লুক 1
1
1মহামান্য থিয়ফিল!
আমাদের সময় যে সমস্ত ঘটনা ঘটে গেছে, অনেকেই করেছেন। 2প্রত্যক্ষদর্শীরা এবং সুসমাচার প্রচারকেরা প্রথম থেকে যে ঐতিহ্য প্রবর্তন করে গেছেন, তারই অনুসরণে তাঁরা এইগুলি লিখেছেন।#যোহন 15:27 3আদ্যোপান্ত সমস্ত ঘটনার বিবরণ পুঙ্খানুপুঙ্খরূপে অনুসন্ধান করে এ সম্পর্কে একটি আনুপূর্বিক বিবরণ আপনার জন্য রচনা করা আমি সঙ্গত মনে করলাম,#প্রেরিত 1:1 4যেন যে বিষয়ে আপনি শিক্ষালাভ করেছেন, সেই সত্য সম্বন্ধে পূর্ণজ্ঞান লাভ করতে পারেন।
বাপ্তিষ্মদাতা যোহনের জন্মবার্তা ঘোষণা
5যিহুদীয়া দেশের রাজা হেরোদের রাজত্বকালে পুরোহিত অবিয়ের সেবক দলে সখরিয় নামে একজন পুরোহিত ছিলেন। তাঁর স্ত্রীর নাম ছিল ইলিশাবেত। ইনিও ছিলেন পুরোহিত-বংশের কন্যা।#১ বংশা 24:10 6এঁরা দুজনেই ঈশ্বরের দৃষ্টিতে শুদ্ধভাবে জীবনযাপন করতেন এবং প্রভুর সমস্ত আদেশ ও বিধান নিখুঁতভাবে মেনে চলতেন। 7তাঁদের কোন সন্তান ছিল না কারণ ইলিশাবেত ছিলেন বন্ধ্যা। তাছাড়া তাঁরা দুজনেই খুব বৃদ্ধ হয়ে পড়েছিলেন।
8একদিন সখরিয় তাঁর পালা অনুযায়ী মন্দিরে পরিচর্যার কাজ করছিলেন। 9পুরোহিতদের প্রথা অনুসারে সেই সময় প্রভুর মন্দিরে বেদীর সামনে ধূপ জ্বালাবার জন্য তিনিই মনোনীত হয়েছিলেন। তিনি যখন প্রভুর মন্দিরের মধ্যে ধূপ জ্বালাতে গেলেন,#যাত্রা 30:7 10তখন বাইরে জনতা ছিল প্রার্থনায় রত।
11এমন সময় বেদীর ডান দিকে, যেখানে ধূপ জ্বলছিল, ঠিক সেইখানে প্রভুর এক দূত আবির্ভূত হলেন। 12তাঁকে দেখে সখরিয় ভয়ে ও বিস্ময়ে বিহ্বল হয়ে পড়লেন। 13সেই দূত তাঁকে বললেন, ভয় পেয়ো না, সখরিয়। ঈশ্বর তোমার মিনতি শুনেছেন, তোমার স্ত্রী ইলিশাবেত একটি পুত্রের জননী হবে। তুমি তার নাম রেখো যোহন। 14এর ফলে তুমি পরম আনন্দ লাভ করবে এবং সে জন্মগ্রহণ করলে আরও অনেকেই আনন্দিত হবে। 15ঈশ্বরের দৃষ্টিতে সে হবে মহান। কোন প্রকার সুরা বা উত্তেজক পানীয় তাকে পান করতে দেবে না। কারণ মাতৃগর্ভ থেকেই পবিত্র আত্মা তার উপরে অধিষ্ঠান করবেন।#গণনা 6:3; বিচার 13:4-5; ১ শমু 1:11 16ইসরায়েল জাতির অনেককেই সে তাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে পিরিয়ে আনবে। 17সে প্রভুর অগ্রদূতরূপে নবী এলিয়ের মত ক্ষমতাসম্পন্ন হয়ে ঈশ্বরের কাজ করবে। পিতা ও সন্তানদের ফিরিয়ে এনে সে আবার তাদের মধ্যে মিলন ঘটিয়ে দেবে এবং বিপথগামী সমস্ত লোককে ধর্মস্থানে উদ্বুদ্ধ করবে। এইভাবে সে প্রভুর সমস্ত প্রজাকে প্রভুর জন্য প্রস্তুত করবে।#মথি 17:11-13; মালা 3:1; 4:5-6
18সখরিয় দূতকে বললেন, এ কথা যে সত্য তা আমি কেমন করে বুঝব? কারণ আমি বৃদ্ধ, আমার স্ত্রীরও অনেক বয়স হয়েছে। তখন সেই দূত বললেন,#আদি 18:11
