YouVersion Logo
Search Icon

লেবীয় পুস্তক 23

23
বিভিন্ন পর্ব পালনের বিধি
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2তুমি ইসরায়েলীদের বল, তোমরা আমার নির্দেশিত যে পর্বগুলি প্রভু পরমেশ্বরের উদ্দেশে পালনীয় পবিত্র উৎসব বলে ঘোষণা করবে, সেগুলি এই: 3সপ্তাহের ছয়দিন তোমরা কাজ করবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামের জন্য পবিত্র বিশ্রাম দিবস। এই দিনে পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং তোমরা কোন কাজ করবে না। তোমাদের দেশের সর্বত্র এই দিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে বিশ্রাম দিবসরূপে পালন করবে।#যাত্রা 20:8-10; 23:12; 31:15; 34:21; 35:2; দ্বি.বি. 5:12-14 4তোমরা প্রভু পরমেশ্বরের নির্দেশিত যে সব পর্ব উপলক্ষে নির্দিষ্ট সময়ে পবিত্র সমাবেশ আহ্বান করবে, সেগুলি যথাক্রমে এই:
তারণোৎসব ও খামিরবিহীন রুটির উৎসব
(গণনা 28:16-25)
5প্রথম সন্ধ্যায় প্রভু পরমেশ্বরের নির্দেশিত তারণোৎসব অনুষ্ঠিত হবে।#যাত্রা 12:1-13; দ্বি.বি. 16:1-2 6এই মাসেরই পনেরো তারিখে প্রভু পরমেশ্বরের নির্দেশিত খামিরবিহীন রুটির পর্ব পালিত হবে। সাতদিন তোমরা খামিরবিহীন রুটি খাবে।#যাত্রা 12:14-20; 23:15; 34:18; দ্বি.বি. 16:3-8 7প্রথম দিনে তোমাদের পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেদিন তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না। 8সাতদিন তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে। সপ্তম দিনে পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেদিন তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না।
9প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 10তুমি ইসরায়েলীদের বল, আমি তোমাদের যে দেশ দেব সেই দেশে গিয়ে তোমরা যখন শস্য আহরণ করবে, তখন সংগৃহীত শস্যের প্রথম আঁটিটা পুরোহিতের কাছে নিয়ে যাবে। 11পুরোহিত প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সেই আঁটি আরতি করে নিবেদন করবে, যেন তা তোমাদের অনুকুলে গ্রাহ্য হয়। বিশ্রাম দিবসের পরের দিন পুরোহিত তা আরতি করে নিবেদন করবে। 12যে দিন তোমরা ঐ শস্যের আঁটি আরতি করে নিবেদন করবে, সেই দিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য এক বছর বয়সের একটি নিখুঁত মেষ শাবকও উৎসর্গ করবে, 13এবং সেই সঙ্গে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ ময়দা তেলের সঙ্গে মিশিয়ে ভোগ নিবেদন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজনক নৈবেদ্যরূপে সেই ভোগ হোমানলে উৎসর্গ করবে। এর সঙ্গে পানীয় নৈবেদ্যরূপে এক হিনের চতুর্থাংশ পরিমাণ দ্রাক্ষারস উৎসর্গ করবে। 14তোমরা তোমাদের ঈশ্বরের উদ্দেশে যতদিন না এই অর্ঘ্য নিবেদন কর, ততদিন সেই শস্য থেকে তৈরী রুটি, ভাজা শস্য কিম্বা পাকা সীম খাবে না। তোমাদের দেশের সর্বত্র এই বিধি তোমরা পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।
শস্যোৎসর্গ পর্ব ও সাত সপ্তাহের পর্ব
(গণনা 28:26-31)
15তোমরা এই বিশ্রাম দিবসের পরের দিন থেকে, অর্থাৎ শস্যের আঁটি আরতি করে নিবেদন করার দিন থেকে আরম্ভ করে পুরোপুরি সাতটি বিশ্রাম দিবস গণনা করবে।#যাত্রা 23:16; 34:22; দ্বি.বি. 16:9-12 16এই ভাবে সপ্তম বিশ্রাম দিবসের পরের দিন পর্যন্ত তোমরা পঞ্চাশ দিন গণনা করে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নবান্নের ভোগ নিবেদন করবে। 17তোমরা নিজেদের বাড়ি থেকে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ মিহি ময়দার দুটি রুটি খামির মিশিয়ে তৈরী করে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আরতি করে নিবেদন করার জন্য আনবে। তা-ই হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত প্রথম ফসল। 18সেই রুটির সঙ্গে এক বছর বয়সের সাতটি নিখুঁত মেষ শাবক, একটি জোয়ান বৃষ ও দুটি মেষ উৎসর্গ করবে। এগুলি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি এবং এর সঙ্গে যে ভোগ ও পানীয় নৈবেদ্য তা সবই হবে প্রভুর উদ্দেশে হোমানলে উৎসর্গিত সৌরভজনক নৈবেদ্য। 19এর পর তোমরা প্রায়শ্চিত্ত বলিস্বরূপ একটি ছাগ এবং স্বস্ত্যয়ন বলিস্বরূপ এক বছর বয়সের দুটি মেষ শাবক উৎসর্গ করবে। 20পুরোহিত প্রথম ফসলের রুটির সঙ্গে মেষ শাবক দুটি প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আরতি করে নিবেদন করবে। সে তা প্রভুর উদ্দেশে পবিত্র বলে গণ্য করবে। 21তোমরা সেদিন পবিত্র সমাবেশ আহ্বান করবে এবং সেদিন শ্রমসাধ্য কোন কাজ করবে না। দেশের সর্বত্র তোমরা এই নিয়ম পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।
