YouVersion Logo
Search Icon

লেবীয় পুস্তক 22

22
ঈশ্বরের উদ্দেশে নিবেদিত বস্তুর পবিত্রতা
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2তুমি হারোণ ও তার পুত্রদের বল, ইসরায়েলীরা যে সব পবিত্র বস্তু আমার উদ্দেশে উৎসর্গ করে, সেগুলি তারা যেন সাবধানে রাখে এবং আমার পবিত্র নাম অপবিত্র না করে। আমি প্রভু পরমেশ্বর। 3তুমি তাদের বল, পুরুষানুক্রমে তাদের বংশের কেউ যদি অশুচি অবস্থায় ইসরায়েলী সমাজ কর্তৃক প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত পবিত্র বস্তুর সান্নিধ্যে যায়, তাহলে সেই ব্যক্তি আমার সম্মুখ থেকে উচ্ছিন্ন হবে। আমি প্রভু পরমেশ্বর। 4হারোণের বংশধরদের মধ্যে কেউ যদি কুষ্ঠ বা প্রমেহ রোগাক্রান্ত হয়, তাহলে সে শুচি না হওয়া পর্যন্ত প্রসাদ গ্রহণ করতে পারবে না। মৃতদেহ সংশ্লিষ্ট কোন বস্তুর সংস্পর্শে যে অশুচি হয়েছে বা যার বীর্যস্খলন হয়েছে, 5কিম্বা অশুচি কীটপতঙ্গের স্পর্শে বা অশৌচগ্রস্ত কোন ব্যক্তির সংস্পর্শে যে অশুচি হয়েছে, 6সেই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে এবং স্নান না করে সে প্রসাদ গ্রহণ করতে পারবে না। 7সূর্যাস্তের পর সে শুচি হবে, তখন সে প্রসাদ গ্রহণ করবে, কারণ তা-ই তার খাদ্য। 8মৃত বা বন্যজন্তুর দ্বারা নিহত কোন পশুর মাংস ভক্ষণ করে পুরোহিত নিজেকে অশুচি করবে না। আমি প্রভু পরমেশ্বর। 9পুরোহিতেরা আমার নির্দেশ পালন করবে, নচেৎ তারা দোষী হবে এবং আমার নাম কঙ্কলিত করার জন্য তাদের মৃত্য হবে। আমি প্রভু পরমেশ্বর, আমিই তাদের পবিত্র করেছি।
10অন্য কোন লোক এই পবিত্র প্রসাদ গ্রহণ করতে পারবে না। পুরোহিতের কোন বিদেশী অতিথি কিম্বা বেতনভোগী কর্মচারী এই পবিত্র প্রসাদ গ্রহণ করতে পারবে না। 11কিন্তু পুরোহিত অর্থমূল্যে কোন লোককে কিনে থাকলে সেই ক্রীতদাস তা ভোজন করতে পারবে। 12ভিন্ন গোত্রের লোকের সঙ্গে যদি পুরোহিতের কন্যার বিবাহ হয়, তবে সেও পবিত্র প্রসাদ গ্রহণ করতে পারবে না। 13কিন্তু পুরোহিতের কন্যা যদি বিধবা কিম্বা স্বামী পরিত্যক্তা ও নিঃসন্তান হয় এবং সে যদি আবার পিত্রালয়ে ফিরে এসে বাল্যকালের মতই বসবাস করে তাহলে সে পৈতৃক অন্ন গ্রহণ করতে পারবে। কিন্তু অন্য গোত্রের কোন লোক তা ভোজন করতে পারবে না। 14যদি কেউ ভুলবশতঃ পবিত্র প্রসাদ ভোজন করে তাহলে সে পবিত্র প্রসাদ এবং এক পঞ্চমাংশের মূল্য পুরোহিতকে দেবে। 15ইসরায়েলী প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে সব পবিত্র নৈবেদ্য উৎসর্গ করবে, পুরোহিতরা তা অপবিত্র করবে না। 16তারা কোন লোককে পবিত্র প্রসাদ খেতে দিয়ে তাকে অপরাধী ও দণ্ডার্হ করবে না, কেননা আমি প্রভু পরমেশ্বর, আমিই তাদের পবিত্র করেছি।
