যিরমিয় 20
20
পুরোহিত পশহূরের সঙ্গে যিরমিয়ের সংঘাত
1ইম্মেরের পুত্র পুরোহিত পশহূর ছিলেন মন্দিরের অধ্যক্ষ। তিনি যখন এই সমস্ত বিষয়ে আমাকে ঘোষণা করতে শুনলেন, তখন 2তিনি আদেশ দিলেন যেন আমাকে প্রহার করে মন্দিরের বিন্যামীন তোরণের কাছে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। 3পরের দিন পুরোহিত পশহূর যখন আমাকে শৃঙ্খলমুক্ত করলেন, আমি তাঁকে বললাম, প্রভু পরমেশ্বর আপনার নাম পশহূর রাখেন নি। তিনি আপনার নাম দিয়েছেন, ‘সর্বস্থানের সন্ত্রাস’। 4প্রভু স্বয়ং বলেছেন, ‘আমি তোমাকে নিজের কাছে এবং তোমার বন্ধুদের কাছে সন্ত্রাসস্বরূপ করব। তুমি দেখবে তারা সকলে শত্রুর হাতে নিহত হয়েছে। সমস্ত যিহুদীয়াকে আমি ব্যাবিলনের রাজার অধীন করতে চলেছি। কিছু লোককে সে বন্দী করে দেশে নিয়ে যাবে এবং বাকিদের হত্যা করবে। 5এই নগরীর সমস্ত সম্পদ আমি তাদের শত্রুদের দিয়ে লুঠ করাব, তারা তাদের সমস্ত সম্পত্তি দখল করবে, এমন কি যিহুদীয়ার রাজার ধনভাণ্ডারও তারা দখল করবে এবং সব কিছু ব্যাবিলনে নিয়ে যাবে।’ 6পশহূর, তুমি ও তোমার পরিবার তাদের হাতে বন্দী হয়ে ব্যাবিলনে যাবে। যে বন্ধুদের কাছে ঈশ্বরের নাম করে তুমি অজস্র মিথ্যা বাণী বলেছিলে, সেই বন্ধুদের সঙ্গে সেখানে তোমার মৃত্যু হবে এবং সেখানেই কবর হবে তোমাদের।
প্রভু পরমেশ্বরের কাছে যিরমিয়ের অভিযোগ
7হে প্রভু পরমেশ্বর, তুমি আমাকে বঞ্চনা করেছ,
প্রবঞ্চিত হয়েছি আমি। আমার চেয়ে তুমি মহাশক্তিধর,
আমায় বশীভূত করেছ তুমি,
আমি উপহাসের পাত্র হয়েছি সকলের কাছে,
সারাদিন সকলে আমাকে বিদ্রূপ করে।
8যখনই আমি কিছু বলি, চীৎকার করতে হয় আমাকে,
আমি উচ্চকণ্ঠে বলি, ‘প্রচণ্ড আক্রমণ, ধ্বংস!’
হে প্রভু পরমেশ্বর, তোমার বার্তা ঘোষণা করার জন্য
সবসময় বিদ্রূপ আর অপমানে আমাকে জর্জরিত হতে হয়।
9কিন্তু যখন আমি বলি,
‘আমি ভুলে যাব প্রভু পরমেশ্বরকে কোনদিন তাঁর নাম আর মুখে আনব না,’
তখনই তোমার বার্তা আগুনের মত অন্তর্জ্বালায় দগ্ধ করে আমাকে।
আমি ক্লান্ত হই সেই বাণীকে রোধের চেষ্টায়,
কিন্তু কিছুতেই রুদ্ধ রাখতে পারি না তাকে।
10শুনি সকলেই ফিস্ফিস্ করে বলে, ‘সর্বস্থানে সন্ত্রাস,
এস আমরা প্রকাশ্যে অভিযুক্ত করি তাকে, দোষারোপ করি তার বিরুদ্ধে।’
আমার ঘনিষ্ঠ বন্ধুরাও আমার পতন কামনা করে,
তারা বলে, ‘এবার হয়ত তাকে ফেলা যাবে ফাঁদে,
তখন আমরা তাকে মুঠোয় পাব, আর নেব প্রতিশোধ।’
11কিন্তু হে পরমেশ্বর, মহাপরাক্রান্ত যোদ্ধা তুমি,
তুমি আমার পক্ষে আছ, যারা আমাকে উৎপীড়ন করে,
ব্যর্থ হবে তারা। ব্যর্থতার গ্লানি তাদের চিরলজ্জায় ডুবিয়ে দেবে,
কখনও ঘুচবে না এই লজ্জা।
12কিন্তু হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তুমি ধর্মনিষ্ঠদের যাচাই কর,
তুমিই জান, কি আছে তাদের হৃদয়ে মনে,
আমার শত্রুদের উপর তোমার প্রতিশোধ আমাকে দেখতে দাও,
আমি যে তোমারই উপর অর্পণ করেছি আমার সমস্ত ভার।
13সঙ্গীত গাও প্রভু পরমেশ্বরের উদ্দেশে!
মহিমা কীর্তন কর প্রভু পরমেশ্বরের!
তিনি মুক্ত করেন নিপীড়িত মানুষকে দুর্জনের কবল থেকে।
14অভিশপ্ত হোক আমার জন্মের সেই দিন,
যে দিন জননী আমায় জন্ম দিয়েছিলেন,
সেই দিন ডুবে যাক্ বিস্মৃতির অতলে।#ইয়োব 3:1-19
15অভিশাপ দাও সেই জনকে যে আমার পিতাকে আনন্দ দান করেছিল,
দিয়েছিন আমার জন্মের সংবাদ, বলেছিল,
‘সন্তান জন্মেছে, একটি পুত্র জন্মেছে তোমার!’
16তার অবস্থা হোক সেই সব নগরীর মত
যেগুলি নির্মমভাবে ধ্বংস করেছেন প্রভু পরমেশ্বর।
প্রভাতে সে শুনুক আর্তনাদ
মধ্যাহ্নে শুনুক যুদ্ধের দামামা।
17কারণ ভূমিষ্ঠ হবার আগেই সে আমাকে বধ করেনি,
তাহলে মাতৃগর্ভে হত আমার সমাধি।
18কেন আমার জন্ম হয়েছিল?
এ কি শুধু দুঃখ আর যন্ত্রণার জন্য?
লজ্জায় আমার জীবন অবসানের জন্য?
Currently Selected:
যিরমিয় 20: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.