19আমি ঈশ্বরের সেবক গাব্রিয়েল, তিনিই তোমাকে এই শুভ সংবাদ জানাবার জন্য আমাকে পাঠিয়েছেন।#দানি 8:16; 9:21; হিব্রু 1:14 20কিন্তু এই কথা যে উপযুক্ত সময়ে নিশ্চিতভাবে সফল হবেই, তা তচুমি বিশ্বাস করলে না। তাই এই ঘটনা না ঘটা পর্যন্ত তুমি বোবা হয়ে থাকবে।#লুক 1:45
21এদিকে বাইরে প্রতীক্ষারত জনতা অবাক হয়ে ভাবছিল, কেন সখরিয় আজ মন্দিরের মধ্যে এত দেরী করছেন? 22বাইরে বেরিয়ে এসে সখরিয় কোন কথা উচ্চারণ করতে পারলেন না। তিনি ইসারায় সকলকে তাঁর বক্তব্য বোঝাতে লাগলেন। জনতা তখন বুঝতে পারল যে, মন্দিরের মধ্যে তিনি কোন দিব্যদর্শন লাভ করেছেন।
23মন্দিরে তাঁর পরিচর্যার পালা শেষ হয়ে গেলে সখরিয় বাড়িতে ফিরে গেলেন। 24কিছুদিন পর তাঁর স্ত্রী ইলিশাবেত অন্তঃসত্ত্বা হলেন এবং পাঁচ মাস প্রকাশ্যে কোথাও বার হলেন না। 25তিনি মনে মনে বললেন, এতকাল পরে প্রভু আমার প্রতি কৃপা করলেন। লোকসমাজে তিনি আমার অপবাদ দূর করলেন।#আদি 30:7
প্রভু যীশুর জন্মবার্তা ঘোষণা
26সখরিয়ের দিব্যদর্শন লাভের ছয়মাস পরে ঈশ্বর তাঁর দূত গাব্রিয়েলকে গালীল প্রদেশের নাসরত নামে এক নগরে প্রেরণ করলেন। 27এবার তিনি সংবাদ নিয়ে গেলন এক কুমারী তরুণীর কাছে, নাম তাঁর মরিয়ম। দাউদ-কুলের যোষেফ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল।#লুক 2:5; মথি 1:16-18 28দূত গাব্রিয়েল তাঁর কাছে গিয়এ তাঁকে বললেন, শুভমস্তু অনুগৃহীতে, কল্যাণ হোক তোমার, প্রভু তোমার সঙ্গে আছেন!
29দূতের কথা শুনে মরিয়ম বিচলিত হয়ে পড়লেন। তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন, এ কমন সম্ভাষণ! কি এর অর্থ! 30দূত তাঁকে বললেন, ভয় পেয়ো না মরিয়ম, ঈশ্বরের অনুগ্রহ তুমি লাভ করেছ। 31একটি পুত্রের জননী হবে তুমি, তাঁর নাম রেখো যীশু।#যিশা 7:14; মথি 1:21-23 32তিনি হবেন মহান। পরাৎপর ঈশ্বরের পুত্র নামে আখ্যাত হবেন তিনি। প্রভু ঈশ্বর তাঁকে তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের সিংহাসনের অধিকারী করবেন এবং#যিশা 9:7; ২ শমু 7:12-13,16 33যাকোব #1:33 যাকোব কুল —ইসরায়েল জাতি এবং যারা বিশ্বাসের মাধ্যমে তাদের সঙ্গে সংযুক্ত। কুলের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন। তাঁর রাজত্ব কখনও শেষ হবে না।#দানি 7:14-18; প্রকা 11:15
34মরিয়ম তখন দূতকে বললেন, কেমন করে এ সম্ভব হবে? আমি যে কুমারী।
35দূত বললেল, পবিত্র আত্মা তোমার উপর অধিষ্ঠিত হবেন। পরমেশ্বরের শক্তিতে তুমি হবে পরিবৃতা। তোমার গর্ভে যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন, তিনি ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবেন।#মথি 1:18-20 36তোমার আত্মীয় ইলিশাবেত, সকলে যাকে বন্ধ্যা বলে জানে, সেও এই বৃদ্ধ বয়সে সন্তানসম্ভবা হয়েছে —আজ ছয় মাস সে গর্ভধারণ করছে। 37কোন কাজই ঈশ্বরের অসাধ্য নয়।#আদি 18:14
38মরিয়ম বললেন, আমি প্রভুর দাসী, আপনার বাক্য আমার জীবনে সফল হোক। তারপর দূত চলে গেলেন।