17প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 18তুমি হারোণকে, তার পুত্রদের এবং ইসরায়েলীদের বল, ইসরায়েলী কিংবা ইসরায়েলীদের মধ্যে প্রবাসী কোন ব্যক্তি যদি মানত শোধের জন্য কিংবা স্বেচ্ছায় প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করতে চায়, 19তবে তা যাতে গ্রাহ্য হয় তার জন্য তোমরা গরু, ভেড়া কিম্বা ছাগলের পাল থেকে নিখুঁত পুং জাতীয় পশু উৎসর্গ করবে। 20তোমরা খুঁতবিশিষ্ট কোন কিছু উৎসর্গ করবে না, তাহলে তা তোমাদের পক্ষে গ্রাহ্য হবে না।#দ্বি.বি. 17:1
21কোন লোক যদি মানত শোধের জন্য কিম্বা স্বেচ্ছায় তার গরু ভেড়ার পাল থেকে স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করে, তাহলে তা যাতে গ্রাহ্য হয় তার জন্য সেটি নিখুঁত হওয়া আবশ্যক। 22অন্ধ, অকেজো, অঙ্গহীন, ক্ষতগ্রস্ত, শ্বেতী বা চর্মরোগাক্রান্ত কোন পশু তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করবে না এবং এই ধরণের কোন পশু প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য বেদীর উপরে স্থাপন করবে না। 23অস্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গ বিশিষ্ট কোন বৃষ বা মেষ তোমরা স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্যস্বরূপ উৎসর্গ করতে পার কিন্তু মানত শোধের জন্য তা গ্রাহ্য হবে না।
24বিকৃত যৌনাঙ্গ বিশিষ্ট কোন পশু তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলিরূপে উৎসর্গ করবে না। এইরূপ বলিদান তোমাদের দেশে নিষিদ্ধ হবে। 25বিদেশীদের কাছ থেকে এই ধরণের কোন পশু সংগ্রহ করেও তোমরা তোমাদের ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করবে না। কারণ তাদের অঙ্গ খুঁত বিশিষ্ট এবং এই খুঁতের জন্য তা তোমাদের স্বপক্ষে গ্রাহ্য হবে না।
26প্রভু পরমেশ্বর মোশিকে আরও বললেন, 27গরু, ভেড়া কিম্বা ছাগলের বাচ্চা হলে সাতদিন সেটি তার মায়ের কাছে থাকবে। অষ্টম দিনে সেটি প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলির জন্য গ্রাহ্য হবে। 28কোন গাভী কিম্বা মেষী এবং তার শাবককে একই দিনে হনন করবে না। 29প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যখন কৃতজ্ঞতা নিবেদনের বলি উৎসর্গ করবে, তখন তা যাতে গ্রাহ্য হয় সেইভাবে উৎসর্গ করবে। 30সেই দিনই সেই বলির প্রসাদ ভক্ষণ করতে হবে, পরের দিন সকাল পর্যন্ত তার কিছুই অবশিষ্ট রাখবে না। আমি প্রভু পরমেশ্বর, 31অতএব তোমরা আমারই নির্দেশ পালন করবে। 32তোমরা আমার পবিত্র নাম কলঙ্কিত করবে না। ইসরায়েলীরা আমাকে পবিত্র বলে স্বীকার করবে। আমি প্রভু পরমেশ্বর, আমিই তোমাদের পবিত্র করেছি, 33এবং তোমাদের আরাধ্য ঈশ্বর হওয়ার জন্য আমিই তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি, আমিই প্রভু পরমেশ্বর।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for লেবীয় পুস্তক 22