বিলাপ গীতি 5
5
করুণা ভিক্ষা
1হে প্রভু পরমেশ্বর, স্মরণ কর দুর্দশা আমাদের,
চেয়ে দেখ, আমাদের লাঞ্ছনা অপমান।
2আমাদের বিত্ত ও সম্পদ আজ বিদেশীদের করায়ত্ত,
আমাদের ঘর-বাড়ি আজ তাদের দখলে।
3অনাথ পিতৃহীন হয়েছি আমরা,
মাতারা ভোগ করছে বিধবার মত যন্ত্রণা।
4অর্থমূল্যে কিনতে হয় এখন পানীয় জল,
কিনতে হয় জ্বালানী কাঠও।
5বলদের মত বোঝা বয়ে বয়ে ক্লান্ত আমরা,
তবু বিশ্রামের অবসর নেই ক্ষণেকের তরে।
6গিয়েছি সুদূর মিশরে, গিয়েছি আসিরিয়ায় খাদ্যের সন্ধানে,
ফিরেছি ভিক্ষা চেয়ে বাঁচার তাগিদে।
7পাপ করেছিলেম আমাদের পূর্বপুরুষেরা, আজ তাঁরা হয়েছেন গত।
তবু তাঁদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করছি আমরা।
8যারা আমাদের শাসনকর্তা, ক্রীতদাসেরও অধম তারা,
তাদের কবল থেকে বাঁচবে—এমন শক্তি কার?
9গ্রামের পথে পথে আছে হত্যাকারীর দল,
মরণের ঝুঁকি নিয়ে আমাদের যেতে হয় খাদ্যের সন্ধানে।
10ক্ষুধার জ্বালায় অঙ্গ পুড়ে যায় জ্বর বিকারে,
দেহচর্ম ঝলসে ওঠে জ্বলন্ত চুল্লীর মত।
11সিয়োনে আমাদের পত্নীরা হয়েছে ধর্ষিতা,
যিহুদীয়ার প্রতিটি গ্রামে কুমারী কন্যাদের বাধ্য করা হয়েছে দেহদানে।
12আমাদের রাজপুরুষদের প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাঠে,
বৃদ্ধেরাও হয়েছে লাঞ্ছিত।
13যুবকেরা গোলামের মত বাধ্য হয়েছে যাঁতা ঘোরানোর কাজে,
সুকুমার বালকেরা ভারী কাঠের বোঝা বইতে বইতে নুয়ে পড়েছে।
14নগরীর তোরণদ্বারে প্রবীণেরা বসে না আর,
শোনা যায় না আর তরুণ-তরুণীদের সঙ্গীতলহরী।
15জীবনের রঙ্গমঞ্চ থেকে সুখ নিয়েছে চিরবিদায়,
নৃত্য-গীতের স্থান দখল করেছে বিষাদ।
16যা ছিল আমাদের গর্বের ধন সবই আজ ধুলিতে লুটায়,
পাপের ফসল তুলেছি আমরা, দণ্ডিত হয়েছি অমোঘ দণ্ডে।
17অন্তর আজ দুঃসহ তিক্ততায় গিয়েছে ভরে,
চোখের জলে দৃষ্টি হয়েছে ক্ষীণ।
18সিয়োন পর্বত পড়ে আছে পরিত্যক্ত জনহীন!
সেই ভগ্নস্তূপে বন্য শৃগালের নিত্য বিচরণ।
19একমাত্র তুমিই হে প্রভু পরমেশ্বর, অনাদি অনন্তকালের রাজাধিরাজ,
যুগে যুগে কালে কালে তোমারই রাজত্ব।
20কেন আমাদের পরিত্যাগ করেছ তুমি? দীর্ঘদিন হয়ে গেল গত!
আর কি কখনও আসবে না স্মরণে আমাদের কথা?
21ফিরিয়ে দাও হে প্রভু পরমেশ্বর আমাদের অতীত মহিমা
ফিরিয়ে নাও হে জগদীশ্বর আমাদের তোমার চরণে।
22করেছ কি আমাদের প্রত্যাখ্যান চিরতরে?
নাই কি কোনও সীমা তোমার ক্রোধের।
Currently Selected:
বিলাপ গীতি 5: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.