22ফসল কাটার সময় তোমরা ক্ষেতের সীমানার ফসল নিঃশেষে কাটবে না এবং ফসল কাটার পর ঝরে পড়া শীষ কুড়াবে না। গরীব দুঃখী ও প্রবাসীদের জন্য তা ছেড়ে দেবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।#লেবীয় 19:9-10; দ্বি.বি. 24:19-22
তুরীধ্বনির পর্ব
(গণনা 29:1-6)
23প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 24তুমি ইসরায়েলীদের বল, সপ্তম মাসের প্রথম দিনটি তোমরা বিশেষ পবিত্র বিশ্রাম দিবসরূপে পালন করবে। ঐ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তোমরা তুরীধ্বনি দেবে এবং ঐ দিনে তোমাদের পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। 25ঐ দিন তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি নৈবেদ্য উৎসর্গ করবে।
26প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,#লেবীয় 16:29-34 27সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিত্ত দিবস। সেদিন তোমাদের পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। তোমরা উপবাস করবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে। 28সেদিন তোমরা কোন কাজ করবে না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তোমাদের প্রায়শ্চিত্তের জন্য তা প্রায়শ্চিত্ত দিবসরূপে উদযাপিত হবে। 29সেদিন যে উপবাস না করবে, সে সমাজচ্যুত হবে। 30আর সেদিন কোন লোক কাজ করলে আমি তাকে তার স্বজাতীয়দের মধ্য থেকে উচ্ছেদ করব। 31তোমরা কোন কাজ করবে না, তোমাদের বসতির সর্বত্র এই বিধি পুরুষানুক্রমে চিরকাল পালন করবে। 32সেদিন হবে তোমাদের পবিত্র বিশ্রাম দিবস। সেদিন তোমরা উপবাস করবে। মাসের নবম দিনের সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত তোমরা এই বিশ্রাম দিবস পালন করবে।
কুটিরোৎসব
(যাত্রা 27:20-21)
33প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,#দ্বি.বি. 16:13-15 34তুমি ইসরায়েলীদের বল, সপ্তম মাসের পনেরো তারিখ থেকে সাত দিন প্রভু পরমেশ্বরের নির্দেশিত কুটিরোৎসব পালিত হবে। 35প্রথম দিন পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেদিন তোমরা শ্রমসাধ্য কোন কাজ করবে না। 36সাত দিন তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে। অষ্টম দিনে আবার পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা হোম নৈবেদ্য উৎসর্গ করবে। এটি পবিত্র সমাবেশের দিন সুতরাং তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না।
37এইগুলিই প্রভু পরমেশ্বরের নির্দেশিত পর্ব। এই সমস্ত পর্বের সময় তোমরা পবিত্র সমাবেশ আহ্বান করবে এবং নির্দিষ্ট দিনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে যথাবিহিত হোম নৈবেদ্য, হোমবলি, ভক্ষ্য নৈবেদ্য, বলিদান এবং পানীয় নৈবেদ্য উৎসর্গ করবে। 38প্রভু পরমেশ্বরের নির্দেশিত বিশ্রাম দিবসের এবং তোমাদের নিজেদের জন্য নির্দিষ্ট মানত শোধের নৈবেদ্য এবং স্বেচ্ছাদত্ত নৈবেদ্য ছাড়াও উল্লিখিত অর্ঘ্যসমূহ তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।
39সপ্তম মাসের পনেরো তারিখে ক্ষেতের ফসল সংগ্রহ করার পর তোমরা সাতদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসব করবে। প্রথম এবং অষ্টম দিন হবে পবিত্র বিশ্রাম দিবস। 40প্রথমদিন তোমরা ভাল ভাল গাছের ফল, খেজুর, পাতা, পাতা-ভরা গাছের ডাল এবং নদীর ধারের বনঝাউ গাছ সংগ্রহ করে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সাতদির ধরে আনন্দোৎসব করবে। 41তোমরা বছরে সাতদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই উৎসব পালন করবে। এই নিয়ম তোমরা পুরুষানুক্রমে চিরকাল পালন করবে। 42সপ্তম মাসে তোমরা এই উৎসব পালন করবে। সাতদিন তোমরা পর্ণকুটিরে বাস করবে। এই দেশে জাত ইসরায়েলীদের সকলকেই তখন পর্ণকুটিরে বাস করতে হবে। 43এর দ্বারা তোমাদের ভাবী বংশধরেরা জানতে পারবে যে আমি ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে এনে ছাউনিতে বাস করিয়েছিলাম। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
44মোশি ইসরায়েলীদের প্রভু পরমেশ্বরের নির্দেশিত পর্বগুলির কথা জানালেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for লেবীয় পুস্তক 23