ইলিশাবেতের সঙ্গে মরিয়মের সাক্ষাৎকার
39কিছুদিন পর মরিয়ম যিহুদীয়ার এক পাহাড়ী অঞ্চলের একটি শহরে গেলেন। 40সেই শহরে ছিল সখরিয়ের বাড়ি। সেখানে গিয়ে মরিয়ম ইলিশাবতকে অভিনন্দন জানালেন। 41মরিয়মের অভিনন্দন শোনার সঙ্গে সঙ্গে ইলিশাবেতের গর্ভের সন্তানটি চঞ্চল হয়ে উঠল। ইলিশাবেত পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে, 42উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, নারী সমাজে তুমিই ধন্যা, ধন্য তোমার গর্ভের সন্তান।#দ্বি.বি. 28:4; গীত 127:3 43কি সৌভাগ্য আমার। আমার প্রভুর জননী আমাকে দেখতে এসেছে! 44তোমার অভিনন্দন শোনার সঙ্গে সঙ্গে আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল। 45ধন্য তুমি, কারণ তুমি বিশ্বাস করেছিলে যে প্রভুর বাক্য তোমার জীবনে সুনিশ্চিতভাবে সফল হবে।#লুক 1:20; 11:28
মরিয়মের স্তুতি
46মরিয়ম তখন নিবেদন করলেনঃ হৃদয় আমার প্রভুর প্রশংসায় মুখর,#১ শমু 2:1-10
47মুক্তিদাতা প্রভুতেই আমার চিত্তের উল্লাস।#গীত 35:9; 106:21; যিশা 61:10; হবক্ 3:18
48কারণ তিনি অনুগ্রহ করেছেন তাঁর এই নগণ্যা দাসীর প্রতি।
আজ থেকে যুগে যুগে সকলেই আমাকে বলবে ধন্যা।#লুক 1:25; ১ শমু 1:11; গীত 113:5-6; লুক 11:27
49যিনি মহাপরাক্রান্ত তিনিই সাধন করেছেন আমার জন্য মহৎ কর্ম,
পবিত্র তাঁর নাম।#গীত 126:3; 111:9; যিশা 57:15
50যারা তাঁকে সম্ভ্রম করে,
যুগ পর্যায়ে যুগে যুগে তাদেরই উপর বর্ষিত হয় তাঁর করুণা।#গীত 103:13-17
51অহঙ্কারে হৃদয় যাদের আচ্ছন্ন,
তিনি আপন পরাক্রান্ত বাহুর বিক্রমে তাদের করেছেন ছত্রভঙ্গ।#গীত 89:10; ২ শমু 22:28
52পরাক্রান্ত নৃপতিদের তিনি করেছেন সিংহাসনচ্যূত,
উন্নত করেছেন দীনহীনদের।#গীত 147:6; 113:7; ইয়োব 12:19; 5:11; ১ শমু 2:7
53তিনি ক্ষুধিতজনকে তৃপ্ত করেছেন উত্তম দ্রব্যে,
বিত্তবানকে বিদায় দিয়েছেন রিক্ত হস্তে।#১ শমু 2:5; গীত 34:10; 107:9
54-55আমাদের পিতৃপুরুষদের কাছে,
অব্রাহাম ও তাঁর বংশের প্রতি চিরদিন যে করুণা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি,
সেই প্রতিশ্রুতি স্মরণ করে তিনি নিজ দাস ইসরায়েলের সহায়তা করেছেন।#যিশা 41:8; গীত 98:3#মীখা 7:20; আদি 17:7; 18:18; 22:17
56মরিয়ম ইলিশাবেতের কাছে তিন মাস কাটিয়ে বাড়িতে ফিরে গেলেন।
বাপ্তিষ্মদাতা যোহনের জন্ম
57ইলিশাবেতের প্রসবকাল পূর্ণ হলে, তাঁর একটি পুত্র ভূমিষ্ঠ হল। 58তাঁর প্রতিবেসী ও আত্মীয়-স্বজনেরা তাঁর প্রতি প্রভুর এই মহান অনুগ্রহের কথা শুনে খুবই আনন্দিত হল।
59অষ্টম দিনে শিশুটির সুন্নত অনুষ্ঠানে তাঁরা সকলে এলেন এবং তার পিতার নাম অনুসারে তারও নাম সখরিয় রাখাই ঠিক করলেন।#আদি 17:12 60কিন্তু তার মা বললেন, না, এর নাম রাখা হবে যোহন।#লুক 1:13
