YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল ভূমিকা

ভূমিকা
নবী যিহিষ্কেল ব্যাবিলনে নির্বাসিত হয়েছিলেন। জেরুশালেমের পতনের পূর্বেই তাঁর নির্বাসন হয় এবং খ্রীষ্টপূর্ব 586 সালে জেরুশালেমের পতনের পরবর্তীকালেও সেখানে তাঁকে নির্বাসিত জীবন কাটাতে হয়। ব্যাবিলনে নির্বাসিত জনগণ ও জেরুশালেমবাসীর উদ্দেশে তাঁর এই সমাচার উচ্চারিত হয়েছিল। যিহিষ্কেলের পুস্তকের ছয়টি ভাগ: (1) ঈশ্বরের মুখপাত্র ও নবী হবার জন্য যিহিষ্কেলের কাছে ঈশ্বরের আহ্বান, (2) ঈশ্বরের আসন্ন শাসনদণ্ড সম্বন্ধে মানুষকে সতর্ক করে চেতনা দান, জেরুশালেমের পতন ও বিনাশ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী,(3) যে সমস্ত জাতি প্রভু পরমেশ্বরের প্রজাদের বিপথে পরিচালনা করেছে এবং তাদের নিপীড়ন করেছে, তাদের উপর তাঁর আসন্ন বিচারের অমোঘ দণ্ড সম্বন্ধে প্রভু পরমেশ্বরের কাছ থেকে আগত সংবাদ, (4) জেরুশালেমের পতনের পর, ইসরায়েল জাতিকে সাচ্ছন্দ্যদান এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি, (5) গোগ-এর বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী এবং (6) পুনরুদ্ধার প্রাপ্ত মন্দির ও জাতি সম্বন্ধে যিহিষ্কেলের মানসচিত্র।
যিহিষ্কেল ছিলেন অত্যন্ত কল্পনাপ্রবণ ও ঈশ্বরে গভীর বিশ্বাসী। অর্ন্তদৃষ্টির আলোয় উদ্ভাসিত বহু কল্পনা দিব্যদর্শনের রূপ নিয়ে তাঁর সামনে এসে দাঁড়িয়েছে, তাঁর বহু বক্তব্য (messages) প্রতীকধর্মী কার্যকলাপের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। যিহিষ্কেল মন ও আত্মার আভ্যন্তরীণ নবায়নের প্রয়োজন এবং প্রত্যেকের নিজের পাপের জন্য ব্যক্তিগত দায়িত্বের উপর বেশি জোর দিতেন।
জাতির জীবনের মোড় একদিন ফিরবেই, পরিবর্তন আসবেই, এ সম্বন্ধে তিনি আশা পোষণ করতেন। পুরোহিত তথা নবী হিসেবে মন্দির এবং মন্দিরের পবিত্রতা রক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে তাঁর বিশেষ মনোযোগ বা আগ্রহ ছিল।
বিষয়বস্তুর রূপরেখা
যিহিষ্কেলের আহ্বান 1:1—3:27
জেরুশালেমের পতনের ভবিষ্যদ্বাণী 4:1—24:27
জাতিবৃন্দের উপর ঈশ্বরের শাসনদণ্ড 25:1—32:32
নিজের প্রজাদের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি 33:1 —37:28
গোগ-এর বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী 38:1—39:29
মন্দির ও দেশের ভবিষ্যৎ সম্পর্কে দর্শন 40:1—48:35

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in