতনের কারণ। এ সেই ঈশ্বরদত্ত নিদর্শন যার বিরুদ্ধে সকলে মুখর হয়ে উঠবে,#যিশা 8:14; মথি 21:42; ১ করি 1:23; ১ পিতর 2:8 35ফলে অনেকের গোপন মনোভাব হবে উদ্ঘাটিত এবং তীব্র দুঃখের শাণিত খড়্গাগাতে তোমার হৃদয় হবে বিদ্ধ।
হান্নার বন্দনা
36সেখানে হান্না নামে একজন মহিলা-নবী ছিলেন। তিনি আশের বংশের পনুয়েলের কন্যা। বয়স তাঁর অনেক হয়েছিল। বিবাহের সাত বৎসর পরে তিনি বিধবা হন এবং 37তারপর থেকে চুরাশি বৎসর বয়স পর্যন্ত তিনি বৈধব্য জীবন যাপন করেছিলেন। মন্দির ছেড়ে তিনি কোথাও যেতেন না, উপবাস ও প্রার্থনা সহকারে দিনরাত্রি ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকতেন।#১ তিম 5:5 38তিনিও ঠিক সেই সময়ে উপস্থিত হয়ে ঈশ্বরের স্তব করলেন এবং জেরুশালেমের মুক্তির প্রতীক্ষায় যারা ছিল তাদের সকলের কাছে শিশুটির কথা বলতে লাগলেন।#যিশা 52:9
নাসরতে প্রত্যাবর্তন
39প্রভুর বিধান অনুসারে করণীয় সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেল, তাঁরা গালীলে নিজেদের বাড়ি নাসরতে ফিরে এলেন। 40শিশু যীশু সেখানে বয়সে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সবল হতে লাগলেন এবং জ্ঞানেও পূর্ণ হয়ে উঠলেন। ঈশ্বরের অনুগ্রহ তাঁকে ঘিরে রইল।#লুক 1:80; 2:52
মন্দিরে কিশোর যীশু
41প্রতি বৎসর তারণোৎসবের#2:41 মিশরের দাসত্ব থেকে মোশির নেতৃত্বে ইহুদীদের মুক্তিকে স্মরণ করে এই পর্ব পালন করা হত। সময় যীশুর পিতামাতা জেরুশালেমে যেতেন।#যাত্রা 23:14-27 42তাঁর বয়স বারো বৎসর হলে প্রচলিত প্রথা অনুসারে তাঁরার জেরুশালেমে গেলেন। 43পর্ব শেষ হয়ে গেলে যখন তাঁরা ফিরে আসছেন, যীশু তখন থেকে গেলেন মন্দিরের মধ্যে। এ কথা তাঁর পিতামাতা জানতেন না।#যাত্রা 12:18 44তাঁরা মনে করেছিলেন সহযাত্রীদের সঙ্গেই তিনি আছেন। কিন্তু একদিনের পথ অতিক্রম করার পর তাঁরা আত্মীয়-স্বজন ও পরিচিত লোকদের মধ্যে যীশুর খোঁজ করতে লাগলেন। 45তাদের মধ্যে যীশুর সন্ধান না পেযে আবার তাঁরা খুঁজতে খুঁজতে জেরুশালেমে ফিরে গেলেন। 46তিন দিন পর তাঁরা তাঁকে মন্দিরের মধ্যে পেলেন, দেখলেন যীশু শাস্ত্রগুরুদের মাঝখানে বসে তাঁদের কথা শুনছেন ও তাঁদের প্রশ্ন করছেন। 47যারা যীশুর কথা শুনছিল, তারা সকলে তাঁর কথা শুনে ও বুদ্ধির পরিচয় পেয়ে অবাক হয়ে গেল। 48যীশুর পিতামাতা তাঁকে দেখতে পেয়ে হতবাক হয়ে গেলেন। তাঁর মা কাছে এসে বললেন, হ্যাঁ বাবা, কেন তুমি এ রকম কাজ করলে? দেখ তো, তোমার বাবা আর আমি ব্যাকুল হয়ে তেআমায় কত খুঁজে বেড়াচ্ছি। 49তিনি তাঁদের বললেন, কেন তোমরা আমায় খুঁজছিলেন? তোমরা কি জানতে না যে, আমাকে অবশ্যই আমার পিতার গৃহেই থাকতে হবে?#যোহন 2:16 50তাঁর এ কথার অর্থ তাঁরা বুঝতে পারলেন না।
51তারপর যীশু তাঁদের সঙ্গে নাসরতে ফিরে গেলেন এবং তাঁদের বাধ্য হয়ে চলতে লাগলেন। কিন্তু এই সব ঘটনা তাঁর মায়ের মনে গাঁথা রইল।#লুক 2:19 52যীশু বয়সে ও জ্ঞানে দিন দিন বৃদ্ধি পেতে লাগলেন এবং সেই সঙ্গে ঈশ্বর ও মানুষের প্রীতির পাত্র হয়ে উঠলেন।#১ শমু 2:26; হিতো 3:4
Currently Selected:
লুক 2: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.