61তখন তাঁরা বললেন, আপনার আত্মীয়-স্বজনদের মধ্যে কারও এরকম নাম নেই। 62এই কথা বলে তাঁরা শিশুর পিতাকে ইঙ্গিতে জিজ্ঞাসা করলেন, তিনি কি নাম রাখতে চান।
63তিনি একটি লিপিফলক চেয়ে নিয়ে লিখলেন, এর নাম যোহন। এতে সকলে অবাক হয়ে গেল। 64সঙ্গে সঙ্গে সখরিয়ের মুখ খুলে গেল, জিভের আড়ষ্টতা দূর হয়ে গেল। তিনি ঈশ্বরের প্রসংসায় মুখর হয়ে উঠলেন। 65তাঁর প্রতিবেশরীরা এই ব্যাপারে বেশ ভয় পেয়ে গেল এবং এই ঘটনার কথা যিহুদীয়ার পাহাড়ী অঞ্চলের সর্বত্র, লোকের আলোচনার বিষয় হয়ে দাঁড়াল। 66যত লোক এই ঘটনার কথা শুনেছিল, তারা সকলেই মনে মনে ভাবতে লাগল এবং বলাবলি করতে লাগল, ভবিষ্যতে এই শিশুটি কি হবে? কারণ তারা বুঝতে পেরেছিল যে প্রভু স্বয়ং এর সঙ্গে আছেন।
সখরিয়ের স্তুতি ও আশীর্বাণী
67শিশুটির পিতা সখরিয় পবিত্র আত্মার আবেশে স্তুতি করে বললেনঃ
68“ধন্য প্রবু ইসরায়েলের ঈশ্বর,
তিনি নিজ প্রজাদের সহায় হয়েছেন, মুক্ত করেছেন তাদের।#লুক 7:16; গীত 41:13; 72:18
69অতীতে পবিত্র নবীদের মাধ্যমে যে অঙ্গীকার
তিনি করেছিলেন সেই অনুযায়ী।#১ শমু 2:10; গীত 18:2; 132:17
70নিজ দাস দাউদের কুলে আমাদের জন্য শক্তিমান
এক ত্রাণকর্তাকে উৎপন্ন করেছেন।
71যেন আমরা উদ্ধার পাই শত্রুর কবল থেকে,
যারা আমাদের বিদ্বেষ করে, তাদের কবল থেকে।#গীত 106:10
72আমাদের সঙ্গে তিনি তাঁর পবিত্র সন্ধিচুক্তি স্মরণে রাখবেন,
করুণা প্রদর্শন করবেন আমাদের পিতৃপুরুষদের প্রতি, এই ছিল তাঁর প্রতিশ্রুতি।#গীত 105:8; 106:45; আদি 17:7; লেবীয় 26:42
73-75আমাদের পিতৃপুরুষ অব্রাহামের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং শপথ করেছিলেনঃ#আদি 22:16,17; মীখা 7:20
শত্রুর কবল থেকে উদ্ধার করবেন তিনি আমাদের।#তীত 2:12-14
যেন আমরা তাঁর আরাধনা করতে পারি নির্ভয়ে,
আজীবন যেন যাপন করতে পারি পবিত্র জীবন ন্যায়ের পথে তাঁর সাক্ষাতে।
76বৎস আমার, পরাৎপরের নবী রূপে আখ্যাত হবে তুমি,
প্রভুর অগ্রগামী হয়ে তুমি প্রস্তুত করবে তাঁর পথ,#মালা 3:1; মথি 3:3
77তুমি ঘোষণা করবে তাঁর প্রজাদের কাছে এই জ্ঞানের কথা:
পাপ মোচনের পথে তারা লাভ করবে পরিত্রাণ।#যির 31:34
78আমাদের ঈশ্বরের কৃপায় আমাদের উপরে হবে
স্বর্গীয় জ্যোতির অভ্যুদয়।#যিশা 60:1-2; মালা 4:2
79যারা বাস করছে মৃত্যুর ছায়ায়, হতাশার অন্ধকারে, তাদের মাঝে তিনি বিতরণ করবেন দিব্যজ্যোতি,
চালিত করবেন আমাদের পদক্ষেপ শান্তির পথে।”#মথি 4:16; যিশা 9:2; 58:8
80শিশুটি দিনে দিনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আত্মিক শক্তিতে শক্তিমান হয়ে উঠতে লাগল এবং ইসরায়েল জাতির সামনে আত্মপ্রকাশের উপযুক্ত সময় না আসা পর্যন্ত বিজন প্রান্তরে বাস করতে লাগল।#মথি 3:1
Currently Selected:
লুক 1: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.