বিলাপ গীতি 4
4
পতনের পরে জেরুশালেম
1নগরীর সোনার উজ্জ্বল ছটা আজ হয়েছে মলিন,
মন্দিরের অমূল্য পাথরগুলি ছড়িয়ে আছে, পথের উপর।
2সিয়োনের যে নবীন যুবারা একদিন ছিল মূল্যবান সোনার মতই,
আজ মূল্যহীন তুচ্ছ মাটির পাত্রের মত পড়ে আছে তারা অনাদরে।
3হিংস্র নেকড়েও তার শাবকদের স্তন্যদান করে, কিন্তু আমার প্রজারা নির্মম,
মরুভূমির উটপাথির মত আপন সন্তানদের প্রতি উদাসীন।
4তাদের শিশু সন্তানেরা আজ মৃতপ্রায় ক্ষুধায় তৃষ্ণায় একমুঠো অন্নের জন্য
কোলের শিশুরা ভিক্ষা করে দুয়ারে দুয়ারে।
5কিন্তু কে দেবে ভিক্ষা? একদা উত্তম খাদ্যে পরিতৃপ্ত ছিল যারা, লালিত হয়েছিল আরামে-বিলাসে,
অনাহারে আজ তারা পথে শুয়ে মৃত্যুর প্রতীক্ষায়।
6প্রভু পরমেশ্বরের হাতে পাপের পরিণামে ঘটেছিল সদোমের শোচনীয় পতন অকস্মাৎ,
তবু, তাদের চেয়েও প্রজারা আমার পেয়েছিল অধিক দণ্ড।#আদি 19:24
7কলুষহীন আমাদের রাজপুরুষেরা ছিল তুষারের চেয়েও শুভ্র, ছিল দুধের চেয়েও খাঁটি।
শৌর্যে-বীর্যে, প্রবল প্রতাপে ছিল তারা বলীয়ান, স্বাস্থ্যের সম্পদে ছিল কান্তিময়।
8আজ তারা শুয়ে আছে রাজপথে পরিচয়হীন,
মুখে মৃত্যুর কালিমা, হাড়ের উপর জড়ান শুকনো চামড়া।
9অনাহারে তিলে তিলে মৃত্যু যারা করেছে বরণ, তাদের চেয়ে যুদ্ধে যারা হয়েছিল হত, তারাই ভাগ্যবান।
হায়, খাদ্য বিনা যায় না কখনও বাঁচা!
10বিভীষিকার মত নেমে এসেছে চরম বিপর্যয় আমার প্রজাদের উপর,
স্নেহময়ী মাতা আপন সন্তানে খাদ্যরূপে করেছে ভোজন।#দ্বি.বি. 28:57; যিহি 5:10
11প্রভু পরমেশ্বর জ্বলে উঠেছেন অদম্য ক্রোধে,
ভয়াবহ আগুন জ্বেলেছেন সিয়োন নগরীর বুকে, পুড়িয়ে ভস্মীভূত করেছেন তাকে।
12কেউ কোনদিন পারেনি ভাবতে বিদেশী শাসকেরাও কল্পনা করেনি কখনও
জেরুশালেমের তোরণ দুয়ার দিয়ে শত্রুরা কোনদিন করবে প্রবেশ।
13তাও একদিন হল সম্ভব, এর কারণ পাপ—জেরুশালেমের নবীদের পাপ,
আর অনাচারী পুরোহিতকুলের পাপ, তারা বহু নিরীহ মানুষের প্রাণনাশ করেছেএই নগরীর বুকে।
14তারা অন্ধের মত ফিরেছে পথে পথে নিরীহের রক্তে কলুষিত দেহ,
ওদের সকলেই করেছে পরিহার।
15‘দূর হও, অশুচি তোমরা, স্পর্শ করো না আমাদের’, চীৎকার করে ওঠে সকলে।
বাস্তুহারার মত তারা দেশে দেশে বেড়ায় ঘুরে, আশ্রয় দেয় না কেউ।
16লেশমাত্র মমতাও নেই প্রভু পরমেশ্বরের মনে, তিনি স্বয়ং তাদের দিয়েছেন ছড়িয়ে ছিটিয়ে,
এমন কি যাজক ও নেতৃবৃন্দও পায়নি সম্মান।
17বহুকাল কেটে গেল সাহায্যের প্রতীক্ষায়, অবশেষে সব আশা হল নির্মূল,
আশায় আশায় থেকে ব্যর্থতার দুঃখই সার হল শুধু, সাহায্যের হাত বাড়াল না কেউ।
18শত্রুর নজরবন্দী যে আমরা, প্রকাশ্যে পথ চলারও উপায় নেই আমাদের,
দিন আমাদের ফুরিয়েছে, ঘনিয়েছে অন্তিম দশা।
19ঈগলের চেয়েও দ্রুতগতিতে আকাশ থেকে নেমে তাড়া করে ফিরেছে শত্রুদল।
আক্রমণে থেকেছে উদ্যত মরুপ্রান্তরে, পিছু ধাওয়া করেছে আমাদের পাহাড়ী পথে।
20স্বয়ং প্রভু পরমেশ্বরের অভিষিক্ত, আমাদের প্রাণশক্তিস্বরূপ যিনি, যাঁর উপর বিশ্বাসে নির্ভর করেছিলাম আমরা,
তিনি আজ শত্রুর কুক্ষিগত, আমাদের আশা হল নির্মূল।
21হাসো তোমরা ইদোম ও ঊষনিবাসী সকলে, মত্ত হও মদিরায়, উল্লাসে হও বিহ্বল,
স্খলিত হবে বসন তোমাদের, অচেতনে লজ্জা হবে অনাবৃত।
22সিয়োন তার পাপের মূল্য করেছে পরিশোধ, সমাপ্ত হয়েছে তার নির্বাসনের কাল।
ইদোম, তোমার কিন্তু নিস্তার নেই, পাপের চরম দণ্ড নেমে আসবে তোমার উপরে, সমস্ত দুষ্কর্ম তোমার হবে উদ্ঘাটিত।
Currently Selected:
বিলাপ গীতি 4: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.